আমাদের চোখে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে চোখের পাতার ওপর। মৃত ত্বক, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোকে বন্ধ করে দেয়। তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর তার ফলে অঞ্জনি হয়। এটি চোখের ভেতরে ও বাইরে হতে পারে।
ঘরোয়া উপায়ে প্রতিকার
১.হালকা গরম পানিতে সামান্য লবন মিশিয়ে নিন। তারপর একটি পরিষ্কার পাতলা কাপড় অথবা তুলোর সাহায্যে আক্রান্ত জায়গায় আস্তে আস্তে ভাব দিন। এভাবে দিনে ২/৩ বার করুন। এতে অঞ্জনি দ্রুত সেরে যাবে।
২.পেয়ারা পাতাও অঞ্জনি সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াদের বিনষ্ট করতে দারুণ সাহায্য করে। শুকনো কড়াইয়ে পেয়ারা পাতা অল্প গরম করে নিন। নরম কোনও কাপড়েসেই পাতা জড়িয়ে চোখের পাতায় বুলিয়ে নিন। স্বস্তি পাবেন। অঞ্জনির সমস্যাও দ্রুত কমবে।
৩.গরম টি ব্যাগ ও অন্জনি সারাতে সাহায্য করে। আক্রান্ত জায়গায় গরম টি ব্যাগের ভাব দিন। এতে আরাম অনুভব করবেন অন্জনি ও সেরে যাবে
৪.আক্রান্ত জায়গায় ক্যাস্টর ওয়েল ব্যবহার করতে পারেন। তবে মেয়াদ নেই এমন ক্যাস্টর ওয়েল ব্যবহারে বিরত থাকুন।
আমি জাহান হুমা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।