Ubuntu তে theme install করার পদ্ধতি

প্রথমেই বলে রাখি আমি Ubuntu 11.04 use করি, তাই বানানে ভুল হতে পারে

কথা কম কাজ বেশি । তাই কাজের কথায় আশি------

Ubuntuতে themes install করার ২-টা নিয়ম আছে।

প্রথম নিয়ম

  • ১। Desktop এর ফাকা জায়গায় right click করে change desktop background এ click করি।
  • ২। Install এ click করি।

  • ৩. Select Themes & click open

২য় নিয়ম

Home Folder open করি।

press Ctrl+H.

".themes" folder টা খুজে বের করে open করি।

এবার য়ে themeটা setup দিতে চান সেটা একটা folder create করে টা ভিতরে extract করি।

তাহলে themeটা install হবে।

লিনাক্স নিয়ে আমাদের বেশি বেশি লেখা উচিৎ কেননা যখন লিনাক্স চর্চা শুরু হবে তখন এর বেশি প্রচার এবং এর সুন্দর্য্য সবায় জানতে পারবে এবং সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। এই নিয়ম শুধু মাত্র উবুন্টুতে নয় লিনাক্স মিন্ট, জোরিন ইত্যাদি উবুন্টু বেইজড লিনাক্স ডিস্টো গুলোর ক্ষেতেও প্রযোজ্য।

Level New

আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লিনাক্স নিয়ে আমাদের বেশি বেশি লেখা উচিৎ কেননা যখন লিনাক্স চর্চা শুরু হবে তখন এর বেশি প্রচার এবং এর সুন্দর্য্য সবায় জানতে পারবে এবং সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই নিয়ম শুধু মাত্র উবুন্টুতে নয় লিনাক্স মিন্ট, জোরিন ইত্যাদি উবুন্টু বেইজড লিনাক্স ডিস্টো গুলোর ক্ষেতেও প্রযোজ্য। এটি উল্লেখ করলে আমার মনে হয় আরও অনেক ব্যক্তি উপকৃত হবে। আবারও ধন্যবাদ।

    Level New

    Thanks. উল্লেখ করে দিলাম।

ধন্যবাদ 🙂

Level 2

thaNKS a lotttttttttttttttttttt

Ubuntu cd চাই।

    Level New

    আপনি http://www.ubuntu.com/ এই site থেকে free Ubuntu download করতে পারবেন।
    আর আপনি যদি দিনাজপুর এ থাকেন তা হলে আমার সাথে দেখা করতে পারেন। আমার মোবাইল নাম্বারঃ ০১৯১৫৮৫৭৬১০ / ০১৭৪৪৩২৫১০৩

    @আব্দুর রব: রব ভাই, একটু ধৈর্য ধরেন। পাঠানোর কথা ভুলি নাই — খালি টাইম পাচ্ছি না।

    @আব্দুর রব: মিন্টেও কিন্তু একই নিয়ম – কারণ উবুন্টুকে একটু মডিফাই করে মিন্ট বানানো হয়েছে। উবুন্টুতে মাল্টিমিডিয়া কোডেক ডাউনলোড করে নিতে হয়, নাহলে বেশিরভাগে গান, মুভি চলবে না।

থিম ফাইলটা যদি আপনার ইতিমধ্যেই সংগ্রহে থাকে তাহলে শুধু আপনার প্রথম ছবির মত থিম উইন্ডো খুলে তারপর থিম ফাইলটাকে মাউস দিয়ে ধরে টেনে এনে এর ভেতরে ছেড়ে দিন।

ব্যাস কাজ শেষ 🙂

    @শামীম: আলাদা কিছু রিপো আছে যেটা অ্যাপগেটে অ্যাড করে নিলে চমৎকার কিছু থিম পাওয়া যায়। উইন্ডোজ ইউজার ছিলাম, বুঝেনই তো, কাস্টোমাইজ ছাড়া ভাল্লাগেনা 😀

🙁 ata ki nholo am ar 2 ta post koi gelo ami leksi kintu tectuns e prokas hoe nai r ai deken sobar bangla r amarta english plz atar

theme kothay pabo (website chai jekhan theke theme windows e namiye abar ubuntu te giye install kora jabe)?
ar ki dekhe bujbo j ata theme file (extension). ami onk chesta koreo akhn o ekta theme o install korte pari nai.
ami notun linux user & ami ubuntu 11.04 chalai.
windows theke download kore kivabe theme ta ubuntu te install korbo janale upolar hoto…….

    Level New

    “.tar.gz” Ubuntu এর theme file extension.
    Google a search দেন।
    আপনি যেখান থেকেই download কেন এই নিযমেই setup দিতে হবে।

আপনি ইউনিটি দিয়া কাজ করেন কিভাবে? :O :O :O আমার তো জান পানি হয়ে যায়, জিনোম ছাড়া ভাল্লাগেনা

Level 0

আমি উইন্ডোজ এর মত স্টার্ট মেনু চাই কোন থিম ইন্সটল দিলে এটা পবো এবং এর অফলাইন ডাউনলোড লিংক দিলে খুসি হতাম কিভাবে ইন্সটল দিবো সেটাও বলে দিয়েন আমি উবুন্টু ১২।১ ইউজ করি । আমি নতুন ইউজার