3D effects on Ubuntu.

Ubuntu তে 3D effect অন করা থাকে না এটাকে অন করতে হয়।
কি ভাবে অন করবেন তা এখানে দেখাব।

প্রথমে CompizConfig Settings Manager run করুন।
{Ubuntu ১১।০৪ এটা setup দেওয়া থাকে। যদি না থাকে তা হলে Ubuntu Software Center থাকে setup দিয়ে লিতে হবে।}

তারপওর category এর list থেকে Effects নিবাচন করি।

এবার চবির মত প্রতিটি option-ই টিক দেই।

তা হলে 3D on হযে যাবে। এবার মজা উপভগ করুন।

Level New

আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া ধন্যবাদ। আমার মনে হয় পোষ্টটি একটু সংশোধন করা প্রয়োজন। ৩ডি ইফেক্ট চালু করতে হলে থ্রিডি ডেস্কটপ কিউব, রোটেট কিউব চেক করতে হবে এবং ডেস্কটপ ওয়াল আনচেক করতে হবে। উবুন্টু ১১.০৪ ভার্ষনে কম্পিজ কনফিগ চালু করতে হলে আগে কায়রো ডক/ওয়ান চালু করা ভাল তা নাহলে সাটডাউন, রিস্টাট বাটন খুজে পাওয়া যায়না।

ভাইজান আপনার কথামত আমি সবকিছু করেছি। কিন্তু এখন আমার উবুন্টু তে টাস্কবার এবং সাইডবার কিছুই আসে না। আমি এখন কম্পু বন্ধ করতে পারি না। এখন কি করা যায় আমারে একটু হেল্পান।