সুপ্রিয় টেকটিউনসবাসী,আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।টেকটিউনস এ আমি নতুন।এখানে এটাই আমার প্রথম টিউন।কী নিয়ে টিউন করব বুঝতে পারছিলাম না।হঠাৎ মনে এল একটি ডাটাবেজ এর কথা।ডাটাবেজটি কিছুদিন আগে নিজের প্রয়োজনে তৈরি করেছিলাম।তাই চিন্তা করলাম এটি আপনাদের সাথে শেয়ার করি।
ডাটাবেজটির নাম:Contact Generator(নিজের দেওয়া নাম)।
ডাটাবেজটি দিয়ে আপনি যেকোন ধরনের ফোন নাম্বার সেভ করে রাখতে পারবেন।
ডাটাবেজটি কীভাবে ব্যবহার করতে হয় তা ডাটাবেজের মধ্যেই দেওয়া আছে।ডাটাবেজটি ব্যবহার এর নিয়ম জানতে চাইলে ডাটাবেজটি ওপেন করে How To Use এ কিক্ল করুন।
ডাটাবেজটি আপনাকে MS Office 2010 অথবা তার উপরের ভার্সন ব্যবহার করতে হবে।Ms Office 2003 দিয়ে ওপেন করলে বিভিন্ন এরর মেসেজ দিতে পারে।Ms Office 2007 দিয়েও ওপেন হতে পারে।টিউমেন্টে এক ভাই বলেছেন Ms Office 2007 দিয়ে ওপেন করলে প্রথমে একটি এরর মেসেজ দেখায় কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যায় এবং ঝামেলাহীনভাবে ইউজ করা যায়।
ডাটাবেজটির সাইজ জিপ করা অবস্থায় মাত্র 691 কেবি।এক্সট্রাক্ট করলে 4.36 এমবি হয়।
আসলে এটাই আমার প্রথম টিউন।তাই ভুল হতে পারে।আর মানুষ মাত্রই তো ভুল।ভুল হলে ক্ষমা করবেন।
ডাটাবেজটি সম্পর্কে কোন প্রশ্ন,অভিযোগ,মতামত থাকলে ফেইসবুকে যোগাযোগ করুন।
আমি মোঃ নাহিদ হাসান মিলু। , Personal, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good