অনিরুদ্ধ,শাওন এর বাংলালায়ন ড্রাইভার এর কানেক্ট console টা আর একটু সহজ করা হল

প্রথমেই ধন্যবাদ জানাই অনিরুদ্ধ ও শাওনকে আপনাদের দুই জনের অক্লান্ত পরিশ্রমে আজ বাংলালায়ন লিনাক্স এ চলে। এখানে

http://www.mediafire.com/?do5babq6d85aqub

দেওয়া script টা consol এর জন্য করেছি দেখে অবশ্যই জানাবেন আমার এই ছোট চেস্টা টা কেমন লাগলো।
এবার আসি কাজে script ডাবল ক্লিক করার পর যদি txt gedite এ ওপেন হয় তাহলে script এ রাইট বাটন ক্লিক করে permission মেনু তে allow executing file as progran টিক দিয়ে তারপর ডাবল ক্লিক করার পর রুন in terminal দিলে terminal এ দেখুন eth0 বা eth1 বা eth2 এ আপনার মডেমের ম্যাক দিয়ে নেটওয়ার্ক ডিভাইস অ্যাড হয়েছে। এটাকে চালু করতে লিখুন eth বাদ দিয়ে 0 বা 1 বা 2 । তারপর আপনার password দিন ওকে দিন কাজ সেস। তারপর কানেক্ট করুন।

আর বিস্তারিত জানতে http://forum.projanmo.com/topic31242.html

ভুল হলে সকলে মাফ করবেন দয়া করে,

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ। আপনাদের চেস্টা সফল হোক। আপনাদের সহযোগিতায় সবাই মুক্ত সফটওয়্যার ব্যাবহারে আগ্রহী হয়ে উঠুক এই কামনা থাকল।

Level 0

রহস্যময় অভিযাত্রী
আপনাকে অনেক ধন্যবাদ

Thanks bro. Open Source er pase achi ajibon…

Level 0

অনেক ধন্যবাদ, জুলিয়ার জন্য কিছু করুন।

ধন্যবাদ…..:)

Level New

can i use it in my ubuntu 8.04?

আমি অনেকদিন থেকেই লিনাক্স মিন্ট ব্যবহার করছি। তবে এখানে ভাল কোন ডিকশনারী পাচ্ছি না যা খুবই মিস করি। বিশেষ করে Oxford এবং Cambridge Dictionary এই দুটির নাম বলতেই হয়। ওয়াইনের মাধ্যমে cambridge চালু রেখেছি। এগুলোর কোন linux compatible format আছে কি না, বা এর চেয়ে ভাল কোন ডিকশনারী আছে কি না জানালে উপকৃত হব। অবশ্য artha ব্যবহার করি তবে wordweb এর মত মাঊসের right click কাজ করে না।