শিখুন বেসিক Microsoft Office Access 2007

আল্লাহর নামে শুরু করলাম।

বন্ধুরা আশা করি ভাল আছ সবাই। তোমাদের দোয়া কামনায় শুরু করছি Microsoft Office Access 2007 এর বেসিক কিছু টিউটোরিয়াল।

Microsoft Office Access কি?

সহজ কখায় হল এমন একটি Programming Software  যা একটি প্রতিষ্ঠানের সকল ডাটা/তখ্য তাদের বৈশিষ্ট অনুয়ায়ী সাজাতে সাহায্য করে।

আমরা তো সকল DataMicrosoftOffice Excelএ রাখতে পারি। তাহলে Microsoft Office Access কেন?

আগেই বলেছি সকল ডাটা তাদের বৈশিষ্ট অনুয়ায়ী সাজাতে সাহায্য করে।   Excel মুলত Calculation এ ব্যবহৃত হয়। Access তথ্য ভান্ডার হিসেবে কাজ করে।

ব্যপারটি মনে হয় কঠিন?

মোটেই না। তুলা এর চেয়েও নরম ও সুজা এর চেয়ে ও সহজ। এর একটি অন্যন্য বৈশিষ্ট্য হল, এক টেবিলে ডাটা বসালে অন্য টেবিলগুলোতে ডাটা Automatically বসে যায়। যে বুঝতে পারে ১,২,৩,৪ এগুলো হল সংখ্যা আর ক, খ, গ, ঘ এগুলো বর্ণ-সে Microsoft Office Access শেখার যোগ্য।

শিখতে যা প্রয়োজন

Microsoft Office 2007, বুঝতে না পারলে কমেন্ট করা ও সংখ্যা এবং বর্ণ কোনগুলো তা জানা।

আমি কি পারব?

নিজেকে প্রশ্ন কর উত্তর পেয়ে যাবে।

আমার জানা অংশ থেকে তোমাদের Microsoft Office Access 2007 এর বেসিক বিষয়গুলো জানাতে চাই। আশা করি তোমরাও তোমাদের জানা থেকে আমাকে/আমাদেরকে শিখাবে।

ধন্যবাদ।

Level 2

আমি িশহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিহাব। গ্রাজুয়েশন শেষ করেছি।বিষয় ব্যবস্থাপনা। ভাল লাগে ঘুরতে। সবচেয়ে ভাল লেগেছে সুন্দরবন। এছাড়া আমি খেলতে খুব ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া টিউনের জন্য 🙂 নিয়মিত এক্সেস নিয়ে টিউন করবেন আশা করছি।

    ইনশাল্লাহ @কম্পিউটার লাভার:

    @কম্পিউটার লাভার: সহমত, পারলে ভিডিও টিউন করবেন।

Level 0

ধন্যবাদ ভাই চালিয়ে যান।

Of course brother. I’m gladly with you.

Level 0

এত দিন পর মনের মতো একটা টিউন পেলাম। খুব ই কাজের জিনিস এই Access। আপনি ভিডিও টিউন না করলেও অন্তত ছবি দিয়ে টিউন করবেন। খুব ই অধীর আগ্রহে রইলাম।

    একটা ভাল ও serial key ঝামেলা মুক্ত Print Screen soft আমাকে suggest করবেন Plz.@bisukgp:

      Level 0

      @িশহাব: আপনার মেইল এড্রেস টা দিন একটা খুব ই ছোট সফটওয়্যার দেবো যার নাম – FSCapture. এটা আমার কাছে আছে পোর্টেবল ভার্সন খুব ই কাজের। মাত্র 1.17mb

Level 0

আমি অনেকদিন থেকে এক্সেস শিখতে চেষ্টা করতেছি, বাট হোম পেজ এ গেলে এর কিছু বুঝি না।

আমিও আছি আপনার সাথে

Level 0

vai print screen software ta amar o dorkar. Email: [email protected]

Level 0

vai sundor tune chaliea jan. Poroborti tune er oppekhai roilam.

Level 0

vai calia zan sathe achi. Minimum 15 ta tune cai. aneke suru kore but 02 ta tune er por R nai.

    ২য় টিউন প্রকাশিত হয়েছে।@theole2007:

    ক্লাসের শেষে পড়াশুনা করে লেখালেখি করিতো তাই একটু দেরী হচ্ছে।২-৩ দিনের মধ্যেই প্রকাশিত হবে। ইনশাল্লাহ@theole2007: