ইন্টারেনট ব্যাবহার করছি বহূদিন কিন্তু এক একটি সাইট সমন্ধে জানতে পেরেছি অনেক পর। ইন্টারেনেটে অনেক শিক্ষামূলক ও প্রয়োজনীয় সাইট থাকলেও সেগুলো অতটা আলোচিত নয়। তাই পরবর্তীতে যারা কম্পিউটার ব্যাবহার করবে তাদের জন্য এই সমস্যাটা কিছুটা হলেও সমাধানের চেষ্টা করেছি এক সাইটেই সব কিছু দিয়ে নতুন একটা সাইট তৈরী করে। আশা করি এখন প্রয়োজনীয় সাইট খোজার জন্য এখন আর সার্চ ইঞ্জিন ঘাটতে হবে না, এখানে এলেই সব কিছু পাবেন। আর যদি এটিকে আপনার হোমপেজ হিসেবে রাখেন তাহলে তো আর প্রয়োজনীয় সাইটের এ্যাড্রসও আর বারবার লিখা লাগবে না।দেখুন না একবার সাইটটি কেমন লাগে। এ্যাড্রেসঃ http://www.bdweb7.com
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দু একটা নির্দিষ্ট পরামর্শ দেন। আর একা সব কিছু আপডেট করা সম্ভব হয় না। তবে চেষ্টা করছি।
sakil13
না ভাই এভাবে না। অন্তত ডিজাইনে একটু প্রফেশনাল টাচ দিন। প্লিজ রাগ করবেন না। আপনার ওয়েলকাম ম্যাসেজটার ষ্টাইল সহ টোটাল সাইটটার ডিজাইনই আমুল পাল্টে দিন। তবে হ্যাঁ আপনার আইডিয়াটা চমতকার। সবার বেশ কাজে দিবে। যদি এডসেন্সের সাহায্য নেন তাহলে সতর্কভাবে নিন যাতে ডিজাইন এবং কালার কম্বিনেশনের সাথে প্রপারলি ম্যাচ করে।
দাদা, অামােক একটু সাহায্য করুন। অািম গুগুল এড েস েন কাজ করার জন্য েেয়ব সাইট ৈতির করেত চাই। অাপনার সাইট খুব সুন্দর হেেয়েছ। িকন্তু যখন টাইপ কির তখন ভাংগা শব্দ অােস যা অাপিন েদখেত পারেছন। ধন্যবাদ। িনউইয়াকর্, অামিিরকা।
সাইটটা খুব একটা ভাল হয় নাই। আপনার কাছ থেকে আরও ভাল কিছু আশা করেছিলাম। তবে প্রয়োজনিয় অনেক লিন্ক আছে।
@ জিয়া- কি হলে আরো ভালো হত পরামর্শ দিন। আসলে সময় স্বল্পতার কারনে আমি সুন্দরভাবে সাইটকে সাজাতে পারছিনা তবে চেষ্টা করছি আর কয়েকদিন এর মধ্যেই আপনারা এই সাইটকে নতুনভাবে দেখতে পাবেন।
sakil13 ভাই সাইট টা ভাল হয়েছে। তবে সাইটগুলোর উপর ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হলে ভাল হত।