লিনাক্স নিয়ে Experiment করার ১০ টি সেরা Linux Distro

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

বিভিন্ন কাজে অনেকের পছন্দের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। উইন্ডোজ যেখানে কিনে ব্যবহার করা লাগে সেখানে লিনাক্স একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম, যেকেউ ফ্রিতেই এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে। আজকের এই টিউনে আমরা ২০২৩ সালের সেরা ১০ টি লিনাক্স Distros নিয়ে আলোচনা করব।

যে সেরা Linux Distros গুলো আজকে তুলে ধরব সব গুলোই বেশ সিকিউর এবং ফ্লেক্সিবল আর এই জন্যই এগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই Distros গুলো তাদের জন্য সেরা পছন্দ হতে পারে যারা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করবে। আপনি জানলে অবাক হবেন টেকনোলজি রিলেটেড প্রায় সব কিছুর পেছনেই লিনাক্স রয়েছে। আর Linux Kernel ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম হচ্ছে Linux Distro। যেহেতু এটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম সেহেতু ফিচার এবং ভিজ্যুয়ালের ভিত্তিতে আপনি বিভিন্ন Linux Distro পেয়ে যাবেন। আগের মত এখন আর লিনাক্স ব্যবহার করতে এক্সপার্ট হবার প্রয়োজন পড়ে না এখন অধিকাংশ Linux Distro ইউজার ফ্রেন্ডলি। জনপ্রিয় বিভিন্ন অ্যাপ এর কম্পিটিবিলিটি ইস্যু থাকলেও এখন আর তেমন নেই, রয়েছে একাধিক বিকল্প অপশনও।

যারা নতুন নতুন উইন্ডোজ বা ম্যাক থেকে লিনাক্সে শিফট হতে চাচ্ছে তাদের জন্যও রয়েছে চমৎকার কিছু Linux Distro। আজকের এই লিস্টে একই সাথে অভিজ্ঞ এবং নতুনদের কথা বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে।

Linux Distro এর মানে কী?

Linux Distro এর পূর্ণরূপ হচ্ছে Linux distribution। এটি এক ধরনের অপারেশনাল সিস্টেম যা বিভিন্ন ডেভেলপার এবং প্রোগ্রামাররা নানা ধরনের ওপেন-সোর্স প্রোগ্রাম দিয়ে ডিজাইন করেছে। অপারেটিং সিস্টেম এর বেসিস লিনাক্স কার্নাল। বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ, ডেভেলপার টুল, এবং সফটওয়্যার প্রোগ্রাম রয়েছে নির্দিষ্ট Linux distro তে। তাছাড়া এভেইলেবল সোর্স কোড একত্র করে ইউজাররা চাইলে Distro মোডিফাইও করতে পারে অথবা নিজস্ব Distro ও তৈরি করতে পারে। আপনার পিসিতেও যদি লিনাক্স রান করতে চান তাহলে আপনার জন্য আছে সেরা Linux Distro।

কেন লিনাক্স ব্যবহার করবেন?

Linux জনপ্রিয় হবার অন্যতম কারণ এটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম। সকল অ্যান্ড্রয়েড, স্মার্টফোন এবং ট্যাবলেটে ব্যবহৃত হচ্ছে লিনাক্স। তবে এটি ডেক্সটপ এর দিকে এতটা জনপ্রিয় নয়, বিশ্বব্যাপী এর মার্কেট শেয়ার মাত্র ২.৭৫। তাই বলে ডেক্সটপ অপারেটিং সিস্টেম এর জন্য এটি কাজের না বললে ভুল হবে, কাজের ধরণভেদে এটি অনেক ইউজারের প্রথম পছন্দ।

কেন লিনাক্স ব্যবহার করবেন,

  • যেকোনো হার্ডওয়্যার, উইন্ডোজ পিসি, ল্যাপটপ, ম্যাক, উইন্ডোজ ট্যাবলেট, ক্রোমবুক, নন অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেটে লিনাক্স রান করা যায়।
  • ওপেন-সোর্স হওয়াতে কোন বিধিনিষেধ নেই, যেকোনো ভাবে অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ রয়েছে।
  • ইচ্ছেমতো কাস্টমাইজ করার সুযোগ রয়েছে
  • সিকিউর
  • এডুকেশনাল
  • সহজ ইন্সটলেশন
  • নির্ভরযোগ্য অপারেটিং সিস্টেম

১. Linux Mint

অন্যতম জনপ্রিয় একটি Linux distributions হচ্ছে Linux Mint। এই Distro তে আপনি পাবেন অসংখ্য ফ্রি এবং ওপেন-সোর্স প্যাকেজ। এটি ইউজার ফ্রেন্ডলি এবং এর রয়েছে ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস। এর কিছু কিছু টুলবার এবং “start menu”এর উইন্ডোজের সাথে মিল। উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট হতে সেরা অপশন হচ্ছে Linux Mint।

Linux Mint ডিজাইন করা হয়েছে Python এ। কিছু প্যাকেজ Mint এবং Ubuntu এর সাথে শেয়ারড, আর উভয়ই Ubuntu রিপু সফটওয়্যার ব্যবহার করে। Ubuntu এর রয়েছে ইউনিক ডেস্কটপ এনভায়রনমেন্ট অন্যদিকে Linux Mint এর রয়েছে Cinnamon এবং Mate ডেস্কটপ এনভায়রনমেন্ট। Media codecs এবং Proprietary সফটওয়্যারের দিকে Ubunto কিছুটা পিছিয়ে আর তাই এই জায়গায় এগিয়ে গিয়েছে Mint।

এখানে রয়েছে বিভিন্ন ন্যাটিভ অ্যাপ এবং ফিচার। এর নতুন ক্যালেন্ডার অ্যাপে আপনি, Google Calendar, Sync করতে পারবেন৷ তাছাড়া Linux Mint লাইট-ওয়েট হওয়াতে এটি রান করতে আপনার হাই কনফিগারেশনের পিসি ব্যবহার করতে হবে না৷

Linux Mint

অফিসিয়াল ওয়েবসাইট @ Linux Mint

২. Manjaro

Manjaro একটি লিনাক্স ভিত্তিক ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম, এটি প্রাইভেসি ফোকাস একটি অপারেটিং সিস্টেম। কিভাবে হার্ডওয়্যার সেটআপ হবে এবং অপারেট হবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে ইউজার। ইউজারের চাহিদার উপর ভিত্তি করে এটি মোবাইল, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ এবং বোর্ডে লঞ্চ করে গেমিং এবং 3D অ্যাপলিকেশনে ব্যবহার করতে পারবেন। এটি দুর্দান্ত একটি কাস্টমাইজেবল লিনাক্স অপারেটিং সিস্টেম।

Manjaro

অফিসিয়াল ওয়েবসাইট @ Manjaro

৩. OpenSuse Leap

OpenSuse Leap এমন একটি অপারেটিং সিস্টেম যা প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এটি SUSE Linux Enterprise Server দিয়ে তৈরি করা হয়েছে যা এটিকে পরিণত করেছে শক্তিশালী, বিশ্বাসযোগ্য এবং সিকিউর অপারেটিং সিস্টেম হিসেবে। ইউজারের কাজকে আরও এফিসিয়েন্ট করতে এখানে পাওয়া যাবে অসংখ্য প্রয়োজনীয় সফটওয়্যার। এটি যথেষ্ট স্ট্যাবল একটি Distribution। ইন্সটলেশন এবং ব্যবহারে তেমন কোন ইস্যু এখানে নেই। তাছাড়া এতে রয়েছে আরও অনেক কিছু যা এটিকে বিজনেস ইউজের জন্য উপযুক্ত করে তুলেছে।

OpenSuse Leap এর রয়েছে Standard এবং Advanced নামের দুটি ভার্সন। যারা বেসিক সার্ভার এবং ডেক্সটপ ব্যবহার করবে তাদের জন্য Standard ভার্সনটি অন্য দিকে যারা ডুয়েল বুট, অধিক স্টোরেজ ও র‍্যাম এর মত এডভান্সড ফিচার ব্যবহার করবে তাদের জন্য রয়েছে এডভান্সড এডিশন।

OpenSuse Leap

অফিসিয়াল ওয়েবসাইট @ OpenSuse Leap

৪. ElementaryOS

ElementaryOS একটি মডার্ন এবং চমৎকার Linux Distro। ইউজারদের প্রয়োজনে এখানে রয়েছে অনেক কাজের অ্যাপ। নতুন ইউজাররাও সহজে সেগুলো ব্যবহার করতে পারবে। তবে এটি পরিপূর্ণ অপারেটিং সিস্টেম নয় অন্য Distros এর তুলনায় এখানে ফাংশনালিটি কম।

এই Distros এর রয়েছে Geary mail fork এবং the Epiphany ওয়েব ব্রাউজার। এটি অনেকটা ম্যাক এর মত দেখতে। তাদের দাবি তারা ইউজার ফ্রেন্ডলি এবং স্ট্যান্ডার্ড প্রাইভেসি মেইনটেইন করে।

ElementaryOS

অফিসিয়াল ওয়েবসাইট @ ElementaryOS

৫. Ubuntu

অন্যতম জনপ্রিয় একটি Distros হচ্ছে Ubuntu। এটিকে অনেক Distros এর বেইসও বলা যায়। অনেক ডেভেলপার এটির মাধ্যমে লিনাক্স ওয়ার্ল্ডে প্রবেশ করে। এর ডেস্কটপ এনভায়রনমেন্ট যথেষ্ট স্মুথ এবং চমৎকার। GNOME ডেক্সটপ আপনাকে দেবে স্নুথ এনিমেশন অভিজ্ঞতা। ল্যাপটপ এবং ডেস্কটপ এর জন্য সেরা হতে পারে এই Distros।

এটি Debian সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা এবং এর রয়েছে নিজস্ব Repository। ডিফল্ট ব্রাউজার হিসেবে এখানে আছে ক্রোম তবে আপনি চাইলে ফায়ার ফক্স এবং অন্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন। রয়েছে VLC এবং অফিসের বিকল্প LibreOffice৷

Ubuntu

অফিসিয়াল ওয়েবসাইট @ Ubuntu

৬. Fedora

Fedora পরিচিত লং লাস্টিং অপারেটিং সিস্টেম হিসেবে। এটি সিকিউরিটির উপর ফোকাস করে তৈরি করা রয়েছে অসংখ্য গ্রাফিক্স টুল। অনেক ফাইল ফরমেট এতে সাপোর্ট করে এবং এটির রয়েছে অটোমেটিক OS আপডেট৷ এখানে পাবেন অনেক এডুকেশনাল সফটওয়্যার রয়েছে বিশাল কমিউনিটি।

Fedora ডেক্সটপ এবং ল্যাপটপ ফোকাস করে তৈরি করা রয়েছে ইউজারদের জন্য ফ্রি সফটওয়্যার। বিভিন্ন থার্ডপার্টি রিপু দিয়ে Proprietary গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করা সম্ভব।

Fedora

অফিসিয়াল ওয়েবসাইট @ Fedora

৭. Zorin OS

Zorin একটি Ubunto ভিত্তিক Distros। এটির মাধ্যমে ইউজাররা কম্পিটিবল উইন্ডোজ সফটওয়্যার রান করতে পারে। এতে এডভান্সড সিকিউরিটি ফিচার থাকায় এতে ভাইরাসের ভয় নেই। পিসিকে আরও শক্তিশালী, দ্রুত এবং সিকিউর করতে Zorin OS এর উৎপত্তি।

এতে আপনি অসংখ্য প্রয়োজনীয় অ্যাপ পেয়ে যাবেন। এর রয়েছে দুটি ভার্সন, Lite এবং Core। লো কনফিগারেশন এর পুরনো পিসির জন্য Lite ভার্সনটি উপযুক্ত এবং মডার্ন ল্যাপটপ এবং ডেক্সটপের জন্য Core।

Zorin

অফিসিয়াল ওয়েবসাইট @ Zorin

৮. Debian

Debian যারা লং লাস্টিং কিন্তু পাওয়ারফুল অপারেটিং সিস্টেম চান তাদের জন্য রয়েছে Debian। এটি ১৯৯৩ সাল থেকে কাজ করছে। এখনো রেগুলার বেসিসে আপডেট আসে।

Debian বিভিন্ন ডিভাইস যেমন, কম্পিউটার, নেটওয়ার্ক সিস্টেম, ল্যাপটপে কাজ করে। এতে পাবেন LibreOffice, Firefox, Evolution Mail, K3b disc burner, VLC media player, GIMP সহ আরও অনেক অ্যাপ।

Debian

অফিসিয়াল ওয়েবসাইট @ Debian

‌৯. Pop OS!

Pop OS! ডিজাইন করা হয়েছে স্মুথ ওয়ার্কফ্লু এবং অর্গানাইজেশনের কথার চিন্তা করে। উইন্ডোজ এবং ম্যাক থেকে যারা লিনাক্সে আসবে তাদের কথা ভেবে এটি তৈরি করা হয়েছে৷ এটি সেরা পারফরম্যান্স এবং স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দিতে পারে৷

Pop OS!

অফিসিয়াল ওয়েবসাইট @ Pop OS!

১০. MX Linux

MX Linux হাই এফিসিয়েন্সি এবং রিলাইবিলিটির জন্য সিম্পল কনফিগারেশনের উপর ভিত্তি করে MX Linux তৈরি করা হয়েছে। কম্পিউটার এবং ল্যাপটপে যারা এফিসিয়েন্সি চান তারা এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এতে রেডি অফিস স্যুট, ইন্টারনেট ব্রাউজার, ইমেইল ক্লাইন্ট, মিডিয়া প্লেয়ার সহ আরও সফটওয়্যার পেয়ে যাবেন৷

এতে রয়েছে কাস্টম ডেক্সটপ এনভায়রনমেন্ট এবং ডকুমেন্টেশন। নতুন এবং অভিজ্ঞ সবার জন্যই এটি উপযুক্ত হতে পারে।

MX Linux

অফিসিয়াল ওয়েবসাইট @ MX Linux

শেষ কথা

যারা লিনাক্স এক্সপেরিমেন্ট করতে চান তাদের জন্য সেরা হতে পারে এই ১০ টি Linux Distro। অবশ্যই সব গুলো অপারেটিং সিস্টেম ওপেন-সোর্স আপনি ফ্রিতেই এগুলো ব্যবহার, মোডিফাই করতে পারবেন।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস