বাংলাদেশ যেহেতু দরিদ্র দেশ, সেহেতু এখানকার সব ইন্টারনেট ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটার নেই। প্রশংসনীয় অবদান রাখছে পাবলিক কম্পিউটার ব্রাউজিং সেন্টার বা সাইবার ক্যাফে। সাইবার ক্যাফে মালিকদের নিয়ন্ত্রণে রয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন বা কোয়াব। সাইবার ক্যাফের পিসিগুলো বাংলা প্রদর্শনের জন্য উপযুক্ত করে রাখা হয় না। খুব অল্প সংখ্যক পিসি-ই বাংলা সাপোর্ট করে।
দেশের প্রতিটি সাইবার ক্যাফের প্রতিটি কম্পিউটারকে যেন বাংলা প্রদর্শনের উপযোগী করে তোলা হয়, সেজন্য কোয়াবই কার্যকরী পদক্ষেপ নিতে পারে। তাই কোয়াবের দৃষ্টি আকর্ষণ করে এই পোস্টটি করেছেন আমিনুল ইসলাম। আসুন, আপনিও আওয়াজ তুলুন। বাংলা ভাষার সর্বোচ্চ প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহমত।