মাইক্রোসফট অ্যাকসেস ২০১৩ বাংলা টিউটোরিয়াল – সম্পূর্ণ কোর্স একটি টিউনেই

আপনাদের সামনে নিয়ে এলাম আরো একটি পরিপূর্ণ টিউটোরিয়ালের সিরিজ। মাত্র একটি টিউনেই আপনি মাইক্রোসফট অফিস অ্যাকসেস ২০১৩ শিখতে পারবেন। তাউ আবার বাংলা ভাষায়। আপনার জানেন, মাইক্রোসফট অফিস অ্যাকসেস হল একটি Relational Database Management Software (RDBMS)।

যে কোনো ধরনের Database Management করার জন্য অ্যাকসেস অপরিহার্য। এবং মাইক্রোসফট অ্যাকসেস ২০১৩ হল অফিস প্যাকেজের বহু ব্যবহৃত ভারসন এবং সর্বশেষ ভার্সন হল Office 2016 যা Microsoft® Office 365 নামে বেশি পরিচিত।

তবে আমি মনে করি Microsoft® Office 365 একটি Online Based Application Software. মানে যারা বেশীরভাগ সময় office documents গুলি online এ publish বা শেয়ার করে থাকে তাদের জন্য ২০১৬ ভার্সন ঠিক আছে। তাছাড়াও Microsoft Office Access 2013 এর সাথে Microsoft Office Access 2016 এর খুব একটা বেশি পার্থক্য নেই।

এর আগে আমি Microsoft Word 2013 & Microsoft Excel 2013 বাংলা টিউটোরিয়াল নিয়ে দুটি টিউন করেছিলাম আপনারা দেখে আসতে পারেন।

এই কোর্সটি সম্পূর্ণ ধারাবাহিক ভাবে করা হয়েছে। কোনো রকম স্টেপ জাম্প করা হয়নি। যারা নতুন কম্পিউটার শিখছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারী কোর্স। এমনকি যারা কম্পিউটার জানেন অথবা মাইক্রোসফট অ্যাকসেস জানেন তারাও এই কোর্সটি আরও একবার রিভিশন দিয়ে নিতে পারে। কারন এই কোর্সটিতে বেসিক লেবেল থেকে এডভান্স লেবেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে।

Microsoft Access 2013 Video Tutorial in Bengali (HD + Clear Audio) YouTube PlayList

যারা এই কোর্সটি ভাল ভাবে follow করবেন, আমার মনেহয় তাদের আর কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেতে হবে না। এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের থেকে ভালই শিখবেন। যাদের জানা রয়েছে তারা এই কোর্সটি ডাউনলোড করে রাখতে পারে। আর YouTube থেকে ভিডিও ডাউনলোড করার জন্য YouTube PlayList Downloader Software টি ডাউনলোড করে নিন। আর যাদের Microsoft Office 2013 Software টি নেই তারা টিউমেন্ট করুন।

Level 0

আমি Biswajit Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, This is Biswajit. I hope, I'll give 2 TT sweet sweet tunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।