আমার এই টিউনটা অনেকের কাজে লাগবে।
Chemistry একটা কঠিন এবং একই সাথে মজার subject.
Chemistry এর পুরো পযায় সারনি মনে রাখার একটা উপায় দেওয়া হল।
Group 1(A) এর মৌল
লি না কে রুবি ছেচে ফেলেছে।
যেই মৌলগুলো indicate করে= Li Na K Rb Cs Fr
Group 2(A) এর মৌল
বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ।
যেই মৌলগুলো indicate করে= Be Mg Ca Sr Ba Ra
Group 3(A) এর মৌল
বো আল গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে
যেই মৌলগুলো indicate করে= B Al Ga IN TL
Group 4(A) এর মৌল
কামাল শীঘ্রই জিনিয়াস স্টুডেন্ট পাবে
যেই মৌলগুলো indicate করে= C Si Ge Sn Pb
Group 5(A) এর মৌল
নাগ পুর এসে সবুজ বিষ্মিত হল
যেই মৌলগুলো indicate করে= N P As Sb Bi
Group 6(A) এর মৌল
ও এস এসসি তে পড়ে
যেই মৌলগুলো indicate করে= O S Se Te Po
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
দারুন একটা সিষ্টেম দিলেন ভাই। ধন্যবাদ