Ubuntu তে .exe support

অনেকে Ubuntu ব্যবহার কতে চান কিন্তু যখন দেখান যে .exe support করছে না তখন আবার Windows এ ফিরে জান। তাই আমি আজ দেখাব কি ভাবে Ubuntu তে .exe ব্যবহার করা যায়।

প্রথমে Ubuntu Software Center এ গিয়া wine & Q4wine install করতে হবে।

 

 

 

 

Must be install Q4wine. otherwise it not work.

Level New

আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

tks

তারপর কিভাবে ফাইল প্লে করবো করে দেখান দেখি। শুধু এটুকু লিখলেই হয়ে গেল? আজব!

    Level New

    যে ভাবে windows এ ফাইল use করেন সে ভাবেই ubuntu তে use করবেন।

      @সজল: পারবেন না। পারমিশান এরর দেখাবে। ফাইলগুলা রুট হিসেবে এক্সিকিউটেবল করতে হবে।

        Level New

        Q4wine টা সে কারবেই install কতে বলেছি। প্রথমে আমকেও পারমিশান এরর দেখাত।

বিস্তারিত টিউনস করেন ভাই।

Level 0

wine ইন্সটল করে সব exe ফাইল চালানো যায় না, মোটামুটি হিসাবে ২৫%-৩০% সফটওয়্যার চালানো যায়। 🙁

    @MITHU: সত্য কথা। বেশী পাওয়ারফুল গেম, অ্যাপ চালাতে পারেনা। আসলে পারলে তো সেটাই উইন্ডোজ হয়ে যেত! অবশ্য চালানোর দরকারও পড়েনা, উইন্ডোজ এর প্রায় সব সফটওয়্যারেরই লিনাক্স ভার্সন আছে।

Level 0

I have tried UBUNTU latest version.
But it is not for professional user who need to connected always foreign clients, do files, share files etc. So I back to Windows.

    @Sharif: ভালো করেছেন। তবে কি সমস্যা ছিল বলবেন? ফাইল শেয়ার এর জন্য উবুন্টুতে চমৎকার কিছু টুল আছে।

    Level 0

    সরিফ ভাই আপনি কি ধরনের কাজ করেন? আপনার কথামত যারা জুমলা, পিএইচপি, সারভার এর কাজ করেন তারা প্রফেসনাল নয়। গুগোল কম্পানি তাহলে আপনার কথা মত প্রফেসনাল নয়। ভাই আপনি যদি কোন বিষয়ে কম জানেন তাহলে না জেনে মন্তব্য করবেন না। আর হা আমার কথাতে দুঃখ্য পেলে ক্ষমা করবেন। আর ভাই টাকা দিয়ে জেনুইন উইনডোজ, উইনডোজ এপ্লিকেশন কিনবেন কিন্তু। তা নাহলে মাইক্রোসফট ২০১৩ সালে চুরি করে ব্যবহার করতে দেবেনা, এখন থেকেই প্রিপারেশন নেন। ভাল থাকবেন।

      Level 0

      @Joy: জয় ভাই, আমি কি বলেছি যে যারা জুমলা, পিএইচপি, সারভার এর কাজ করেন তারা প্রফেসনাল নয়? তারাও প্রফেসনাল বাট তারা নতুন কিছু তৈরি করে। আর আমরা সেটা ইউজ করি। আমাদের করপরেট অফিস এ লিনাক্স ট্রাই করতে বলেছিলাম, বাট শেষ পর্যন্ত নানারকম জামেলার জন্য লিনাক্স বাদ দেয়া হয়েছে। we need all time updated software as our foreign clients and buyers use. have a look at a simple example.. is MS Office equal to Libra/ office org? Never. Is there any equal soft of Outlook Express or MS Outlook? you can advise free products…I say never. please always take in mind that some Freewares have some limitations because of free ware (not for all), some soft are very functional. Even if any make a soft, he will want to sell it, very few wants to it to be free. sobkichio to AVRO na. Its a nice free soft.
      I also share you that even Microsoft uses Linux? Astonished? yes, but only for security servers……… not for else. I think you understand.
      We use original products and will use same bcz of our country goodwill as well as our to foreigners. We recruit better IT person for our smooth job.
      Thank you joy bhai, ami na jene kotha bolini.

Level 0

সজল ভাই আপনি https://www.techtunes.io/linux/tune-id/59466/ লিংক যেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।

    Level New

    লাউ আর কদু একই কথা। আপনি যে টিউন এর কথা বলেছেন সেটা এর আমার টা একই । সেখানে Wine এর site থেকে download করতে বলেছে এর আমি Ubuntu এর যেটা আছে সেখান থেকে করেছি। তবে যেখান থেকেই করেন না কেনও Q4wine setup না দিলে .exe চালাতে অনেক problem হয়।
    আমার কথায় কান না দিয়ে আপনি নিজে এক বার try করতে পারেন।

এখনও ইউন্ডোজেই আছি। তবে লিনাক্স টেষ্ট করে দেখেছি। তবে যত দিন ইউন্ডোজ ফ্রি পাওয়া যায় ততোদিনতো ব্যবহার করি। তারপর না হয়….

আমি ৬মাস লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহার করি। ৯০% লিনাক্স এ থাকি , বলতে গেলে আমি লিনাক্স এর প্রেমে পরে গিয়েছি। ভালই আছি no problem……

125MB Wine!!!!!!!!!!!

Level 0

kivabe Ubuntu te USB modem dia net connect korobo. Amar Orbit Modem. Help Korben Please????????

Level 0

ভাই আমি উবুন্টুর একদম নতুন ইউজার. কিন্তু আমি চাইছি আমার উবুন্টুতে গ্রামীণফোন এর মডেম ব্যবহার করতে। কিন্তু পারছি না। তাই নতুন কোন সফ্টওয়ার ও নামাতে পারছি না। প্লিজ কেউ কি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। গ্রামীণফোন এর ভিতরের একটি ফাইল এ install.sh ডাবল ক্লিক করেছি , কিন্তু কোন কাজ হয় না। এটা কোডিং হিসেবে ওপেন হয়ে যায়। প্লিজ হেল্প মি।