আমরা সবাই বিজ্ঞানী টিউটনের আপেল গাছের কথা পড়েছি। একদিন সেই গাছের নিচে বসে ছিলেন বিজ্ঞানী টিউটন তারপর হঠাৎ করে একটি আপেল পড়ল।
তারপর আমরা সবাই জানি বিখ্যাত সেই আবিষ্কার, বিখ্যাত সেই বিজ্ঞানী। কিন্তু আমরা কি জানি সেই গাছটি এখনও বেঁচে আছে। এখন গাছটির বয়স ৩৫৮ বছর প্রায়। গাছটির খবরাখবর নিয়ে টিউন করেছেন টিউনার এম.এইচ.মিথুন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
বেশ কয়েকদিন থেকেই খেয়াল করছি ব্যাপারটা নিউটনকে এখানে শিরোনাম সহ সব জায়গায় টিউটন বলা হয়েছে। এটা দ্রুত শুধরানোর অনুরোধ জানাচ্ছি।