ছোট্ট একটা মজার কম্পিউটার ট্রিক!!!

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা।আশাকরি ভাল।আজ অনেকদিন পর টিটি খুলতে পেরে ভালই লাগছে। টিটি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ সাইটটি আবার চালু করার জন্য।

আনেকটিউন করার ইচ্ছা ছিল কিন্তু ভাগ্য সহায় হল না।ঈদের অনেক ছুটি পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি।যেদিন পরীক্ষা শেষ সেইদিনই টিটি সার্ভার ডাউন। :/

--

--

--

যাক আজাইরা পেচ্যাল অনেক করলাম এখন কাজের কথায় আসি।এই ট্রিকটা অনেকেই জানেন।নতুনদের জন্য আবার বলা।

আপনারা চাইলেই যেকোনো ফোল্ডার নামবিহীন করতে পারেন।এজন্য প্রথমে যে ফোল্ডারটি নামবিহীন করবেন সেটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Rename এ যান।তারপর Alt চেপে ধরে 0160 টাইপ করে  Enter চাপুন।কাজ শেষ।রিফ্রেস করলে দেখবেন ফোল্ডারটি নামবিহীন হয়ে গেসে। 😀 😀

অঃটঃ অরিজিনাল প্রিন্টের কোনো ইবুক লাগলে এখানে খোজ করতে পারেন।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.