মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [২য়-ক্লাস] :: মাইক্রোসফট এক্সেলের ফর্মূলা বা সূত্র গুলো

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন। মাইক্রোসফট এক্সেলের ১ম পর্ব প্রকাশের পর অনেকেরই সাড়া পেয়েছি। তাই আজকে আমি ধারাবাহিক পর্বের ২য় পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক....................

মাইক্রোসফট এক্সেলের ফর্মূলা বা সূত্র গুলো

যোগের সূত্র:

দুটি সংখ্যা পাশাপাশি থাকলে নিম্নের সূত্রের সাহায্যে যোগ করা হয়:-

গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস + ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

দুই বা ততোধিক সংখ্যা পাশাপাশি থাকলে নিম্নের সূত্রের সাহায্যে যোগ করা হয়:-

গঠন: =Sum(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

উদাহরন: দরুন আমরা 100 এবং 50 যোগ করব C1 সেলে , এজন্য আমাদেরকে সর্বপ্রথম C1 সেলে =(সমান) চিহৃ দিতে হবে । তারপর 100  এর সেল এড্রেস দিতে হবে, খেয়াল করে দেখুন 100  A কলামে এবং 1 নং রো তে রয়েছে এজন্য 100 এর সেল   এড্রেস হবে A1। ( কি এখন কি সেল এড্রেস বিষয়টি ক্লিয়ার হয়েছে  🙂  )

তারপর (+) সাইন দিয়ে 50 এর সেল এড্রেস দিয়ে এন্টার প্রেস করলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। অর্থাৎ সূত্র হবে =A1+B1   Press Enter.

অনেকে বলতে পারেন এই সামান্য জিনিস নিয়ে এত পেচাল মারতেসি কেন!!!!!!!! ভাই আমার টিউন টা মূলত নতুনদের জন্য তাই  এ রকম পেচাল মারতেসি 🙂

বিয়োগের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে বিয়োগ করতে হয়:-

গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস - ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

গুনের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে গুন করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে গুন করতে হয়:-

গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস * ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

ভাগের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে ভাগ  করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে ভাগ  করতে হয়:-

গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস /২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

পার্সেন্টিজ(%) বের করার সূত্র:

গঠন: =(যে সংখ্যার পার্সেন্টিজ বের করবেন ঐ সংখ্যা * যত পার্সেন্ট বের করবেন% ) তারপর এন্টার দিতে হবে।

উদাহরন: আমরা 5,000 এর 10% পাসেন্ট বের করব। তাহলে সূত্র হবে =5,০০০ এর সেল এড্রেস*10%

গড় বের করার সূত্র:

গঠন: =average(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

উদাহরন: দরুন আমরা ১০, ২০, ৩০,৪০ ও ৫০ এই পাঁচটি সংখ্যার গড় বের করব, তাহলে সূত্র হবে:

=average(১০ এর সেল এড্রেস : ৫০ এর সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সর্বনিম্ন সংখ্যা বের করা সূত্র:

গঠন: =min(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সর্বোচ্চ সংখ্যা বের করা সূত্র:

গঠন: =max(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সংখ্যা গননা করার সূত্র:

গঠন: =Count(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

আজ এ পর্যন্তই । ভূলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূল হলে আশা করি অভিজ্ঞরা ধরিয়ে দিবেন।

যারা ১ম পর্ব দেখেন নাই: https://www.techtunes.io/microsoft-excel/tune-id/186211

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor laglo post ta. chaliye jaan..

ধন্যবাদ কমেন্ট করার জন্য @এনামুল ইসলাম

Carry on….tnx for ur nice post.

Level 0

many many thanks I am learning microsoft excel 2007.
it is very intersting for me rasel vai…..

ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য @তুষার
কেউ যদি সামান্যতম উপকার পায় আমার টিউন থেকে তাহলে আমার টিউন সার্থক @Shawn017121

Level 0

again thanks

চমৎকার উপস্থাপনা স্যার। বুঝতে কোন প্রকার বেগ পাই নাই। practice করে বেশ মজা পাওয়া গেল।
পরবর্তী লেকচার(tune) এর অপেক্ষায় রইলাম…।

অনেক অনেক ধন্যবাদ

Level 0

chaliye jaan..

কিছু আগে জানা ছিল কিছু ননুন শিখলাম ধন্যবাদ

রাসেল ভাই যদি পারেন pdf ফাইল দিতে তাহলে আর ও ভালো হতো।

Level 0

ধন্যবাদ, চালিয়ে যান। পরবর্তী পর্বের অপেক্ষায়

বুঝতে পারলেই আমার টিউন টা সার্থক হবে @Sajal
সবাইকে ধন্যবাদ, ইনশা্আল্লাহ চালিয়ে যাব, আপনারা পাশে থাকলে.

চেষ্টা করব ভাই @Sopnel Sagor

আমি প্রথম পর্বে একটি কমেন্ট করেছিলাম ওয়ার্কসীটের কলাম, রো এবং সেল সর্ম্পকিত যে ভুলটি হয়েছিল আপনার তা নিয়ে। কিন্তু অবাক বিষয় আপনি ভুলটি ঠিক করেছেন ঠিকই কিন্তু আমার কমেন্টটি নেই। হয়তো মুছে দিয়েছেন। এভাবে মুছে দিয়ে আপনি কিন্তু কৃতজ্ঞতাটুকু অস্বীকার করলেন। তাহলে তো কোন ভুল হলে আপনি যে সংশোধন চান তা আর করা যাবেনা। আপনি কিন্তু আবারও ভুল করবেন। এটা আমি নিশ্চিত।

১ম পর্বের ১৪ নাম্বার কমেন্ট দেখেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করুছ কিনা!!!! নিজেকে আপনি তো মহা পন্ডিত ভাবতাছেন একটি ভূল ধরে। ভূল হওয়া টা স্বাভাবিক । তা আপনি যখন এত মহা পন্ডিত তাহলে আপনিই এর উপর টিউন দেন।।।
আমার টিউন এখানে সমাপ্ত করলাম ।

Level New

ak kothay awesome ……………………..

Thank You…. @:jehad boksh

Level 0

ভাই কাজে লাগবে /অনেক দিন থেকে খুজতে ছিলাম ……. আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনাদের কাজে লাগলেই আমার টিউন করা টা সার্থক হবে, ধন্যবাদ আপনাকে ও @absar11

Level 0

খুব ভাল লাগল ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া @noman1217

অনেক……অনেক ধন্যবাদ………

তোমাকে ও ধন্যবাদ @রহুল আমিন

আমার অফিস ২০০৩ সেটাপ দেয়া, আর এটাতো ২০০৭এর,!!! কোন প্রবলেম হবে???

কোন প্রবলেম হবে না!!!

আপনাকে আবারও ধন্যবাদ।জানাই।

nice. go ahed buddy.