ডেক্সটপ ওয়াল পেপারে সাধারণ একটি স্থির ছবি ব্যবহার করা হয়। কোন কোন এনিমেটেড ছবিও ব্যবহার করা যায় কখনো কখনো। উবুন্টুতে Screenlets নামের ছোট একটি প্রোগ্রাম ব্যবহার করে ওয়াল পেপারে সময় ও তারিখ দেখার সুবিধা যুক্ত করে নেয়া যায়। এবং এটি নির্দিষ্ট সময় পরপর সংয়ক্রিয়ভাবে পরিবর্তীত হয়।
ইনস্টল করার পদ্ধতিটি নিচে বর্ণনা করা হচ্ছে ।
প্রথমেই Screenlets প্রোগ্রামটি ইনস্টল করতে হবে । এজন্য টারমিনাল(Applications >> Accessories >> Terminal) ওপেন করে সেখানে নিচের কমান্ডটি ব্যবহার করুন । কিছুক্ষন অপেক্ষা করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে।
sudo apt-get install screenlets
এবার http://www.vladstudio.com/wallpaperclock/ সাইট থেকে পছন্দের ওয়াল পেপারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন । ডাউনলোড করা ফাইলগুলির এক্সটেনশশন হবে .wxz । এছাড়া ওয়ালপেপার ক্লক সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন http://www.vladstudio.com ওয়েব সাইটে।
ওয়াল পেপারগুলি ইনস্টল করার জন্য স্ক্রীনলেট ম্যানেজার চালু করুন Application >> Accessories >> Screenlets থেকে। তবে আপনি যদি উবুন্টু ৮.০৪ ব্যবহার করেন তবে Screenlets manager টি ওপেন করতে হবে System >> Preferences >> Screenlets থেকে।
স্ক্রীনলেট ম্যানেজারটি ওপেন হলে সেখান থেকে Wallpaper Clock Screenlet চালু করতে হবে । তবে উবুন্টু ৮.০৪ এ এই স্ক্রীনলেটটি ইনস্টল করা থাকে না। ব্যবাহর করতে হলে Download Wallpaper Screenlet ঠিকানা থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে । তবে এই হার্ডি হ্যারণের(৮.০৪) পরে উবুন্টর সবগুলি ভার্সনে এটি ইনস্টল করাই থাকে ।
Screenlets manager থেকে Wallpaper Clock স্ক্রীনলেটটি সিলেক্ট করে Launch/Add বাটনটি চাপলে স্ক্রীনলেটটি চালু হবে এবং ডেক্সটপে নিচের মত একটি আইকন দেখা যাবে।
আইকনটিতে মাউসের ডান বাটন ক্লিক করুন এবং মেনু থেকে Install Wallpaper Clock নির্বাচনের মাধ্যমে নতুন নতুন ওয়াল পেপার ইনস্টল করা যাবে। এবং ওয়াল পেপার পরিবর্তন করতে চাইলে মেনু থেকে Change Wallpaper Clock নির্বাচন কতে হবে।
কিছু ওয়াল পেপারের নমুনা নিচে দেয়া হল :
আমি nasir khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
oneker kaje lagbee