মাইক্রোসফট অ্যাক্সেস ২০১৩ শুরু থেকে শেষ [পর্ব-০৪] :: Customer টেবিল তৈরী করা

  • Table তৈরী করা :

Home রিবন থেকে View অপশনে ক্লিক করে Design View সিলেক্ট করুন ।

Save As ডায়ালগ বক্স আসবে টেবিলের নাম দিন Customer

ওকে করুন Table Sheet পাওয়া যাবে।

ডাটাবেজের শুরুতেই বিভিন্ন ধরনের Field তৈরী করে পরে ডাটা এন্ট্রি করতে হয়।

এখন আমরা নিজেরা ফিল্ড তৈরী করব।

১। Field Name এর প্রথম লাইনে টাইপ করুন Cust_ID এবং কীবোর্ড থেকে একবার Tab/Enter কী প্রেস করুন। Data Type এর প্রথম ঘরে Cursor অবস্থান করবে এবং ড্রপ ডাউনে ক্লিক করে ShortText সিলেক্ট করুন ।

কীবোর্ড থেকে আবারোও দুইবার এন্টার কী প্রেস করুন Field Name এর দ্বিতীয় ঘরে Cursor অবস্থান করবে।

২। Name লিখে ৩ বার এন্টার কী প্রেস করুন ।এভাবে Address, City, Credits লিখুন। তবে Data Type এর ঘরে ক্রেডিট হলে Currency, সময় হলে Date/Time, সংখ্যা হলে Number সিলেক্ট করুন।

শেষে Save দিন।

  • টেবিলে Data Entry করাঃ

১। নেভিগেশন বার থেকে Customer লেখা টেবিলটি Right Click করে Open করুন। Save চাইলে Save করুন।

একটি ফাকা Field আপনার সামনে খুলে যাবে।

২। C001 লিখে কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। এভাবে Name, Address, City, Credit লিখুন-

Currency তে Dollar এর পরিবর্তে টাকা দিতে চাইলে Control Pannel থেকে Resional Setting এ গিয়ে পরিবর্তন করুন।

Level 0

আমি রাকিব আল আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Rakib Al Azad. I live in Kushtia, Bangladesh. I study in Islamic University, Kushtia. B.S.S (Hons) Department of Economics


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরে ভাই সবগুলি পুরাতন পোস্ট এর লিংক টা নতুন পর্বের পোস্ট এর সাথে এড করে দেয়া যায় না?