আমি আজকে দেখাবো, Microsoft Office Access দিয়ে তৈরি করা Inventory Management System program. এটি দিয়ে একজন ইউজার সহজেই তার দোকান, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের স্টকের হিসাব রাখতে পারবে। এখানে নিম্ন বর্ণিত সুবিধা সমূহ আছে। Sample File Download, Zipped File
এই সফটওয়্যারটি দিয়ে মূলত বানানো হয়েছে স্টোর বা ওয়্যারহাউজ এর পন্যের হিসাব রাখার জন্য। প্রতিদিন যে মালামাল ক্রয় করা হচ্ছে এবং বিভিন্ন ইউজারকে ব্যবহার করার জন্য মালামাল প্রদান করা হচ্ছে তার ডাটাবেজ সংরক্ষন করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করা হয়। এছাড়া কোন পণ্যের কতটুকো স্টক আছে, স্টক লেভেল লো হয়ে গেলে সেটার রিপোর্ট, কোন পণ্যের স্টক শূন্য হয়ে গেলে সেগুলো আলাদা রিপোর্ট ইত্যাদি সুবিধা সমূহ এটাতে অন্তর্ভূক্ত আছে। ডাটাবেজটি সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে ডাটাবেজের প্রথম পেজের ডানদিকে উপরে Developer Info বাটনে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ইমেইলে মেইল করতে পারেন। [email protected]
Item Information
Stock Report
আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাই।