আল্লাহর নামে শুরু করলাম।
বন্ধুরা আশা করি ভাল আছ সবাই। তোমাদের দোয়া কামনায় শুরু করছি Microsoft Office Access 2007 এর বেসিক কিছু টিউটোরিয়াল।
Microsoft Office Access কি?
সহজ কখায় হল এমন একটি Programming Software যা একটি প্রতিষ্ঠানের সকল ডাটা/তখ্য তাদের বৈশিষ্ট অনুয়ায়ী সাজাতে সাহায্য করে।
আমরা তো সকল DataMicrosoftOffice Excelএ রাখতে পারি। তাহলে Microsoft Office Access কেন?
আগেই বলেছি সকল ডাটা তাদের বৈশিষ্ট অনুয়ায়ী সাজাতে সাহায্য করে। Excel মুলত Calculation এ ব্যবহৃত হয়। Access তথ্য ভান্ডার হিসেবে কাজ করে।
ব্যপারটি মনে হয় কঠিন?
মোটেই না। তুলা এর চেয়েও নরম ও সুজা এর চেয়ে ও সহজ। এর একটি অন্যন্য বৈশিষ্ট্য হল, এক টেবিলে ডাটা বসালে অন্য টেবিলগুলোতে ডাটা Automatically বসে যায়। যে বুঝতে পারে ১,২,৩,৪ এগুলো হল সংখ্যা আর ক, খ, গ, ঘ এগুলো বর্ণ-সে Microsoft Office Access শেখার যোগ্য।
শিখতে যা প্রয়োজন
Microsoft Office 2007, বুঝতে না পারলে কমেন্ট করা ও সংখ্যা এবং বর্ণ কোনগুলো তা জানা।
আমি কি পারব?
নিজেকে প্রশ্ন কর উত্তর পেয়ে যাবে।
আমার জানা অংশ থেকে তোমাদের Microsoft Office Access 2007 এর বেসিক বিষয়গুলো জানাতে চাই। আশা করি তোমরাও তোমাদের জানা থেকে আমাকে/আমাদেরকে শিখাবে।
ধন্যবাদ।
আমি িশহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শিহাব। গ্রাজুয়েশন শেষ করেছি।বিষয় ব্যবস্থাপনা। ভাল লাগে ঘুরতে। সবচেয়ে ভাল লেগেছে সুন্দরবন। এছাড়া আমি খেলতে খুব ভালবাসি।
ধন্যবাদ ভাইয়া টিউনের জন্য 🙂 নিয়মিত এক্সেস নিয়ে টিউন করবেন আশা করছি।