Employee Management System ম্যানেজ করুন আপনার প্রতিষ্ঠানের ষ্টাফ তালিকা খুব সহজেই

প্রকাশিত
জোসস করেছেন

আপনার প্রতিষ্ঠানের ছোট হোক বা বড়
কর্মকর্তা বা কর্মচারীর কম বা বেশি।
প্রত্যেকেরই তথ্য রাখতে হয় আপনার কাছে।
তাই আজ থেকে তাদের তথ্য সেভ রাখুন সফটওয়ারে।
খুব দ্রুতই তাদের তালিকা ও তাদের অবস্থান দেখে নিন সফটওয়ারে।

আজ আপনাদের সাথে শেয়ার করবো Employee Management System এর একটি সফটওয়ার।

এর দ্বারা আপনার প্রতিষ্ঠানের সকল কর্মীর তথ্য ও হিসাব রাখতে পারবেন।
সম্পূর্ণ জীবন বৃত্তান্ত ও তাদের অবস্থান নিয়ে আপনি ডাটাবেইজ প্রস্তুত করতে পারবেন এবং যে কোন সময় তা দেখতে পারবেন।

সফটওয়ারটি Microsoft Office 2019 এই ভার্সনে প্রস্তুত করা হয়েছে, আপনি ব্যবহার করতে চাইলে Microsoft Office ইনস্টল করে নিবেন।
সফটওয়ারটি পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিবেন।
অথবা টিউমেন্ট করবেন আপনার মেইল এড্রেসটি তাহলে আপডেট ভার্ষণটি চলে যাবে আপনার মেইলে।

সফটওয়ারটি অপেন করলে প্রথমে লগইন করতে হবে।

এখানে আপনি

UserName: Hasan
Password : Hasan

দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন।

প্রথমেই অপেন হব আপনার কর্মীদের জীবনবৃত্তান্ত সহ তাদের সকল তথ্য এন্ট্রি করার জন্য একটি সম্পূর্ণ ফরম।
এখানে আপনি তাদের নাম ঠিকানা সহ তাদের পদবী যুক্ত করে সেভ রাখতে পারবেন।
নিচের দিকে বেশ কয়েকটি বাটন থাকবে যা দিয়ে তথ্য সেভ, পূর্বের জনের তথ্য দেখা, পরের ব্যক্তির তথ্য দেখা সহ সংশোধন করে সেভ করার বাটনটিও পেয়ে যাবেন।
এছাড়া নিচের তালিকা থেকে সার্চের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির তথ্য দেখতে পারবেন।

 

উপর থেকে Setting বাটনে ক্লিক করলে আপনার অফিসের ডিফল্ট কিছু বিষয় যুক্ত করার অপশন পেয়ে যাবেন।
যেমন, আপনার অফিসে কি কি ধরনের পদবী রয়েছে, আপনার অফিসের ঠিকানা ও এই সফটওয়ারটি কতজন লগইন করতে পারবে ও তাদের নাম পাসওয়ার্ড এখান থেকে যুক্ত ও সংশোধন করতে পারবেন।

 

সফটওয়ারটি সম্পূর্ণ ফ্রি এবং অফলাইন ভার্সন।
আপনার প্রয়োজন হলে অবশ্যই ফাইলটি ডাউনলো করে নিবেন।

Employee Management System V1.0.2
https://drive.google.com/drive/folders/1VQuwnzKefitUmxToyxsf4zgwg8aZ58V_?usp=sharing

ব্যবহারে কোন প্রকার সমস্যা হলে নিচে উল্লেখিত মাধ্যমে যোগাযোগ করুন অথবা কমেন্টস করুন।

ধন্যবাদ,

ভালো থাকবেন।

Hasan Mahmud
Phone: 01916404024
WhatsApp: 01916404024
Email: [email protected] 
Facebook: http://www.facebook.com/mdhasanuzzamanbd

 

Level 1

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ ভাই, ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।

Use subform instead listbox which will make your database more efficient. Specially for filtering employees information.

Thanks Vai
Next Project Theke Start korbo.