উবুন্টুর দিকে কিভাবে মানুষকে ডাকবেন? কেন ডাকবেন?

উবুন্টু লিনাক্সের ব্যাপ্তি এসময়ে ছড়িয়ে পড়ছে নানা দিকে। আজ হোক কাল হোক, একসময় সবাই আশা করছি একবার হলেও উবুন্টুতে একবার এসে ঘুরে যাবেন। এর মধ্যে যারা উবুন্টুকে বুঝতে পারবেন, এর সামর্থ্য, ব্যাপ্তি, সম্ভাবনা সম্পর্কে বুঝে উবুন্টুকে নিয়েই থেকে যাবেন, তাদের জন্য রইল শুভকামনা। আর যারা এখনো রত্ন চিনতে ভুল করছেন, তাদের জন্য করুনা।

আমার আজকের এই লেখা হল উবুন্টুকে কিভাবে মানুষের কাছে গ্রহনযোগ্য করে তুলবেন তা নিয়ে। এজন্য আপনার ন্যুনতম যে জ্ঞান থাকা উচিত তা হলঃ

১. উবুন্টু কি? উবুন্তুর লক্ষ্য ও উদ্দেশ্য জানা।

২. উবুন্টু ব্যবহার করা, একবার হলেও।

৩. উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করা সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখা।

৪. উবুন্টুর সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমের(বিশেষ করে উইন্ডোজ) পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে জানা থাকা।

৫. উবুন্টুকে ভালবেসে এর প্রচার করা।

উবুন্টুর প্রচার কেন করবেন?

  • -প্রথমত দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। উবুন্টু ব্যবহার করতে গেলে নানা সময়ে নানান সমস্যায় পড়বেন। সেগুলো সমাধানের জন্য বার বার ক্যানোনিক্যালকে চিঠি পাঠিয়ে কাজ নেই। বরং চেয়ে দেখুন আপনার চারপাশেই কত মানুষ লিনাক্স ব্যবহার করছে। তারা কোন না কোন সময় একই অসুবিধায় পড়তে পারে। সেই সমস্যা কি করে সে কাটিয়ে উঠেছে তাই জেনে নিলে এক তুড়িতে সমস্যার সমাধান। এর মানে যত ব্যবহারকারী বাড়বে ততই লিনাক্স সহজ হয়ে যাবে আমাদের সামনে।
  • -দ্বিতীয়ত, উবুন্টুর মটো জানেন? “Humanity to others”.  উবুন্টু শুধু একটি অপারেটিং সিস্টেমই নয়, একটি প্যাশন। একটি আদর্শ। সারা দুনিয়ার মানুষ, বিভিন্ন দেশ, ধনী-গরীব, টেকি-নন টেকি সব ধরনের মানুষ একই অপারেটিং সিস্টেম ব্যবহার করছে, তাও যা নাকি ফ্রি অর্থাৎ যাতে সবার প্রবেশাধিকার আছে। গরীব বলে কেউ অপারেটিং সিস্টেম কিনে ব্যবহার করতে পারবে না এমন হবে না। সবারই সমান সুযোগ। সবাই সবাইকে হেল্প করতে পারে, সবাই পারে প্রোগ্রাম করতে অন্যকে ব্যবহারের সুযোগ করে দিতে। বিশ্বভাতৃত্বের এমন দৃষ্টান্ত আর কয়টা সেক্টরে হয়?

কিভাবে উবুন্টুর দিকে ডাকবেন?

  • -কাউকে চেপে ধরে লিনাক্সে আনবেন না। দরকার নেই। আপনি আমি না থাকলেও লিনাক্সের অগ্রযাত্রা থেমে থাকবে না।
  • -লিনাক্সের শুধু সৌন্দর্য নয়, কদর্য কিছু থাকলে তাও তুলে ধরুন। যে লিনাক্সে আসবে, আসব জেনেই আসতে দিন। নইলে শেষে বদনাম ছড়াবে।
  • -জানিয়ে দিন লিনাক্সে উইন্ডোজের অনেক সফটওয়্যার চালানো যাবে না। তার পর যখন প্রশ্ন করবে, “কিছুই চালানো যাবে না?” তখন বলুনঃ
  • স্কাইপ, ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ভিএলসি প্লেয়ার, জে-ডাউনলোডার, লাস্টপাস, পিকাসা, ড্রপবক্স, কোড-ব্লকস, অভ্র, ফাইল জিলা, টরেন্ট, গুগল আর্থ, টিম ভিউয়ার, অ্যাডোব রিডার, 7 জিপ সহ সব ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার চলবে।
  • জানিয়ে দিন বর্তমানে উইন্ডোজের প্রায় সব সফটওয়ারের লিনাক্স ভার্সন আছে।
  • -জানিয়ে দিতে ভুলবেন না যে লিনাক্স ব্যবহার করলে কোনোদিন ক্র্যাক-কিজেন-সিরিয়াল খুঁজে জান কাবার করা লাগবে না। লিনাক্সের সবকিছুই ঝামেলামুক্ত করার প্রতিশ্রুতি দেয় আপনাকে। ফলে কিজেন খুঁজতে গিয়ে আপনাকে পড়তে হবে না ভাইরাসের পাল্লায়। এছাড়া উইন্ডোজের কোনো ভাইরাসই লিনাক্সে প্রভাব ফেলে না। ভাইরাসযুক্ত একটি পেন ড্রাইভ দিয়ে অবলীলায় কাজ করে যেতে পারবেন কোন সমস্যা ছাড়াই। বরং দেখবেন অন্য উইন্ডোজ ব্যবহারকারি তার পেন ড্রাইভ ফরম্যাট করে দেবার জন্য আপনাকে ডাকছে।
  • -লিনাক্সে আছে সফটওয়ারের এক বিশাল ভান্ডার। এগুলো এক এক করে নানান ওয়েব সাইট থেকে খুঁজে বের করতে হবে না। সফটওয়্যার সেন্টারে গিয়ে কি টাইপের সফটওয়্যার চান লিখে সার্চ দিলেই সফট হাজির হয়ে যাবে। তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • -কিছু আগ্রহোদ্দীপক কথা হচ্ছেঃ লিনাক্সে কোন মাদারবোর্ড ড্রাইভার, সাউন্ড ড্রাইভার ইন্সটল দেয়া লাগে না। বিল্ট ইন এজিপি হলে এজিপি ড্রাইভারও লাগে না। এছাড়া লিনাক্স ইন্সটল করতে মাত্র ১০ মিনিটের মত লাগে। সাথে সাথেই এটি দরকারি কাজের জন্য তৈরি। বসে বসে পিডিএফ রিডার, অফিস ইন্সটল করা লাগবেনা। মিডিয়া প্লেয়ার দেয়াই আছে(ভিএলসি+মিডিয়া রেস্ট্রিক্টেড কোডেক-লিনাক্স মিন্ট ডিভিডি) আপনি প্লে দিলেই বাজা শুরু হবে। ক্লিক করলেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুলবে, পিডিএফ পড়তে পারবেন বসে বসে।
  • -আর এই সবকিছুই করতে পারবেন লিনাক্স পিসির হার্ডডিস্কে ইন্সটল না করেই লাইভ সিডি(লিনাক্সের সব সিডিই লাইভ), লাইভ পেন্ড্রাইভ ব্যবহার করে

Free Image Hosting at www.ImageShack.us

---Happy linuxing

02-Jul-11

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সেই কারনেই উবুন্টু যেতে যেতে থেমে যাচ্ছি কারন আমি অনেক কিছু বুঝতে পারছি না। তবে আমার পিসিতে সবগুলোই সেটআপ দেয়া আছে [জানালা এক্সপি+সেভেন+উবুন্টু]

    আমিনুল ভাই আপনি অনেক ধরনের কার করেন। আপনার যেটায় সুবিধা সেটাতেই যাওয়া উচিত।

ইনস্টল না দিয়েই লাইভ পেনড্রাইভ ব্যাপারটা বুঝলাম না। বুটেবল সিডিটা শুধু পেনড্রাইভে কপি করলে পেনড্রাইভ থেকেই ইনস্টল করা যাবে না'কি অটোরান করা যাবে……

    না এভাবে না। লাইভ পেন ড্রাইভ করার জন্য ISO file টা লাগবে। আর লাগবে Universal-USB-Installer সফটওয়্যারটি। এর পর তো বুঝতেই পারছেন

ধন্যবাদ লিনাক্স গুনকির্তন করার জন্য। আমি যদি ওরাকল সেটআপ দেই তা কি সাপোর্ট করবে? বা ওরাকল বেইজ কোন সফটোয়ার?

    ওরাকলের কাহিনী আমি জানি না। কেউ পারলে জানায়ে দিবেন।

    ওরাকল চালাতে হলে শুনেছি অন্তত ৮ গিগা র‍্যাম লাগবে। এখন না চললে তো আর এই কথা শুনতাম না।

    শামিম ভাই আমি টো ১ GB তেই oracle ইনস্টল করেছি | কোন সমস্যা করছে না তবে ২ GB হলে ভালো |
    আমি আপনাকে এই কমেন্ট উবুন্টু থেকেই করছি | Happy Linaxing

    Level 0

    ওরাকল চালাতে কওমপক্ষে 512 MB র্যাম ও ১ জিবি সোয়াপের দরকার। তাছাড়া প্রায় ১ জিবি জায়গা লাগে যদি Express Edition ইন্সটল করতে চান। Enterprise Edition এর জন্য আরো বেশি জায়গা লাগতে পারে। ওরাকল অফিসিয়ালি রেড-হ্যাট, ওরাকল-সোলারিস ও ওরাকল লিনাক্স সাপোর্ট করে। তবে অন্য লিনাক্স ডিস্ট্রোগুলোতেও চালানো যায়। লিনাক্স বিভাগে Oracle 10g XE ইনস্টল করার উপায় দেওয়া আছে।

লিনাক্সে কোন মাদারবোর্ড ড্রাইভার, সাউন্ড ড্রাইভার ইন্সটল দেয়া লাগে না।

এটা ঠিক। তবে সবক্ষেত্রে নয়। আমার কয়েক বন্ধুকে মিন্ট দিয়েছি, তাদের অডিও পাচ্ছে, কিন্তু গিগাবাইট মাদারবোর্ড এ অডিও ডিভাইস পাচ্ছেনা। শেষে হয়ত AC3 প্লাগইন টাইপ কিছু ইন্সটল দিতে হবে।

এটা যুক্তকরতে পারেন যে – যাদের ভালো ভিডিও কার্ড আছে মানে ভালো পারফরমেন্স দেয় তারা লিনাক্স ইন্সটল দেওয়া মাত্র ইন্টারনেট কানেকটেড থাকলে প্রোপাইটরি ড্রাইভার ইন্সটল করার সুযোগ দিবে। যেমন এটিআই ক্যাটালিস্ট সেন্টার পাওয়া যাবে যেটা দিয়ে হাই কোয়ালিটির গেম সহ ভিডিও রেন্ডারিং এর কাজ করা যাবে।

ভালো টিউন, চালিয়ে যান। পারলে পরিচিত সফটওয়্যার এর লিনাক্সে ইন্টারফেস এর স্ক্রীনশট দিয়েন, মানুষ আরো আগ্রহী হবে 🙂

    Thanks.
    POINT TO BE NOTED:
    <code>যাদের ভালো ভিডিও কার্ড আছে মানে ভালো পারফরমেন্স দেয় তারা লিনাক্স ইন্সটল দেওয়া মাত্র ইন্টারনেট কানেকটেড থাকলে প্রোপাইটরি ড্রাইভার ইন্সটল করার সুযোগ দিবে। যেমন এটিআই ক্যাটালিস্ট সেন্টার পাওয়া যাবে যেটা দিয়ে হাই কোয়ালিটির গেম সহ ভিডিও রেন্ডারিং এর কাজ করা যাবে।</code>

উবুন্টুর চেয়ে আমার কাছে মিন্টুকেই ভাল লাগে।লিনাক্স ইন্সটলেশান থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে একটা সিরিজ টিউন শুরু করুন না।আমি মোটামুটি এক্সপার্ট হলে একটা ট্রাই করতাম কিন্তু নতুন ইউজার তাই অনেকের প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো না।

@ নাইমঃ একেবারে নতুন রা আদনান ভাই এর এই লিঙ্ক থেকে উপকার পাবেন। http://adnan.quaium.com/ubuntu
@ হিমায়িতঃ আপনার ফটোটা অসাধারণ!

amar linux mint 10 diyesilam, sound ase na. Motherboard- Gigabyte G41 D3. Koto chala chali korlam, koto lok koto poramorso dilo, kno kaj hoi nai. Baddho hoye 7 e.

    আমারও G41 মাদারবোর্ড। আমার এ সমস্যা হয় নাই। তবে ৭ এ আমার ২দিন পর পর সাউন্ড নষ্ট হইছে

    গিগাবাইট মাদারবোর্ড এ সমস্যা দেখছি 🙁

    আমি gigabyte 945s অ ইনস্টল করেছি কিন্তু কোনো সমস্যা হয় নি | বরং windows ৭ এ sound সমস্যা করত |

ভাই আমি টেকটিউনে উবুন্টু এর অনেক প্রশংশা শুনে ইন্সটল করলাম। কিন্তু এখন পর্যন্ত কোন মজাই পেলাম না। জানালার মত আরামদায়ক নয়। ইন্সটল করে গান প্লে করতে গিয়া দেখি ৫০ মে. ডাউনলোড করতে হয়েছে। তারপর আমার মিডিয়া ফাইল চালাতে পেরেছি। যাই কিছু করতে যাই বিভিন্ন পেকেজ ডাউনলোড করতে বলে। আর সাইজ সে ত বিশাল। KM Player ডাউনলোড করতে গিয়া দেখি ৬০ মে. যা কি না জানালায় ১৪ মে.। ভাই উবুন্টু চালাইতে হলে হাই স্পীড ইন্টারনেট লাগবে। দেখি উবুন্টু নিয়া কতদুর জেতে পারি। তবে এটা বুজতে পারছি যে উবুন্টু চালানো সম্মানের কাজ হলেও সহজ কাজ নয়। আমার এখন একটা সমস্যা হইছে, আমার মিডিয়া ফাইল চালানর জন্য সব পেকেজ ডাউনলোড করার পর এখন কোন মিডিয়া ফাইল চলে না। মিডিয়া ফাইল ক্লিক করলে Open With আসে কিন্তু ঐ খানে মিডিয়া ফাইল চালানর কোন সফটওয়্যার আসে না। তাই এখন আমি উবুন্টু তে গান শুনতে পারছি না। একটু হেল্পান…………

    উবুন্টুর সিডি ৭০০ মেগা না হয়ে ২ গিগা হলে এই সমস্যাগুলো হত না। ৭০০ মেগার সিডিতে সব আটাতে পারে নাই – তাই এই বিড়ম্বনা। হিসেব করে দেখুন অপারেটিং সিস্টেমের সাথে আপনি অফিস সফটওয়্যার সহ আরো কতগুলো কাজের সফটওয়্যার পাচ্ছেন। আগের ভার্সনগুলোতে গেম দেয়া থাকতো, এখন নতুন প্রোগ্রামের জায়গা সংকুলান করতে সেগুলোও বাদ দেয়া হয়েছে। লিনাক্স মিন্টে কোডেক দেয়া হয় আগে থেকেই, এক সিডিতে জায়গা সংকুলান করতে তখন গেমগুলো বাদ দিতে হয়েছিল।

    আপনি এই ভাবে ডাউইনলোড না কোরে উবুন্টু offline restricted codec download করে নিন. এতে আপনের প্রয়োজনীয় সব কিছু থাকবে mp3 plugin সহ এবং সবচেয়ে ভালো কথা হলো আপনি এর পর উবুন্টু ইনস্টল করলে এই ফাইল গুলো আর download করতে হবে না | আর ভিডিও ফাইল চালানোর জন্য শুধু vlc player download করে নিলেই হবে. size ৩০ mb

    ফোর ডাইমেনশনের লিনাক্স শেখা অনেক বাকি, জাস্ট লিনাক্স মিন্ট ইন্সটল করেন। কিচ্ছু লাগবে না।

দিহান ভাই আমি অভ্র সেটয়াপ বলতে অভ্র scim ইন্সটল করাকে বুঝিয়েছি , কারন উবুন্টুর input method
switcher এ প্রথম অবস্থায় অভ্র scim থাকেনা , অভ্র scim ইন্সটল এর ফলে
আসে । আর আমি জানতে চেয়েছি এমন কোন পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা উবুন্টুতে অভ্র spell
checker ব্যাবহার করতে পারবো :p ।
আর ভাইয়া আমি লিনাক্সে একদম নতুন তাই ভাইয়া আমার কথায় কোন ভুল থাকে তাহলে please সুধরায়
দিবেন ।
আর উবুন্টু নিয়ে টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂 🙂 😉 😉 :mrgreen: :mrgreen:

    Level 0

    উবুন্টুতে অভ্রতে spell check করার কোনো ব্যবস্থা নেই।

    উবুন্টুতে অন্য বাংলা স্পেল চেকার আছে। দেব?

ভাই সম্ভব হলে ফটোসপ, ইলেষ্ট্রেটর, কোরেল এই তিনটা কাজ করা গেলে জানাবেন।

    নাহ করা যায় না। উবুন্টু যারা উবুন্টুতেই তাদের সব চাহিদা মেটাতে পারবেন, তাদের জন্য। জোরাজুরির কিছু নেই। ধন্যবাদ।

ভাইরাসের যন্ত্রনায় অস্থির আছি জানালা লক করতে চাই।

ভাই কি যে শান্তিতে ছিলাম যথন উবুন্টু চালাতাম…

Wimax modem ubuntu te chalanor upay hoy nai keno ekhono??? bhai keu kisu ekta koren pls.

    নাহ করা যায় না। উবুন্টু যারা উবুন্টুতেই তাদের সব চাহিদা মেটাতে পারবেন, তাদের জন্য। জোরাজুরির কিছু নেই। ধন্যবাদ।
    ওয়্যাইম্যাক্স এর বড় গিগাসেট মডেম সাপোর্ট করে। রাগ লাগে যখন কেউ কেউ না জেনে বলে ওয়্যাইম্যাক্স সাপোর্ট করে না।

আমি যে সমস্যার কারনে লিনাক্সে আসতে চাই না, তবে লিনাক্স ইনস্টল দিয়েছি। ফটোশপ, মাইক্রোসফট অফিস, ইলাস্ট্রেটর, নকিয়া পিসি সুইট, বিজয়, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ইপসন প্রিন্টার , ক্যানেন স্ক্যানার, উইন রার, এই সফটওয়ার গুলো আমার নিত্যপ্রয়োজনীয়। এছাড়াও আরও অনেক আছে। এ সব গুলো কিভাবে আমি লিনাক্সে ব্যবহার করতে পারি? যদি পারি কথা দিলাম লিনাক্স ছাড়ব না।
দয়া করে যদি পারেন এ ব্যপারে সাহায্য করবেন।

    লিনাক্সে কোন পিসি স্যুট লাগে না। এম্নিতেই কানেক্ট হয় নেটে। বিজয় হল একটা ফালতু সফটওয়্যার । IDM এর চে দ্বিগুন ভাল jDownloader বসে আছে। winrar লাগে না এম্নিতেই rar ওপেন হয়। ভাল কোম্পানির প্রিন্টার স্ক্যানার কোন ড্রাইভার লাগে না। MS office এর মত আছে Libre Office। ফটোশপের মত Gimp. তবে photoshop এর পরিবর্তে গিম্প ব্যবহার যোগ্য এমন না। পেইড বড় সফটওয়্যারএর সাথে এগুলোর তুলনা করা ঠিক না

Level 0

khub valo tune boss …

Level 0

i also use linux