কিছুদিন ধরে অনেকেই টিউন বা কমেন্ট করছে তারা টেকটিউনস সহ বাংলা সাইট গুলোর লেখা পড়তে পারছে না। এর মূল কারন হচ্ছে তারা মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারী বা ফ্লোক এর ব্রাউজার ব্যাবহার করেন। এর সমাধান টিও খুবই সহজ ইন্টারনেটে বাংলা সাইট সমূহের ফন্ট সমূহ ইনষ্টল করে নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ইন্টারনেটে বহূল ব্যাবহার কৃত এমন কিছু বাংলা ফন্টের ডাউনলোড লিংক দিলাম। এগুলো ডাউনলোড করে ইনষ্টল করলেই যারা এই সমস্যায় আছেন আশা করা যায় তাদের সমস্যার সমধান হবে।
বংশীআল্পনা প্রথমা সুতম এ.এস.পি.বিডি. বৈশাখী তন্বী এমজি তন্বী এমজি বোল্ড সোলায়মান লিপি নিকস
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।