আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
যে সব পোস্ট গুলো আমার পছন্দ হয়েছে তার সব গুলই লক করা, পোস্ট যদি লক করা থাকে এবং অনেকে এখানের সদস্য হয়েও না পড়তে পারে , তবে এই সমস্ত পোস্টের কি দরকার।
টেকটিউনস এর করতৃপক্ষ এর কাছে আমার আবেদন এই যে যদি সব পোস্ট সবাই পড়ার অনুমতি না থাকে , তবে যে গুল পড়ার অনুমতি নেই সেগুলো যেন hide করে রাখা হয়।
অন্যথায় ব্যপারটি প্রচন্ড পিপাসারত কাউকে বেঁধে রেখে তার সামনে তাকে দেখিয়ে তার সামনে কোল্ড ড্রিঙ্কস পান করার মত হবে।