মধু কেনো খাবেন:
মধুর উপকারিতা বলতে প্রথমেই বলতে হয়,
মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ। এটা যেমন বলকারক, সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্যনির্যাস, তেমনি নিরাময়ের ব্যবস্থাপত্রও। আর তাই তো খাদ্য ও ওষুধ এ উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে ‘পুষ্টিকর ও শক্তিবর্ধক’ পানীয় হিসেবে সব দেশের সব পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে।
মধু মধু মধু
মধু বলতেই আমরা এক কথায় সুন্দরবনের মধু বুঝি। কারণ গুনে ভরপুর, স্বাদে অতুলনীয় প্রাকৃতিক মধুর সমাহার হচ্ছে সুন্দরবন।
গুণগত মানের দিক থেকে সুন্দরবনের তিন প্রকারের মধু পাওয়া যায়। সর্বপ্রথম বলতে হয় সবচেয়ে ভালো ও সুস্বাদু মধু হচ্ছে খলিশা ফুলের পদ্ম মধু। এরপরেই আছে গরান ও গর্জন ফুলের বালিহার মধু এবং মৌসুমের একেবারেই শেষে আসে কেওড়া ও গেওয়া ফুলের মধু। সুন্দরবনের সবচেয়ে ভালো মানের খলিশা ফুলের মধু পাওয়াটা খুবই দুঃসাধ্য। বাজারে যেসকল খলিশা ফুলের মধু পাওয়া যায় তার অধিকাংশ ভেজাল এবং দামও চড়া। বর্তমান অবস্থায় সুন্দরবনের খাঁটি মধু যেন সোনার হরিণ। তার কারণ হলো এই মধুর চাহিদা বেশী থাকে সবসময়।
একমাত্র আমরাই দিচ্ছি সুন্দরবনের ভেজাল মুক্ত ১০০% খাঁটি মধু নিশ্চয়তা।
কারণ আমরা সুন্দবন নিকটবর্তী অঞ্চল সাতক্ষীরা জেলার শ্যামনগরের মৌয়ালদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করে Glister Mart এর মাধ্যমে আপনাদের নিকট সরবরাহ করে থাকি।
সুতরাং আজই সংগ্রহ করে রাখুন সুন্দরবনের ভেজাল মুক্ত ১০০% খাঁটি খলিশা ফুলের মধু।
এছাড়া আমাদের কাছে যেসকল মধু পাবেন
>> খলিশা ফুলের মধু (সুন্দরবন)
>> গড়ানের মধু (সুন্দরবন)
>> কেউড়ার মধু (সুন্দরবন)
>> গ্রাম্য চাকের মধু
>> লিচু ফুলের মধু
>> সরিষা ফুলের মধু
>> মিশ্র ফুলের মধু
>> চাষের মধু
যেভাবে অর্ডার করবেন
পরিমান, নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার লিখে ইনবক্স করুন Glister Mart অথবা
:
☎️01718681305
01924327852
ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারী ৫০ টাকা ঢাকার বাইরে কুরিয়ারে পার্সেল পাঠানো হয়ে থাকে।
আমি মোঃ নওয়াজীস ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।