প্রথমেই ধন্যবাদ জানাই অনিরুদ্ধ ও শাওনকে আপনাদের দুই জনের অক্লান্ত পরিশ্রমে আজ বাংলালায়ন লিনাক্স এ চলে। এখানে
http://www.mediafire.com/?do5babq6d85aqub
দেওয়া script টা consol এর জন্য করেছি দেখে অবশ্যই জানাবেন আমার এই ছোট চেস্টা টা কেমন লাগলো।
এবার আসি কাজে script ডাবল ক্লিক করার পর যদি txt gedite এ ওপেন হয় তাহলে script এ রাইট বাটন ক্লিক করে permission মেনু তে allow executing file as progran টিক দিয়ে তারপর ডাবল ক্লিক করার পর রুন in terminal দিলে terminal এ দেখুন eth0 বা eth1 বা eth2 এ আপনার মডেমের ম্যাক দিয়ে নেটওয়ার্ক ডিভাইস অ্যাড হয়েছে। এটাকে চালু করতে লিখুন eth বাদ দিয়ে 0 বা 1 বা 2 । তারপর আপনার password দিন ওকে দিন কাজ সেস। তারপর কানেক্ট করুন।
আর বিস্তারিত জানতে http://forum.projanmo.com/topic31242.html
ভুল হলে সকলে মাফ করবেন দয়া করে,
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ। আপনাদের চেস্টা সফল হোক। আপনাদের সহযোগিতায় সবাই মুক্ত সফটওয়্যার ব্যাবহারে আগ্রহী হয়ে উঠুক এই কামনা থাকল।