MS Access: Shop Management System মাইক্রোসফট অফিস অ্যাকসেস দিয়ে তৈরি দোকানের হিসাব রাখার সফটওয়্যার

শুরুতে আমার সালাম নিবেন। আজকে আমার টিউনের বিষয় মাইক্রোসফট অফিস অ্যাকসেস দিয়ে তৈরি করা একটি প্রোগ্রাম যার মাধ্যমে একটি দোকানের হিসাব সহজেই সংরক্ষন করতে পারবেন। প্রোগ্রামটি সম্পূর্ন আমার নিজের তৈরি করা। অনাকাঙ্খিত ভূলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Download Link: Shop Management System. (3.19 MB) Zip File (678 KB)

Software টির কিছু বৈশিষ্ট্যঃ

(1) ক্রয়ের (Purchase) হিসাব এবং রিপোর্ট। Purchase Report, Daily, Monthly, Yearly abd Between two date.

(2) Invoice তৈরি এবং বিক্রয়ের হিসাব এবং বিক্রয় রিপোর্ট। Sales Report, Daily, Monthly, Yearly abd Between two date.

(3) স্টক হিসাব। Stock Report, Item, Brand, Model Wise.

(4) বাকীর হিসাব। Due Invoice Report, Customer and Amount>= & Amount<=

(5) টাকা গ্রহন ও প্রদানের বিস্তারিত বিবরন। (Payment/Transction history)

(6) ক্রেতার তথ্য (Customer Information) সংরক্ষন এবং রিপোর্ট।

(7) সাপ্লায়ারের তথ্য (Supplier Information) সংরক্ষন এবং রিপোর্ট।

(8) পন্যের বিস্তারিত তথ্য (Item Information) যেমন:- Item, Brand, Model, Category, Price and Description.

(9) দৈনন্দিন খরচের হিসাব (ব্যক্তিগত ও দোকানের হিসাব)। Cost Report, Daily, Monthly, Yearly abd Between two date.

(10) সাপ্লায়ারকে পরিশোধের রিপোর্ট। Pay To Supplier Report, Daily, Monthly, Yearly abd Between two date.

Software টির Fully Customize (Your company name, Logo, Report Print) পেতে ইমেইল করুন [email protected] এই মেইলে।

নিচে Software টির কয়েকটি স্ক্রীনশর্ট দেওয়া হলো।

Invoice Form

Invoice Report

Reports Form

Stock Report Form

Stock Report

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সৌজন্য কপি নাই ভাই !!!

    Level 2

    @Rabby Shaid™: সৌজন্য কপিতো ভাই টিউনের সাথে দিয়েছি। ডাইনলোড করে নিবেন।

অনেক ভালো লাগলো আপনার তৈরী শপ ম্যানেজম্যান্ট সফটওয়ার দেখে। এই সফটওয়ার এর উপর ভিত্তি করে একটি টিউটোরিয়াল তৈরী করা য়ায় না? তাহলে আমার মত সবাই অনেকের উপকার হতো বলে আমার মতামত। আশাকরি মতামতটি গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না; আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে দু’জাহানে (ইহকাল ও পরকাল) কামিয়াবি দান করুন (আমিন)।

    Level 2

    @Md. Nur Hossain: কাজগুলো সময় নিয়ে করতে হয়, তাই টিউটোরিয়াল তৈরি করা একটি সময়সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। আমি মাঝে মধ্যে Access, Excel এর কিছু Advance Tips share করে থকি। তবে চেষ্টা করব Access এর উপর একটি পূর্ণাঙ্গ চেইন টিউন করার। একটি ভাল মানের চেইন টিউন করা অনেক কষ্টসাধ্য ও পরিশ্রমের ব্যপার। তাই সাহস হয় না। তবুও চেষ্টা করব। Help এর প্রয়োজন হলে মেইল করবেন, যতটুকো সম্ভব হেল্প করব।

      @harun24hr: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতামতের উপর রিপ্লাই দেওয়ার জন্য।

ধন্যবাদ ৷ভাই আপনার ফেবু আইডি টা দিবেন?

Level 0

হারুন ভাই, ভিডিও টিউন করা যাবে কি? খুব ভাল হত ।

    Level 2

    @zahid1975: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি By heart চেষ্টা করব ভিডিও টিউন করার জন্য।

খুব কাজের জিনিস। আপনি যদি কাস্টমাইজ করার নিয়ম টা ও বলে দিতেন ভাল হইত 😛

ধন্যবাদ। অনেকে উপকারে আসবে। একসেসের উপর ধারাবাহিক ‍টিউন করবেন বলে আশা করি।

প্রিয় হারুন ভাই
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একসেসের উপর ধারাবাহিক ‍টিউন করলে ভাল হত।

    Level 2

    @কাওছার হাসান সোহেল: টিউনের সংখ্যা বাড়ানোর জন্য টিউন করলে প্রতি সপ্তাহে দুই তিনটা টিউন করা যায় কিন্তু আমি তা চাই না। চাই মানুষকে Advance কিছু শেখাতে।সময়ের অভাবে তাই নিয়মিত টিউন করা হয় না। তবুও বলছি, একটু ফ্রি হলেই চেষ্টা করব ধারাবাহিক টিউন করার। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

ভাই, ভালো আছেন তো? আপনার টিঊন আমার সব সময়ই ভালো লাগে আর আমার নিয়মিত একসিস শিখার উপাদান গুলো আপনার টিউনগুলো থেকেই নেয়া। তাছাড়া আপনার এক্সেল টিউনগুলোও আমি নিয়মিত পড়ি। আপানি ব্যবহারিক দিক দিয়ে একজন ভালো মানের টিউনার। আর আজকের টিউনটা যে খুবই কাজের তা আর বলার অপেক্ষা রাখে না। এর কাস্টমাইজ ভারসনটি মেইল করলে কৃতজ্ঞ থাকব। আমার মেইলিং অ্যাড্রেস [email protected]/[email protected]

হারুন ভাই কেমন আছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মত সাহস আমার নেই।অনেক উপকৃত হয়েছি আপনার মূল্যাবান টিউন থেকে । এখন আপনার কাছে একটিই চাওয়া এই সফটটি নিয়ে যদি একটি ভিডিও টিউটোরিয়াল করেন তাহলে জানার পরিধিটা একটু বারাতে পারতাম, আপনি যে আমাদের অনেক লোভী করে ফেলেছেন।
পরিশেষে আপনার দীর্ঘ আয়ু কামনা করছি
………………

আপনাকে একটা মেইল করছি আশা করি দেখবেন।

open করার সময় এটা লেখা আসে “database damaged or corrupter please contuct to 01916-933691 or [email protected]” আমার মেইল :[email protected]

হারুন_ভা্‌ই: অনেক আশা নিয়ে আপনার কাছে একটা অনুরোধ করতেছি, দয়া করে আপনি Access নিয়ে ধারাবাহিকভাবে টিউন করুন এবং সেই সাথে টিউন এর ভিডিওসহ আমাদের মাঝে শেয়ার করুন/করবেন।
আশা করি আমরা যারা নতুন আমাদের কথা ভেবে হলেও আপনি Access নিয়ে চেইন টিউন করবেন। ভিডিওসহ।

যাতে আপনার ভিডিও টিউনটি দেখে অনুসীলন করে আপনার মত করে তৈরি করতে পারি 😀

আশা করি Next Time থেকে টিউন করার পূর্বে আমাদের মত বিগিনারদের কথা একবার হলেও চিন্তা করবেন।।। 🙂

    Level 2

    একটা ভালো, মানসপ্পন্ন টিউন টিউন করতে অনেক পরিশ্রম করতে হয়। টিটিতে প্রতিদিন বহু টিউন হয়, কিন্তু মানসপ্পন্ন টিউন কয়টা। আমাদের দেশের মত টিটির অবস্থাও মেধাশূন্য টিউনারদের আজেবাজে টিউনে ভরপুর।তাই উৎসাহ পাই পরিশ্রম করে টিউন করতে। তাছাড়া ব্যক্তিগত ব্যস্ততা তো আছেই। তবুও বলছি চেষ্টা করব আপনার অনুরোধ রাখতে।

অসাধারন। আপনাকে ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে।

    Level 2

    ধন্যবাদ আপনাকেও, উৎসাহ প্রদানের জন্য।

your database program is quite impressive. specially reporting part is very good. all type of quires like date wise , month wise, yearly searching makes the reporting strong. could you please share this reporting part to me. so that I can use it by customizing to any other database. Thank you for your support in advance. my mail id: [email protected].

    Level 2

    I will do a tune on date, month and year wise filtering. I will also give you. Please just send a mail to my gmail.

Level 0

Dear brother, your access learning is good.I hope many people are help it.thanks for your hard work and sharing. I want a copy of customize version please give it my mail. [email protected]

ভাই অসাধারণ পোস্ট হয়েছে। আপনাকে একটা ইমেইল করেছি। এখনো উত্তর পাই নি। দয়া করে এক টু দেখবেন। আমি আমার মেইল এড্ড্রেস টা দিচ্ছি। সময় পেলে একটু দেখবেন। [email protected]

    Level 2

    ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য। মেইল চেক করুন, মনে হয় রিপ্লাই দিয়েছি।

Level 0

ভাই অনেকদিন পর পেলাম, খুব ভাল লাগল, ধারাবাহিক টিউন করলে আমাদের মত ছোট ভাইয়েরা শিখতে পারবে ….

[email protected] bro Castom er link ta please

ভাই খুব খুব ভাল একটি টিউন। এর যদি ধারাবাহিক টিউন করেন বা ভিডিও দেন তাহলে আমাদের মত কিছু পাবলিকের খুব উপকার হয়। নতুবা এর কাস্টমাইজ ভারসনটি মেইল করলে কৃতজ্ঞ থাকব এবং অল্প কিছু শিখতে পারবো বলে মনে হয়।আমার মেইলিং অ্যাড্রেস [email protected].

ভাই খুব ভাল একটি টিউন এবং টিউন করেন বা ভিডিও দেন তাহলে আমাদের কিছু উপকার হতো এবং সম্ভব যদি হয় আপনার সফটওয়ার কাস্টমাইজ করার মতো ফাইল দিতেন চিরকৃতজ্ঞ থাকিব [email protected]

ইনভোইয়েচ নাম্বার দিয়ে কিবাবে সার্স করা যায়

Dear brother, your access learning system very good.thanks for your hard work and sharing. I want a copy of customize version please give it my mail. [email protected]

First congress for your tune and if you don’t mind i need a customize soft copy due to [email protected]