বিসমিল্লাহি রহমানের রহিম।
আসসালামুয়ালায়কুম। কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন রোজা, নামাজ নিয়মত পড়তে পারেন। আশা করি আমার অন্যান্য টিউটোরিয়াল গুলো বুঝেছেন। না বুজলে অবশ্যই টিউমেন্ট করিয়েন। যদি দেখতে চান আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল :
গত পর্ব গুলোয় বেসিক ধারনা দিতে টেবিল সম্পর্কে এবং বেসিক Query এবং বেসিক রিপোর্ট সম্পর্কে আলোচনা করেছি। গত পর্বসমূহ :
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ২
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৩
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৪
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৫
আজকে ফর্ম নিয়ে আলোচনা করবো। যেহুতু এটা প্রথম আলোচনা করতেছি তাই বেসিক দিয়ে শুরু করবো। ফর্ম দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় আর এটায় অনেক কিছু শিখার আছে। তবে যেহুতু নতুন দের জন্য তাই বেশিদুর যাব না।
ফর্ম কি ? আমরা স্কুল, কলেজে বা বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার সময় ফর্ম পূরণ করি না ? এই ফর্ম দেখে তারা পরবর্তীতে খুব সহজে আমাদের তথ্য গুলো বের করতে পারে। আর এই ফর্ম পূরণ করাও অনেক সহজ তাই না ? সব কিছুই লিখা থাকে হেডিং এ, আমাদের শুধু সেই অনুযায়ী পূরণ করতে হয়। ঠিক মাইক্রোসফট অ্যাক্সেসেও সেই ফর্ম বানানো হয়। একটি টেবিল এ তথ্য পূরণ করা থেকে একটি ফর্ম এ পূরণ করা অনেক সহজ। যাই হউক কথা না বলি আর, নিজেই দেখুন।
পরের পর্ব সমূহ :
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৭
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৮
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৯
মাইক্রোসফট অ্যাক্সেস (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১০
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)
পরবর্তী টিউনের অপেক্ষায়