Linux অনেক ভয়ের একটি Operating System নামে জন সাধারনের কাছে খুবই পরিচিত। আমি প্রায় ৭ থেকে ৮ মাস Linux চালিয়েছি। আমি চালিয়েছিলাম Ubuntu, Kali, Pop, আমার কাছে আরো কিছু OS Collection আছে তা পরে try করবো.
আগেই আপনাদের পরিচয় করিয়ে নি Linux এর সাথে। Linux একটি Kernel এর নাম এটি কোন OS না। তাহলে তো Kernel কি জিনিস এটি আগে বলা লাগে।
Kernel: আমাদের ব্যবহিত Computer, Mobile Phone এগুলোর মধ্যেই Kernel থাকে। এটি না কোন সফটওয়্যার আর না কোন হার্ডয়্যার। এটি ওই জিনিস যা দুটোকেই Control করে থাকে। সহজ কথায় বলতে গেলে হার্ডওয়্যার এবং সফটয়্যার এর মধ্যে কার কাজ Kernel ই করে। Kernel হলো কোন একটি OS এর Core Part. এটি ছাড়া কোন OS কোন System এর হার্ডওয়্যারের সাথে সংযোগ হতে পারবে না। যাই হোক আমি তো আপনাদের Linux কি তা জানাবো।
তাহলে বুঝতেই পারছেন আমি এটাকে Linux OS বলতে পারবো না। কিন্তু Linux এর ওপর ভিত্তি করে যে সব OS তৈরি হয়েছে তাকেই আমরা Linux OS বলে চিনি।
মূলত Linux একটি Free OS যা দ্বারা বেশিরভাগ Ethical Hacker বা কিছু কিছু ডেভলোপার ও এটি Personal কাজের জন্য ব্যবহার করে। তার কিছু কারনও রয়েছে। Linux এর সোর্স কোড Free হওয়ায় এক জন ডেভলপার যেমন ইচ্ছা তেমন করে OS টি Modify করতে পারে। এটির Security System অনেক শক্তিশালী। সহজে Viras দ্বারা আক্রান্ত হয় না।
এটিতো গেলো Personal Use এর কথা। বিভিন্ন বড় বড় Company এটি ব্যবহার করে থাকে। Server তৈরির ক্ষেত্রে Linux এর ব্যপক ব্যবহার দেখা যায়। কেননা এটির Security System অনেক শক্তিশালী।
এটি চালানো তুলনা মূলক কিছুটা কঠিন। একমাত্র কাজের জন্য এটি ভালো। গেম খেলার জন্য বিশেষ কোন Scope নেই Normal কিছু গেম খেলা যায়। দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক Command মনে রাখতে হয়। যা পোষায় না। কিন্তু যদি অভাস হয়ে যায় তাহলে অনেক মজার ব্যপার। শুধু Kyeboard ব্যবহার করে সকল কাজ করা যায়। Linux ব্যবহার না করার অন্যতম কারোন অনেক অনেক ভয়। কি জানি কি হয়ে যায়😆😆। না তেমন কিছু হয় না। বেশি কিছু হইলে আমি যা করি বা আগে করতাম।
" ctrl+c" তারপর "clear" তারপর "sudo shutdown"😁😁😁😁
আমি শুধু এটিই বলবো লিনাক্স সম্পর্কে অনেক আর্টিকেল আছে অনেক ভিডিও আছে আরো কত কি। কিন্তু আপনি যদি শিখতে চান তাহলে আজকেই Install করুন এবং শুরু করে দিন। নতুনদের জন্য Ubuntu ভালো হবে। আর কিছুটা শিখলে আপনি বুঝবেন কোনটি আপনার জন্য ভালো হবে। যেমন সাধারন যারা Use করতে চান windows কিনবেন ও না আবার Crack করা টাও চালাবেন না তারা Ubuntu ব্যবহার করতে পারেন, Office হিসেবে LibreOffice পেয়ে যাবেন MS Office এর মোটামোটি সব কাজই করা যায়। আর যারা ভালো জানে তাদের জ্ঞান দেয়ার মত জ্ঞান আমার কাছে নাই।
নিচে কিছু Linux OS Distro এর লিস্ট দিলাম দেখতে পারেনঃ
যদি আপনারা লিনাক্স সম্পর্কে আরো জানতে চান বা জানতে আগ্রহি হন তাহলে অবশ্যই টিউমেন্ট করবেন।
আজ এতটুকুই। টিউনি পড়ার জন্য ধন্যবাদ💗💗💗💗।
আমি রিফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।