ম্যাজেন্টো eCommerce CMS [পর্ব-০২] :: Magento টিউটোরিয়ালে যাযা থাকবে

আমরা ম্যাজেন্টো টিউটোরিয়ালে জানব কিভাবে ম্যাজেন্টো ইনস্টলেশন এবং কিভাবে একটা ওয়েব সাইট তৈরী এবং পরিচালনা করতে হয়।

এক নজরে জেনেনিন ম্যাজেন্টো টিউটোরিয়ালে যাযা থকবে:

  • Magento Installation -এ পর্বে আমরা জানব কিভাবে ম্যাজেন্টো সিএমএস লোকাল সার্ভারে এবং ওয়েব সাইট এর হোষ্টিং একাউন্টে Install করতে হয়।
  • Magento Tools -Magento Tools পর্বে আমরা জনব ম্যাজেন্টোর বৈশিষ্ট্য সম্পর্কে।
  • Magento Web Store -এ পর্বে আমরা জানব কিভাবে ম্যাজেন্টো ব্যবহার করে একটা ওয়েব Store তৈরী করা যায়। এবং কিভাবে বিভাগ পরিচালনা, বিশেষ মূল্য নির্ধারণ, বিক্রয় অর্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
  • Magento Product -কিভাবে নতুন পণ্য এড করে, পণ্যের ছবি , পণ্য প্রোডাক্ট প্রমোশন, ম্যাজেন্টো থেকে পণ্যগুলো আমদানি, কিভাবে ম্যাজেন্টোতে একসাখে অনেক গুলো পন্য এড করবেন।
  • Magento Them -এ পর্বে জানব কিভাব থিম পরিবর্তন করে, কোথায় থিম পাওয়া য়ায, কিভাবে থিম আপলোড করবেন।
  • Magento CSM –এ পর্বে আমরা জানব কিভাবে ম্যাজেন্টো CMS Option ব্যবহার করে অনলাইন দোকানের বিভিন্ন পেইজ গুলো ব্যবহার করতে হয়।
  • Magento SSL – ম্যাজেন্টোতে আপনি কিভাবে SSL() সার্টিফিকেশন এড করবেন।
  • Magento Customer Management  - ম্যাজেন্টোতে কিভাবে Customer বা গ্রাহক ব্যবস্থাপনা করতে হয় তা আমরা Magento Customer Management পর্বে জানব।
  • Magento Module Configuration –কিভাবে মডিউল এড করে এবং শিপিং ও পেমেন্ট মডিউল কনফিগার করে তা জানব Magento Module Configuration পর্বে।
  • Magento News Latter –কিভাবে একসাথে News Latter প্রেরণ করতে হয়।
  • Magento Widget –এ পর্বে আমরা জানব ম্যাজেন্টোতে কিভাবে উইজেট ব্যবহার করে।
  • Magento SEO – আমরা জানব কিভাবে একটা অনলাইন দোকানকে সার্চ ইঞ্জিন উপযোগী করতে হয়।
  • Magento Google Analyst –কিভাবে ম্যাজেন্টো জন্য গুগল এনালিটিক্স কনফিগার করে।
  • Magento Movement –কিভাবে একটা হোস্ট থেকে অন্য হোস্টে স্থানান্তর করে।
  • Magento Problem – ম্যাজেন্টোতে কাজ করার সময় সাধারন সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।

ধন্যবাদ কষ্টকরে টুইট পড়ার জন্য। –মহান আল্লাহর রহমতে ভাল থাকবেন।

আব্দুল মান্নান আসিফ

আমার লিখা সমূহ

Level 0

আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর

Level 2

🙂

psd থেকে কিভাবে ম্যাজেন্টো Template ,বানাবো এর উপর টিউটোরিয়াল চাই