বর্তমান তথ্য-প্রযুক্তির বা ইন্টরনেট এর যুগ বলা হয়। এখন পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা ইন্টারনেট এর কল্যানে বিশ্বকে এনেদিয়েছে হাতের নাগালে। দিন দিন যত ইন্টরনেট এর প্রসরতা বৃদ্ধি পাচ্ছে ইকমার্স ওযেবসাইট তৈরী দিন দিন বাড়ছে। আমাদের দেশেও ব্যাপক হারে অনলাইনে কেনাকাটার প্রচলন শুরু হয়েছে, আগামিতে মানুষ এতে অভ্যস্থ হয়ে পড়বে তা অনুমান করা য্য়।
“এক কথায় ইকমার্স হল একটি অনলাইন দোকান” যেমন : এখনি.কম , টিশার্টজোন, আ্যামাজন , ইবে
প্রোগ্রামিং এর এরমাধ্যমে নিজে একটি ইকমার্স ওয়েবসাই তৈরী করা অনেকটা কষ্টের কাজ। ওপেন সোর্সের কল্যানে অত্যন্ত ভালমানের বিনামূল্যে সল্প প্রোগ্রামিং জ্ঞান দিয়ে কমসময়ে ইকমার্স ওয়েবসাইট তৈরী করা য়ায়। ইকমার্স এর জন্য জনপ্রিয় CMS গুলোর মধ্যে Magento অন্যতম। “Magento” PHP এবং MySQL দিয়ে তৈরী করা হয়েছে। ম্যাজেন্টোতে টেম্পলেট বা কোন ধরনের পরিবর্তন করতে হলে প্রোগ্রামিং জ্ঞান একান্ত প্রযোজন।
একনজরে ম্যাজেন্টোর বৈশিষ্ট:-
প্রথম প্রকাশ TechTweets.com.bd
ধন্যবাদ – ভাল থাকবেন।
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।
খুব সুন্দর নিওনিত ম্যাজেন্টো eCommerce CMS পোস্ট চাই