সব গেমারই এডভ্যাঞ্জারমূলক গেম খেলতে পছন্দ করে। আর যদি গেমের পর্দায় ভেসে আসে বিশাল তৃণভূমি, তার মাঝে এঁকেবেঁকে গেছে সরু পথ, মাঝে মাঝে দু-একটা বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার মাঝে একা পথ হেঁটে যাচ্ছেন।
মনে হবে হলিউডের কোন মুভি দেখছেন। হ্যা ফারক্রাই-2,নামের এই গেমসটির সচেয়ে বড় বৈশিষ্ট্য হল দেখে মনে হয় একদম জীবন্ত। এই গেমের বিভিন্ন ফিচার নিয়ে বিস্তারিত টিউন করেছেন জনপ্রিয় টিউনার মঈন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..