নেট ইউজারদের কাছে একটি অপরিহার্য বিষয় হচ্ছে মেইল চেক করা। কিন্তু এই মেইল চেক করার জন্য আপনাকে প্রথমে ব্র্রাউজারে ঢুকতে হবে, মেইল একসেস পেইজ খুলে, ইমেইল আইডি, পাসওয়ার্ড টাইপ করে তারপর পাওযা যাবে ইনবক্স।
যদি পিসির ডেস্কটপে একটি তৈরী শর্টকাট থেকে পিসি ওপেন করে শুধু সেই শটকার্টে ক্লিক করলেই হল, সোজাসুজি সে নিজে থেকেই ব্রাউজার ওপেন হয়ে অটো লগইন করে আপনার মেইলে নিয়ে যায়,কেমন হবে। সহজ এই কাজটির উপর বিস্তারিত টিউন করেছেন টিউনার prochetto।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..