Chemistry এর পযায় সারনি মনে রাখার উপায়

আমার এই টিউনটা অনেকের কাজে লাগবে।

Chemistry একটা কঠিন এবং একই সাথে মজার subject.

Chemistry এর পুরো পযায় সারনি মনে রাখার একটা উপায় দেওয়া হল।

Group 1(A) এর মৌল

লি  না  কে  রুবি  ছেচে  ফেলেছে।

যেই মৌলগুলো indicate করে=   Li  Na  K  Rb  Cs  Fr

Group 2(A) এর মৌল

বিরানি  মোগলাই  কাবাব  সরিয়ে  বাটিতে  রাখ।

যেই মৌলগুলো indicate করে=   Be  Mg  Ca  Sr  Ba  Ra

Group 3(A) এর মৌল

বো  আল  গেল  ইন্ডিয়া  ও  থাইল্যান্ডে

যেই মৌলগুলো indicate করে=   B  Al  Ga  IN  TL

Group 4(A) এর মৌল

কামাল  শীঘ্রই  জিনিয়াস  স্টুডেন্ট  পাবে

যেই মৌলগুলো indicate করে=   C  Si  Ge  Sn  Pb

Group 5(A) এর মৌল

নাগ  পুর  এসে  সবুজ  বিষ্মিত  হল

যেই মৌলগুলো indicate করে=   N  P  As  Sb  Bi

Group 6(A) এর মৌল

ও  এস  এসসি  তে  পড়ে

যেই মৌলগুলো indicate করে=   O  S  Se  Te  Po

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটা সিষ্টেম দিলেন ভাই। ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রীয়তে নিলাম।

দরকারী টিউন আমার কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপু এই টিউন এতদিন পর করলেন কেন? এটাই তো আমার প্রয়োজন ছিল।
ধন্যবাদ

    সোহাগ ভাই, আপু না ভাইয়াই বলেন, এটা ছেলের একাউন্ট ; মেয়ের নামে খুলসে!

Chemistry এর পুরো পযায় সারনি মনে রাখার একটা উপায় দেওয়া হল।
ভাই এটা কিন্তু পুরোটা না। আংশিক হল। এখানে B উপগ্রুপের মৌলসমূহ কোথায়? আপনি শুধু Aগ্রুপকে উপস্থাপন করেছেন। আমিও এভাবেই মনে রেখেছি তবে গ্রুপ 3A কে মনে রেখেছি —-
বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়ার তলে = B , Al, Ga, In, Tl
আসলে আমাদেরকে কৌশল অবলম্বন করে মনে রাখা ছাড়া উপায় নাই। রসায়নবিদগণ আবিষ্কার করেছেন আর আমাদেরকে কৌশল করে মনে রাখতে হবে।
আরেকটা কথা বলি , আপনি ট্যাগ দিয়েছেন : ইন্টারনেট, ডাউনলোড, সফটওয়্যার —– কিন্তু এটা বিষয়ের সাথে সমতা আনে না। আপনি এটাকে কোন প্রযুক্তি বিষয়ক টিউনের সাথে বোনাস হিসেবে দিতে পারতেন। অথবা আধুনিক পর্যায় সারণির ডাউনলোড লিংক এবং এটি মনে রাখারার কৌশল দিলেও টিটি এর প্রাসংগিকতা বজায় থাকতো।
(আমার মন্তব্যে কিছু মনে করবেন না কিন্তু)

ভালো টিউন। বিজ্ঞানের ছাত্র দের কাজে আসবে।

আপনার কাছে কি Xilsoft Video Converter Registered Version আছে?
থাকলে আমাকে এ ই-মেইল ঠিকানায় [email protected] লিঙ্কটা দিয়ে দিবেন।

Level 0

ভালো টিউন।যদিও টেকনোলজী বিষয়ক নয় তারপরও টিউনটা অনেকের কাজে লাগবে।ধন্যবাদ।
আমার ছোট্ট ব্লগ New Album on Music172

Group 1(A) এর মৌল

লি না কে রুবি ছেচে ফেলেছে।

যেই মৌলগুলো indicate করে= Li Na K Rb Cs Fr

শুরুতেই দেখি ভুল। H গেল কোথায়।

    vai hydrozen khar dhatu noy.tai ei sutro hote eke sorano hoyece………..

Level 0

অসাধারন হয়েছে। অনেক…………………………………………………………………………………………………………………………………..ধন্যবাদ।

Level 0

সংগ্রহে রাখার মত।খুব ভাল লাগলো।
তবে পর্যায় সারনীর একটা কালারফুল ছবি দিলে আরো ভালো হত।
ধন্যবাদ।

হুম!! ভালৈ। তবে আমি গোটা সারণিটাই ফার্স্ট ইয়ারে থাকাকালীন কন্ঠস্থ করে ফেলেছিলাম। এখন ১-৫০ পর্যন্ত পারি। 🙁
আবারো শান দিতে হবে।
অনেক ধন্যবাদ, প্রিন্ট করে রাখলাম। 🙂

Level 0

eta onekeri jana. tobe d-block and synthetic(i.e. lanthanoid series) gula dile valo hoto.

Level 0

khub valo………

Level 0

ভাই, প্রথমটা “হা লি না কে রুবি রুবি ছেচে ফেলেছে” – এইটা হবে…
আর শেষেরটা “ও এস এসসি তে পড়ে” এইরকম না হয়ে যদি এইরকম হত, তবে কেমন হয় —
“অফিসের সামনে সেলিনা টেলিফোনে ফুসফুস করে = O S Se Te Po”