কটন বাড দিয়ে কান পরিষ্কার করে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন নাতো

টিউন বিভাগ চিকিৎসা বিজ্ঞান
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন?আশাকরি মহান আল্লাহর অশেষ মেহেরবনিতে অনেক বেশি ভালো ও সুস্থ আছেন।

কান পরিষ্কার করতে অনেকেই কটন বাড ব্যবহার করে থাকেন। এবার জেনে নেওয়া যাক কটন বাড ব্যবহার করলে কী হয়?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কান রোজ পরিষ্কার করা ভালো নয়। কটন বাড দিয়ে কান পরিষ্কার করে নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। সুযোগ পেলেই কান খোঁচানো, এ অভ্যেস অনেকেরই আছে। ভাবছেন হয়ত, এক সাথে দুই কাজ হচ্ছে! কান পরিষ্কার থাকছে, আরামও হচ্ছে। কিন্তু বিপদ আরও বাড়ছে। অধিকাংশ লোকের ধারণা, বাড়িতেই নিয়মিত কান পরিষ্কার করা উচিত। কটন বাডই কান পরিষ্কারের সবচেয়ে নিরাপদ, নির্ভরযোগ্য উপায়। তবে গবেষণা বলছে, এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। কানের সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে যে লম্বা লাইন পড়ে তার মধ্যে অনেকেরই সমস্যার কারণ কটন বাড ব্যবহার।

* কটন বাড ব্যবহারের ফলে কানের ভিতরের ময়লা আরও বেশি ভিতরে ঢুকে যায়। কানের পর্দার আরও কাছে পৌঁছে যায় ময়লা। কানের মধ্যে থেকে যতটা না ময়লা বের হয়, তার চেয়ে বেশি ভিতরেই থেকে যায়। কানে ক্ষত সৃষ্টির আশঙ্কা অনেক বেড়ে যায়। আঘাত লাগলে কানের পর্দা ফেটে যাওয়ারও আশঙ্কা থাকে। কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। শোনার ক্ষমতা হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। নষ্ট হয়ে যেতে পারে শরীরের ভারসাম্য।

কানের ময়লা সাধারণত বিশেষ কারণ ছাড়া আলাদাভাবে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না।

প্রাকৃতিকভাবেই কানের ময়লা বেরিয়ে আসে। প্রয়োজন হলে কান পরিষ্কারের জন্য ডাক্তারের কাছেই যাওয়া উচিত। কানের সুস্থতার জন্য তাই এখনই ছাড়ুন কটন বাড। নয়ত বিপদে পা বাড়াচ্ছেন আপনি নিজেই।

সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা সময় ব্যয় করে মনযোগ সহকারে পড়ার জন্য। এভাবে আমরা ছোট ছোট টেকটিউনস এর মাধ্যমে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই পথচলা আটুট থাকুক এই দোয়া কামনা করি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।

Level 1

আমি সাইফ উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা জানতাম না, অসংখ্য ধন্যবাদ।

আজ থেকে সাবধানে ব্যবহার করবেন আশা করি।