আমরা সবাই ছোটবেলা থেকেই কম-বেশি বারমুডা ট্রাইঙ্গলের নামের সাথে পরিচিত। কিন্তু আমরা ঠিক মত এর রহস্য কি তা জানি না। সত্যিই কি বারমুডা ট্রায়াঙ্গলের কোন রহস্য আছে? আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তে যুক্তরাষ্ট্রের পূর্বকূলে একটি বিশেষ সাগর সীমানার নাম বারমুডা ট্রায়াঙ্গল।
আমরা অনেকেই জানি এখানে অনেক জাহাজ গিয়ে আর ফিরে আসেনি। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোন অতিপ্রকৃতিক কোন শক্তি বা ভিনগ্রহের কোন প্রাণীর উপস্থিতি। এই বিস্তরিত টিউন দেখুন টপটিউনার এম.এইচ.মিথুন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..