টেকটিউনসে টিউন এর হেডিং এর অধীনে সবময় টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী 1920x1080 px রেজুলেশন স্টক-ইমেইজ ইমেইজ যোগ করতে হয়।
’টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ উল্লেখ করা Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স থেকে টিউনের সাথে প্রাসঙ্গিক ছবি/ইমেইজ খুঁজে বের করতে হয় ও টিউনে Exact 1920×1080 px ডাইমেনশনে ছবি/ইমেইজ যোগ করতে হয়।
যদি, টিউনের সাথে প্রাসঙ্গিক, আপনার খুঁজে পাওয়া ছবি/ইমেইজটি Exact 1920×1080 px ডাইমেনশনে না থাকে তবে, ’টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ উল্লেখ করা Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স থেকে 1920×1080 px ডাইমেনশনে চেয়ে বড় ডাইমেনশনের প্রাসঙ্গিক ইমেজ খুঁজে বের করে টিউনে সঠিক রেজুলেশন ও সঠিক ডাইমেনশন এর ইমেইজ রিসাইজ গাইডলাইন ও গাইডলাইনে উল্লেখিত টুল ব্যবহার করে, ’ইমেইজের Aspect Ratio’ Exact 16:9 ও ’ইমেইজের ডাইমেনশন’ Exact 1920X1080 px রেখে রিসাইজ করে টিউনে যুক্ত করতে হয়।
তবে, টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী টিউনে স্টক-ইমেইজ ইমেইজ এর পাশাপাশি যেকোন প্রোডাক্টের অফিসিয়াল সাইটের ছবি সবসময় (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। যে কোন সফটওয়্যার, স্মার্টফোন, টিভি, ট্যাব, স্মার্টফোন, স্মার্টওয়াচ বা যে কোন প্রোডাক্টের অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রোডাক্টের ছবি বা প্রোডাক্ট ক্যাটালগের ছবি (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। তাই প্রোডাক্টের অফিসিয়াল সাইটের ছবি টিউনে যোগ করা যায়।
বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এ সাধারণত লো-রেজুলেশন এর ইমেজ থাকেনা।
কিন্তু যদি অফিসিয়াল ওয়েবসাইটে এমন ছবি থাকে যা 1920×1080 px ডাইমেনশনে চেয়ে ছোট তবে সেক্ষেত্রে আপনাকে 'ইমেইজ এডিটিং' করতে হবে।
যদি অফিসিয়াল ওয়েবসাইটে এমন ছবি থাকে যা 1920×1080 px ডাইমেনশনে চেয়ে ছোট তবে সেক্ষেত্রে প্রথমে দেখতে হবে, যে ছবি টি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটি 1920×1080 px ডাইমেনশনের কাছাকাছি রয়েছে কিনা যেমন 1080×1080 px অথবা 1000x1000 px অর্থাৎ ইমেইজটি Width 800 px থেকে 1000 px এর ভিতরে আছে কিনা এবং ইমেইজটি Height 800 px থেকে 1000 px এর ভিতরে আছে কিনা।
যে ছবি টি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই ইমেইজটির Width 800 px থেকে 1000 px এর ভিতরে না থাকে এবং ইমেইজটির Height 900 px থেকে 1000 px এর ভিতরে না থাকে তবে সে ইমেইজ আর ইমেইজ এডিটিং করেও ব্যবহার করা যাবে না। অন্য ইমেইজ ব্যবহার করতে হবে। কারণ সে ইমেইজটি লো-রেজুলেশনের।
লো-রেজুলেশনের ইমেইজের ডাইমেনশন 'ইমেইজ এডিটিং' করে, রিসাইজ করে ইমেজকে বড় ডাইমেনশনের বানালে ইমেইজ এর ডাইমেনশন ঠিকই 1920×1080 px হয়। কিন্তু ফাইনাল ইমেইজটি লো-রেজুলেশনই রয়ে যায়। ইমেইজটি লো-রেজুলেশন এর কারণে ফাটা ফাটা দেখা যায়। যেহেতু মূল ইমেইজটি-ই লো-রেজুলেশনের।
তাই আপনি যে ছবি টি ব্যবহার করতে চাচ্ছেন সেটি যদি খুব বেশি ছোট ডাইমেনশনের ইমেইজ হয়। অর্থাৎ সেই ইমেইজটি Width 800 px থেকে 1000 px এর ভিতরে না থেকে এবং ইমেইজটি Height 800 px থেকে 1000 px এর ভিতরে না থাকে তবে সে ইমেইজ আর ইমেইজ ইডিটিং করেও ব্যবহার করা যাবে না। অন্য ইমেইজ ব্যবহার করতে হবে।
আর যদি যে ছবি টি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই ইমেইজটি Width 800 px থেকে 1000 px এর ভিতরে থাকে এবং ইমেইজটি Height 800 px থেকে 1000 px এর ভিতরে থাকে তবে সে ইমেইজ, ইমেইজ এডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে এসে টিউনে যোগ করা যাবে।
ইমেইজ এডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে আসার পর আরও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
যদি ইমেইজ এডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে আসার পর দেখা যায় যে
তবে সে ছবি আর তবে সে ইমেইজ আর ইমেইজ এডিটিং করেও ব্যবহার করা যাবে যায় না। অন্য ইমেইজ ব্যবহার করতে হয়।
ইমেইজ এডিটিং এর জন্য মনে রাখতে হবে ইমেইজ এডিটিং একটি ক্রিয়েটিভ বিষয়। টেকটিউনস টিউনার হিসেবে অবশ্যই আপনার ইমেইজ এডিটিং সম্পর্কে সাধারণ ধারণা যেমন, ইমেইজ রেজুলেশন, ইমেইজ ডাইমেনশন, ইমেইজ রিসাইজিং, ইমেইজ ভিউ পয়েন্ট এ বিষয় গুলো সম্বন্ধে ব্যাসিক ধারণা থাকতে হয়। টেকটিউনস টিউনার হিসেবে ইমেইজ এডিটিং এর বিষয় সম্বন্ধে অ্যাডভান্সড ধারণার প্রয়োজন নেই তবে ইমেইজ এডিটিং এর এ বিষয় গুলো সম্বন্ধে ব্যাসিক ধারণা থাকতে হয়। বিভিন্ন AI Image Editing Tools ও রয়েছে যেগুলো দিয়ে সময় সাপেক্ষ এডিটিং এর কাজ সল্প সময়ে করা যায়।
তবে এসব টুল ব্যবহার করলে আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যা করছেন ১০০% নিশ্চিত হয়ে করছেন, আপনি জানেন আপনি কী করছেন এবং টেকটিউনস গাইডলাইনে অনুযায়ী করছেন। টেকটিউনস গাইডলাইনে অনুযায়ী না হলে সে ইমেইজ বাতিল হয়।
ইমেইজ এডিটিং যেহেতু একটি ক্রয়েটিভ বিষয় তাই ইমেইজ এডিটিং করতে নিজের ক্রিয়েটিভি কাজে লাগে হয়। কারণ এক ইমেইজ একেক রকম, তার এডিটিং প্রক্রিয়াও একেক রকম।
টেকটিউনস এর অফিসিয়াল ইমেইজ এডিটিং টুল হলো Adobe Express Image Resizer, Canva এবং Pixlr
এ টুল গুলো সমান ভাবে যে কোন কম্পিউটার ব্রাউজার, মোবাইল ব্রাউজার এবং মোবাইল অ্যাপ এর মাধ্যমে ব্যবহার করা যায়। Pixlr অ্যাডভান্সড ইউজারের জন্য এর মোবাইল অ্যাপ নেই।
টেকটিউনস টিউনার হিসেবে ইমেইজ রিসাইজের এর জন্য আপনাকে বাধ্যতামূলত ভাবে Adobe Express Image Resizer -ই ব্যবহার করতে হয়। কেননা Adobe Express Image Resizer সঠিক ভাবে ইমেইজ রিসাইজ করে এবং ইমেইজের রেজুলেশন কমিয়ে ফেলে না।
টেকটিউনস এর টিউনার হিসেবে ইমেইজ এডিটিং এর জন্য সাধারণত Canva ই যথেষ্ট। টেকটিউনসে ৯৫% ক্ষেত্রে আপনাকে কোন ধরনের ইমেইজ এডিটিং করতে হয় না। যদি কোন ইমেইজ এডিং এর প্রয়োজন পড়ে তবে Canva ই যথেষ্ট। কোন অ্যাডভান্সড টুলের প্রয়োজন নেই।
Pixlr অ্যাডভান্ড ইউজারের জন্য। যদি আপনি গ্রাফিক্স এডিটিং, ইমেইজ এডিটিং এ অ্যাডভান্সড হোন এবং আপনি যা করছেন ১০০% নিশ্চিত হয়ে করছেন এবং টেকটিউনস গাইডলাইনে অনুযায়ী করছেন তবে Pixlr ব্যবহার করতে পারেন। Pixlr কম্পিউটার ব্রাউজার, মোবাইল ব্রাউজার দিয়ে কাজ করতে হয় এর কোন মোবাইল অ্যাপ নেই।
টেকটিউনস টিউনার হিসেবে ইমেইজ রিসাইজের এর জন্য টেকটিউনস এর অফিসিয়াল Adobe Express Image Resizer এবং টেকটিউনস টিউনার হিসেবে ইমেইজ এডিটিং এর জন্য টেকটিউনস এর অফিসিয়াল ইমেইজ এডিটিং টুল ব্যতিত অন্য কোন টুল ব্যবহার করলে সে ইমেইজ বাতিল হয়।
একেক ইমেইজ একেক রকম, তার এডিটিং প্রক্রিয়াও একেক রকম। তাই এখানে টেকটিউনসে এর অফিসিয়াল সহজ আর ব্যাসিক টুল Adobe Express Image Resizer এবং Canva ব্যবহার উল্লেখ করা হয়েছে।
সব ইমেইজ এর জন্য এ সকল প্রক্রিয়া এক রকম নাও হতে পারে। তবে আপনি ব্যাসিক ধারণা পাবেন। অন্য ধরনের ইমেইজের জন্য আপনার নিজেস্ব ক্রিয়েটিভিটি এবং আপনার মেধা প্রয়োগ করুন।
উদাহরণ সরূপ আপনি অফিসিয়াল ওয়েবসাইটে থেকে এই ছবি টি আপনি ব্যবহার করতে চাচ্ছেন।
এই ইমেইজটি 1080×1080 px এর।
এখন এই ইমেইজটি প্রথম আপনকে অ্যানালাইসিস করতে হবে।
ইমেইজ রিসাইজ করে।
১. ইমেইজটি WebP ফরমেটে রয়েছে
Adobe Express Image Resizer WebP ফরমেট সাপোর্ট করে না। ইমেইজটি JPEG, JPG বা PNG ফরমেটে কনভার্ট করে নিতে হবে।
২. ইমেইজটির ডাইমেনশন 1080×1080 px
অর্থাৎ ইমেইজটির Width 800 px থেকে 1000 px এর ভিতরে আছে এবং ইমেইজটি Height 800 px থেকে 1000 px এর ভিতরে আছে। অর্থাৎ ইমেইজটি ইমেইজ এডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে এসে টিউনে ব্যবহার করা যাবে।
৩. ইমেইজটিতে উপরের অংশে গ্রাফিক্যাল টেক্সট এবং নিচের অংশে মূল '৩টি স্মার্টফোন এর ছবি' রয়েছে।
অর্থাৎ ইমেইজ টি এডিট করে, ইমেইজের ভিউ পয়েন্ট, নিচের অংশের '৩টি স্মার্টফোন এর ছবি' তে ফোকাস করলে, শুধুমাত্র '৩টি স্মার্টফোন এর ছবি' পাওয়া যাবে।
ছবি অ্যানালাইস এর কাজ সম্পন্ন হলো এবার এডিটিং করতে হবে।
এই ইমেইজটি সঠিক ভাবে রিসাইজ করতে কোন ধরনের ইমেইজ এডিটর এর প্রয়োজন পড়বে না। খুব সহজেই Adobe Express Image Resizer ব্যবহার করে ইমেইজটি ইমেইজ এডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে এসে টিউনে ব্যবহার করা যাবে।
Adobe Express Image Resizer WebP ফরমেট সাপোর্ট করে না তাই প্রথমে ইমেইজটি JPEG বা JPG বা PNG ফরমেটে কনভার্ট করে নিতে হবে। ইমেইজ JPEG বা JPG বা PNG ফরমেটে থাকলে আর কনভার্ট এর প্রয়োজন নেই।
১. এর জন্য প্রথমে ইমেইজটি Adobe Image Resize Tool এ আপলোড করতে হবে।
২. Resize For: এ 'Custom' Select করতে হবে
৩. এরপর 'Unlock/Lock Aspect' এ ক্লিক করে Aspect Unlock করতে হবে। Aspect Unlock হয়েছে কিনা তা নিশ্চিত হতে দেখতে হবে Aspect আইকনটি 'Broken Link' আইনকে পরিবর্তিত হয়েছে কিনা। Aspect আইকনটি 'Broken Link' আইনকে থাকা অর্থ হচ্ছে Aspect Unlock হয়েছে। এছাড়া Aspect Unlock হয়েছে বা আছে কিনা তা নিশ্চিত হতে Aspect আইকনটি উপর মাউস ধরলে 'Unlock aspect' টুলটিপ দেখা যাবে। আইকনটি উপর মাইস ধরলে 'Unlock aspect' টুলটিপ দেখানোর অর্থ Aspect Unlock অবস্থায় আছে। এ ক্ষেত্রে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে Aspect Unlock অবস্থায় রয়েছে।
৪. Aspect Unlock অবস্থায় Width ফ্লিডে টাইপ করতে হবে 1920 এবং Height ফ্লিডে টাইপ করতে হবে 1080
৫. এবার ইমেইজটি যে Preview Box এ দেখা যাচ্ছে সেখানে উপরে থেকে নিচে ড্র্যাগ করে (উপরে থেকে নিচে টেনে) ইমেইজ ভিউ পয়েন্টটি নিচের অংশে '৩টি স্মার্টফোন এর ছবি' তে ফোকাস নিয়ে আসতে হবে। ইমেইজ এর Preview Box এ প্রয়োজন মত উপরে থেকে নিচে ড্র্যাগ করে (টান দিয়ে) ইমেইজটির ভিউ পয়েন্টটি এনে দেখতে হবে যেন মোটামুটি '৩টি স্মার্টফোন এর ছবি' ভিউ পয়েন্টে এর মধ্যে থাকে।
৬. Image Scale অপশনটি ব্যবহার করে ইমেইজ টির ভিউপয়েন্ট Zoom In, Zoom Out করে ইমেইজটি ভিউ পয়েন্টটি আরও ফাইন টিউনিং (Fine Tuning) করা যেতে পারে। তবে Image Scale অপশনটি ব্যবহার করার ক্ষত্রে সতর্ক থাকতে হবে। Image Scale 1 Point বা 2 Point এর বেশি করা যাবে না। Image Scale এর স্লাইডারটি একবার ডানদিকে নিলে 1 Point, Image Scale হয়।
কারণ মূল ইমেইজটির ডাইমেনশন 1080×1080 px যা লো-রেজুলেশনের। এই লো-রেজুলেশনের ইমেজইটি যদি 1 Point বা 2 Point এর বেশি Image Scale করা হয় তবে Final Output এ ইমেইজটি লো-রেজুলেশন-ই থাকবে। এবং টেকটিউনস গাইডলাইন অনুযায়ী সে ইমেইজ বাতিল হবে।
Image Scale অপশনটি একদম প্রয়োজন না ব্যবহার না করাই ভালো।
এখানে Image Scale অপশনটি ব্যবহার করা হয়নি। কারণ Image Scale 1 Point বা 2 Point করার পর দেখা যাচ্ছে ইমেইজ ফেটে যাচ্ছে। যা টেকটিউনস গাইডলাইন অনুযায়ী নয় এবং টিউন যোগ করলে ইমেইজ বতিল হবে। তাই এখানে Image Scale অপশনটি ব্যবহার করা হয়নি।
৭. ইমেইজ Preview Box এ ইমেইজটি কাংক্ষিত ভিউ পয়েন্টে সেট করার পর ডাউনলোড বাটনে ক্লিক করে ইমেইজটি ডাউনলোড করে টিউনে আপলোড করে যোগ করতে হবে।
ভিডিও ট্রেনিং নিন।
ইমেইজ এডিটিং করে।
১. ইমেইজটির ডাইমেনশন 1080×1080 px
অর্থাৎ ইমেইজটির Width 800 px থেকে 1000 px এর ভিতরে আছে এবং ইমেইজটি Height 800 px থেকে 1000 px এর ভিতরে আছে। অর্থাৎ ইমেইজটি ইমেইজ ইডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে এসে টিউনে ব্যবহার করা যাবে।
২. ইমেইজটিতে সলিড ব্যাকগ্রাইড কালার রয়েছে এবং সলিড ব্যাকগ্রান্ড কালার হলো হোয়াইট (White)।
অর্থাৎ ইমেইজ টি এডিট করতে ইমেইজ এডিটরে 'সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার' (Solid White Background Color) এর কালার রাখতে হবে।
ছবি অ্যানালাইস এর কাজ সম্পন্ন হলো এবার এডিটিং করতে হবে।
এই ইমেইজটি ইমেইজ এডিটরে এডিট করা যাবে সে জন্য ইমেইজ এডিটরে 'সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার' (Solid White Background Color) রাখতে হবে। ইমেইজ এডিটর ব্যবহার করে ইমেইজটি ইমেইজ ইডিটিং করে 1920×1080 px ডাইমেনশনে নিয়ে
এসে টিউনে ব্যবহার করা যাবে।
১. এরজন্য প্রথমে Canva তে যেতে হবে।
২. Canva তে 'Create a design' এ ক্লিক করে 'Custom' এ ক্লিক করতে হবে।
৩. Width ফ্লিডে টাইপ করতে হবে 1920 এবং Height ফ্লিডে 1080 টাইপ করতে হবে। Unit ফ্লিডে px সিলেক্ট করা রয়েছে নিশ্চিত হতে হবে।
৪. Create Design বাটনে ক্লিক করলে 1920x1080 ক্যানভাসে Canva এর নতুন একটি পেইজ/উইন্ডো ওপেন হবে।
৫. এখানে Default ভাবে ক্যানভাস এর কালার, 'সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার' (Solid White Background Color) -এ রয়েছে। তাই Canva এর ক্যানভাস এর কালার আর পরিবর্তন করার প্রয়োজন হবে না।
৫. এবার File>View Settings>Margin এ ক্লিক করতে হবে। এর ফলে Canva এর ক্যানভাসে মার্জিনের একটি বর্ডার লাইন দেখা যাবে। এই মার্জিন ইমেইজটি এডিটিং এ কাজে আসবে।
৬. এবার Upload বাটনে ক্লিক করে মূল ডাইমেনশনের 1080×1080 px ইমেইজটি আপলোড করতে হবে।
পরের ধাপ গুলোর জন্য ভিডিও ট্রেনিং নিন।
ভিডিও ট্রেনিং নিন।
কম্পিউটার থেকে কাজ করতে ইমেইজ রিসাইজের কাজ করার মুহুর্তে Shift Key চেপে ধরে ইমেইজ রিসাইজ করা হয়েছে। মোবাইলে Shift Key নেই, তাই মোবাইল থেকে কাজ করতে ইমেইজ রিসাইজের কাজ করার মুহুর্তে সঠিক ভাবে ইমেইজের 'Conner Resizer Point' ড্র্যাগ করে (টেনে ধরে) করা হয়েছে। আর তা না হলে ইমেইজটি Proportionally রিসাইজ হবে না।
এক (১) কালার এর 'সলিড ব্যাকগ্রাউন্ড কালার' (Solid White Background Color) যুক্ত যে কোন ইমেইজ এই ২য় পদ্ধতিতে 'ইমেইজ এডিট' করে টিউনে যোগ করা যাবে।