পাজল গেমগুলোর সুবিধা হচ্ছে এই গেমগুলো খেলার জন্য উঁচুমানের পিসির প্রয়োজন পড়ে না। এসব গেমের জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট খুবই কমমানের হয় এবং হার্ডডিস্কে খুব কম জায়গা দখল করে। পাজল গেমগুলো বুদ্ধিমত্তা বিকাশে সহায়তা করে এবং ক্লান্তি দূর করে। বেশিরভাগ পাজল গেম হাতে বহনযোগ্য গেমিং কন্সোলের জন্য বানানো হয়, তাই পিসি গেমারদের কিছুটা আফসোস করতেই হবে। তাই বলে পিসির জন্য যে ভালো পাজল গেম নেই তা নয় আপনি খেলতে পারেন SimCity-4-Rush-Hour
গেমসটি তে আপনাকে একজন সিটি মেয়রের কাজ করতে হবে যেমন শহরের রাস্তা ঘাট ঠিক করা বা শহরকে সুন্দর করে তোলা..ইত্যাদি গেম খেলা শুরু করলে সময় কিভাবে পার হয়ে যাবে তা বুঝেতেই পারবেন না 12 মেগা বাইটের গেমসটি ডাউনলোড করতে এখানে খোঁচা দিন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........