MS Access: Inventory Management System স্টক হিসাব

আমি আজকে দেখাবো, Microsoft Office Access দিয়ে তৈরি করা Inventory Management System program. এটি দিয়ে একজন ইউজার সহজেই তার দোকান, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের স্টকের হিসাব রাখতে পারবে। এখানে নিম্ন বর্ণিত সুবিধা সমূহ আছে। Sample File Download, Zipped File

  1. পণ্যের ডাটাবেজ (Item Database)
  2. সাপ্লায়ার ডাটাবেজ (Supplier Database)
  3. ইউজার ডাটাবেজ (Employee/User Database)
  4. পণ্য ক্রয়ের তথ্য (Purchasing)
  5. পণ্য প্রদানের তথ্য (Material Issue)
  6. স্টকের হিসাব (Stock)
  7. কোন পণ্যের স্টক কমে গেলে তার হিসাব (Reorder Status)
  8. ইনভেন্টরি লেজার (Inventory Ledger)
  9. স্টকের বিভিন্ন ধরনের রিপোর্ট (Stock Report)

এই সফটওয়্যারটি দিয়ে মূলত বানানো হয়েছে স্টোর বা ওয়্যারহাউজ এর পন্যের হিসাব রাখার জন্য। প্রতিদিন যে মালামাল ক্রয় করা হচ্ছে এবং বিভিন্ন ইউজারকে ব্যবহার করার জন্য মালামাল প্রদান করা হচ্ছে তার ডাটাবেজ সংরক্ষন করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করা হয়। এছাড়া কোন পণ্যের কতটুকো স্টক আছে, স্টক লেভেল লো হয়ে গেলে সেটার রিপোর্ট, কোন পণ্যের স্টক শূন্য হয়ে গেলে সেগুলো আলাদা রিপোর্ট ইত্যাদি সুবিধা সমূহ এটাতে অন্তর্ভূক্ত আছে। ডাটাবেজটি সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে ডাটাবেজের প্রথম পেজের ডানদিকে উপরে Developer Info বাটনে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ইমেইলে মেইল করতে পারেন। [email protected]

Item Information

Stock Report

 

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাই।

    ধন্যবাদ। অনেকদিন পরে টিউন করলাম। তবে বেশ কিছু জিনিস শেখার আছে এই প্রজেক্ট থেকে।

      আমি শিখতে চাই ভাই, আপনার সহযোগীতায় শিখতে সহজ হয়।
      তাই সব সময় আপনার টিউনগুলো ফলো করি।
      তবে সব দিকেই আপনার টিউন বা পোষ্ট কম দেখি।

      দোয়া রইলো আপনার জন্যা।