প্রথমেই বলে রাখি আমি Ubuntu 11.04 use করি, তাই বানানে ভুল হতে পারে
কথা কম কাজ বেশি । তাই কাজের কথায় আশি------
Ubuntuতে themes install করার ২-টা নিয়ম আছে।
৪
Home Folder open করি।
press Ctrl+H.
".themes" folder টা খুজে বের করে open করি।
এবার য়ে themeটা setup দিতে চান সেটা একটা folder create করে টা ভিতরে extract করি।
তাহলে themeটা install হবে।
লিনাক্স নিয়ে আমাদের বেশি বেশি লেখা উচিৎ কেননা যখন লিনাক্স চর্চা শুরু হবে তখন এর বেশি প্রচার এবং এর সুন্দর্য্য সবায় জানতে পারবে এবং সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। এই নিয়ম শুধু মাত্র উবুন্টুতে নয় লিনাক্স মিন্ট, জোরিন ইত্যাদি উবুন্টু বেইজড লিনাক্স ডিস্টো গুলোর ক্ষেতেও প্রযোজ্য।
আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে
লিনাক্স নিয়ে আমাদের বেশি বেশি লেখা উচিৎ কেননা যখন লিনাক্স চর্চা শুরু হবে তখন এর বেশি প্রচার এবং এর সুন্দর্য্য সবায় জানতে পারবে এবং সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই নিয়ম শুধু মাত্র উবুন্টুতে নয় লিনাক্স মিন্ট, জোরিন ইত্যাদি উবুন্টু বেইজড লিনাক্স ডিস্টো গুলোর ক্ষেতেও প্রযোজ্য। এটি উল্লেখ করলে আমার মনে হয় আরও অনেক ব্যক্তি উপকৃত হবে। আবারও ধন্যবাদ।