বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আজকে আমি আলোচনা করব ওয়াল্টন প্রিমো এইচ ৬ লাইট নিয়ে বর্তমানে খুব কম দামের মধ্যে বেশ ভাল মানের এন্ড্রয়েড ফোন পাওয়া যায়। ধিরে ধিরে প্রযুক্তির অগ্রগতির ফলে সব কিছু একেবারে হাতের নাগালে পৌঁছে যাবে। কমে যাবে সব কিছুর মূল্য।
Walton Primo H6 Lite - with 5.5" Display[/caption]
ছবিঃ ওয়াল্টনের অফিশিয়াল ওয়েব থেকে সংগ্রহীত।
কম মূল্যে আসলেও অনেক ভাল মানের ফোন হয়।
যারা ওয়াল্টন পছন্দ করেন আমি তাদের কে বলব এই ফোনটা আপনি আপনার প্রিয় লিষ্টে রাখতে পারেন।
কেন না এটা বেশ ভাল কনফিগারের ফোন। প্রযুক্তি বাজারের সাথে তাল মিলিয়ে চলার সাথে সাথে অন্য সব ফোনের সাথেই পাল্লা দেয়ার মত একটা ডিভাইজ তৈরি করেছেন।
বাজার মূল্যঃ ৯২৯০।
ফোন কেনার ক্ষেত্রে নিজের মন মত কিনুন কারণ ব্যবহার করবেন আপনি। নিজের পছন্দকে প্রাধান্য দেবেন।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে। আল্লাহ্ হাফেজ।
মেতে থাকুন প্রযুক্তির সুরে।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}