কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। টেকটিউন্স হচ্ছে মুক্ত জ্ঞানের সমাহার আর সেই সমাহারে যোগ করতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাইক্রোসফট অ্যাক্সেস এর লেটেস্ট ২০১৩ এর টিউন। যারা ২০০৭ বা ২০১০ প্রোগ্রাম ব্যবহার করেন তাদেরকে আমার পরামর্শ ২০১৩ তে আপগ্রেড করে নিন কারন নতুন মানেই নতুন কিছু। তো কথা না বাড়িয়ে চলুন ডুকে পড়ি আমাদের মূল কাজে।
Microsoft Office এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে Microsoft Access.
এটি একটি ডাটাবেজ প্রোগ্রাম । যদিও মাইক্রোসফট এক্সেল এ ডাটা নামে একটি সামান্য প্রোগ্রাম নিয়ে কাজ করি কিন্তু Access ই মূল ডাটাবেজ প্রোগ্রাম । এটি পৃথিবীর বহুল ব্যবহৃত ডাটাবেজ প্রোগ্রাম । এটি আকারের দিক দিয়ে ছোট প্রোগ্রাম হলেও এটি দিয়ে অনেক শক্তিশালী কাজ করা যায়। ব্যাংক, বিমা, স্টোর, হাসপাতাল ইত্যাদিতে ডাটাবেজ সংরক্ষণ, এনালাইসিস, হিসাব রক্ষণ ইত্যাদিতে ব্যবহৃত হয়।
Access দ্বারা বিভিন্ন ধরনের টেবিল ও ডাটাবেজ তৈরী করা যায় যা অসংখ্য টেবিলের সাথে সম্পর্ক যুক্ত এবং সব ধরনের গাণিতিক বা নিউমেরিক্যাল গণনা আপনা থেকেই সম্পাদিত হয়। বিভিন্ন উপায়ে নানা ধরনের জটিল শর্তের ভিত্তিতে বিশাল ডাটাবেজ থেকে ক্যাল্কুলেশন করে কাঙ্খিত ডাটাকে মুহূর্তের মদ্ধেই আপনার সামনে হাজির করা সম্ভব। প্রচুর ফরমেটের রিপোর্ট ও মেইলিং লেবেল তৈরী করে প্রিন্ট করা যায়। এছাড়াও বিভিন্ন রিপোর্টে পছন্দ মত চার্ট, ছবি সংযোজন করা যায়।
আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাবেন কারন কার কেমন আগ্রহ আছে তা বুঝা যাবে। আর আপনাদের গঠনমূলক পরামর্শ চাই।।
সবাই ভালো থাকবেন।।
আমি রাকিব আল আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Rakib Al Azad. I live in Kushtia, Bangladesh. I study in Islamic University, Kushtia. B.S.S (Hons) Department of Economics
চালিয়ে যান. প্রফেশনাল ডাটাবেজ তৈরী শিখুন
http://learn24bd.com/access.php