Windows 7 এর বিকল্প ZORIN OS 5

উইন্ডোজ ব্যবহারকারি রা প্রায়েই বিরক্ত হন WINDOWS OS এর উপর। আমিও তাদের দলে। এই বিরক্তির তিন কারন-

  • ভাইরাস এর আক্রমন
  • বারবার ক্রাশ খাওয়া, ফলে বারবার সেটআপ মারা । [আমার একবার এক দিনেই ৬ বার উইন্ডোজ xp সেটআপ মারা লাগসিলো। :@ ]
  • ক্র্যাক ঠিকমত না হইলে আপডেট মারা যায় না। এমনেই উইন্ডোজ এর হাজারো বাগ , তারপর আবার আপডেট করতে না দিলে ত পুরাই মুড়ি।

    এছাড়া আরো কোন অভিযোগ থাকলে জানাইতে পারেন।

    এখন এই হুদাই প্রব্লেম এর সমাধান কি?

    অন্য OS ব্যবহার করা স্টার্ট দেন । । ।

    মাগার কোনটা?

    আর কোন os এর নাম জানেন ?

    না জানলে এই লিঙ্ক এ যাইতে পারেন - http://en.wikipedia.org/wiki/List_of_operating_systems

    থাক এতো নাম জানার দরকার নাই। লিনাক্স এর নাম জানেন তো ?  আমি জানি আপনি জানেন ।। টেক টিউনস এ ঢুকেন আর লিনাক্স এর নাম জানবেন না , এইটা কোন কথা ?
    না জানলে এই লিঙ্ক এ জায়া ১৪ গুষ্টির খবর জেনে নেন - http://en.wikipedia.org/wiki/Linux

    এর হাজারো সুফল শুনবেন যে এইটা open source,মাগনা, legal ইত্যাদি।

    ব্যাপার হইলো যে অনেকেই এত কিছু শুনিয়াও লিনাক্স এ জাইতে চায়ে না , তাহার ৩ টা কারন-

    • উইন্ডোজ এর অ্যাপ্লিকেশান চালান যায় না। বিকল্প সফট থাকলে হবে না। যেমন আমার OPEN OFFICE দিলে হবে না, আমার MS OFFICE ই লাগবে।
    • দেখতে সুন্দর না। [মিয়া আমি আমার পিসি দেখতে ভাবের হউয়াই লাগবে ]
    • User Friendly না। [কোনটা কেমনে চালাব না জানলে তো সমস্যা !]

      এইগুলার সমাধান কি?
      সমসসা যখন আছে, সমাধান ও আছে ।
      আর তাই খবর নিয়া আসছি নতুন লিনাক্স ডিস্ত্রো নিয়া। যার নাম Zorin OS 5.

      ইহা এমন এক OS যাহা user friendly, এবং উইন্ডোজ এর বিকল্প। চলেন কিছু ছবি দেখি-


      এর আরও বড় মজা যে এটি উইন্ডোজ এর অ্যাপ্লিকেশান চালাইতে পারে। পুরাই উসসাই... 😀

      এখন বলেন কেন আপনি লিনাক্স এ যাবেন না?

      রিভিউ দেখতে চান ? তাইলে এই ভিডিও দেখেন
      http://www.youtube.com/watch?v=AkuuX9dYfz

      আর ডাউনলোড মারেন এইখান থেকে -

      http://zorin-os.com/free.html

      ধন্যবাদ আপনাদেরকে আমার এই টিউন টা পড়ার জন্য।

      Level 0

      আমি faiyaz26। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

      আমি IT এর চরম ভক্ত। আমি NSU এ CSE তে পরি।and I LOVE PROGRAMMING>>>>...:)


      টিউনস


      আরও টিউনস


      টিউনারের আরও টিউনস


      টিউমেন্টস

      Level 0

      youtube দেখা যায় না কেন !!!

      আরে কি দিলেন এটা ? আমার তো পুরা মাথা নস্ট হইয়া গেলো ! এটাই তো এতোদিন ধরে খুজতেসি ! 😀

      পাঙ্খা পুরাই পাঙ্খা ! ! !

      আসলেই কাজের OS! কিন্তু কথা হল উবুন্টু ১১.০৪ এ কিভাবে উইন্ডোজ এর সফটওয়্যার ব্যবহার করব একটু বলবেন প্লিজ!

      এখনি ডাউনলোড দিতেছি তবে প্রব্লেম হল ইন্সটল নিয়ে কি ভাবে কি করব টা যদি না জানি তাহলে ত মুশকিল যদি পারেন ইন্সটল করার কিছু স্ক্রীন শট দিবেন ।

        দেখি ডালো করব।

        দেখি ডালো করে।

        Wait korchhi details Screen shot er jonye.
        Please Do it ASAP.
        Thanks for the tune.

        Level 0

        ভাই আমার ইন্সটল করার ব্যাপার টা অন্য রকম ছিল , যা একটু কঠিন। সহজ পদ্ধতি হচ্ছে ISO টাকে ডিভিডি তে write করেন , তারপর পিসি তে বুট করেন । এর পর নিজেই বুঝতে পারবেন আশা করি। 🙂

        পেন ড্রাইভ এ লিনাক্স আইএসও পাঠানোর সহজ বুদ্ধি https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/69388/

      Level 0

      """"বারবার ক্রাশ খাওয়া, ফলে বারবার সেটআপ মারা । [আমার একবার এক দিনেই ৬ বার উইন্ডোজ xp সেটআপ মারা লাগসিলো। :@ ]"""

      কেনো?
      জেনুইন উইন্ডোজ ব্যবহার করুন।এক সেটআপ দিলেই আর লাগেনা।

      সুন্দর টিউন।প্রিয় তে রাখলাম।

        Level 0

        আমার ভাই এত টাকা নাই। পাইরেটেড মাল চালাইতে হয় । । 🙁

      লিনাক্সে কোন সাহায্য,জিজ্জাসা বা জানার থাকলে http://forum.amaderprojukti.com/viewforum.php?f=42 ঘুরে আসতে পারেন

      ভাই এটায় কি kaspersky is 2012 চলবে।দয়া করে জানান।
      জস টিউন।আরো চাই।

        Level 0

        ভাই এটা তে Kaspersky এর দরকার ই নাই, চালায়া কি করবেন?

        ভাই লিনাক্সে কোন ভাইরাসের প্রব্লেম নাই, কিছু ছোট খাট ভাইরাস আছে, যা আপনার পিসির কোন ক্ষতি করার ক্ষমতা রাখেনা ! 😀

      ok ভাই CCleaner,Nokia PC Suite,Banglalion WiMAX CM,IDM কি চলবে

        Level 0

        বাংলা লায়ন এর সফটওয়্যার টা চলবে না মনে হয় 🙁

      লিনাক্স সম্পর্কে স্পষ্ট জানতে কিছু লিঙ্ক দিলাম। দেখতে পারেন।

      ১ = http://adnan.quaium.com/blog/category/banglablog/linux-n-opensource
      ২ = http://linuxmint-bd.org
      ৩ = http://forum.projanmo.com/forum55.html
      ৪ = http://forum.techbangla.net/index.php?showforum=79
      ৫ = http://184.106.228.207/viewtopic.php?f=42&t=5041&start=0#p42875
      আমার মতে সবচাইতে এ্যাকটিভ লিনাক্স ফোরাম হচ্ছে আপ্র বা আমাদের প্রযুক্তি। নীচের লিঙ্ক।
      ৬ = http://184-106-228-207.static.cloud-ips.com/viewforum.php?f=42&sid=db70f9dd093d627bdae64bafb0e965bb

      প্রয়োজন মতো গুগলে সার্চ দিয়ে দেখলেই পেয়ে যাবেন আরো অনেক লিঙ্ক। ভালো থাকবেন সবসময়। এবং, অবশ্যই ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করুন।

      i will try

      Vai dheke to valo laglo but windows er sob software dik moto run korte parbo to pls detail janale valo hoto……..thank for nice tune

        Level 0

        http://appdb.winehq.org/
        এই খানে দেখেন কোন কোন অ্যাপ্লিকেশান গুলা চালানো যায়

      ভাই আমার জানের জান।আমি কি windows এর সব latest game খেলতে পারব?যেমন crysis 2,hot pursuit, All Latest HD games….ভাই।আপনার হাতে পরি।দয়া করে জানান।আমি শুধু গেম খেলাr জন্য windows এ রয়েছি।জানান দয়া করে।নতুন সব গ্রাফিক্স এর গেম গুলা খেলতে পারব কিনা। plssss

        Level 0

        http://appdb.winehq.org/

        এই খানে যাইয়া দেখেন যে আপনার গেমস এর নাম আসে কিনা

      সুন্দর টিউন।

      vai nice tune but 256MB ram r celeron 2.00 Ghz…pc te ki chalano jabe….?

        Level 0

        Minimum Requirement-
        700 MHz x86 processor
        3GB of Hard Drive space
        376 MB of system memory (RAM)
        Graphics card capable of 640×480 resolution
        Sound card

      Level 0

      Vai Apne To Bollen Virus Er Kono Problem Nae But Ame Jodi Karor Pen Drive Use Kore Abong Tate Jodi Virus Thake Tahole ?…

        Level 0

        কোন ভাবেই ভাইরাস আক্রমন এর শিকার হবে না । ইনশাল্লাহ

      সব গেম খেলা যাবে ?

      সব কথার শেষ কথা এটাও লিনাক্স বেসড, জাস্ট উবুন্টুর মডিফাইড রুপ এবং এটাতেও আমার কিউবি মডেম চালানোর কোনও উপায় সম্ভবত নেই। টিউনের জন্য ধন্যবাদ।

        Level 0

        জি হা। তবে খুব শীঘ্রই QUBEE এর মোডেম সমস্যার সমাধান হবে আশা করি

        হু আমার পুংটা ভাই, নোকিয়া এন৮/৯ এর মিগো, ওইটার নোটবুক এডিশনও লিনাক্স বেজড, দেখতেও চমৎকার 😛

      Level 2

      ধুরু মিয়া
      # উইন্ডোজ এর অ্যাপ্লিকেশান চালান যায় না। বিকল্প সফট থাকলে হবে না। যেমন আমার OPEN OFFICE দিলে হবে না, আমার MS OFFICE ই লাগবে।
      # দেখতে সুন্দর না। [মিয়া আমি আমার পিসি দেখতে ভাবের হউয়াই লাগবে ]
      # User Friendly না। [কোনটা কেমনে চালাব না জানলে তো সমস্যা !]

      Read more: https://www.techtunes.io/linux/tune-id/78437/#ixzz1RFm6W176

      আমি লিনাক্স মিন্ট জুলিয়া চালাই। দেখতে সুন্দর….কি নাই? পুরা কাস্টমাইজেবল। আমি উইন্ডোজের অনেক ভাল ভাল সফটওয়ার চালাতে পারি। এম। এস অফিস চালাই আর আপ্নে এইটারেই বল্লেন চলেনা 🙁 দুক্ষ পাইলাম। ইউজার ফ্রেন্ডলি না কথাটা ১৫% সত্য। কম মানুষ এখনো ব্যবহার করে তাই প্রচারণা কম……………আসলে জোশ জিনিস

      Zorin টাও ভাল হবে মনে হচ্ছে. ভাল খবর দিলেন। ধন্যবাদ 🙂

        Level 0

        আরেহ মিয়া, আমি কইসি যে মাইনশে লিনাক্স এ যাইতে চায় না কেন !! এইডা !! আপনে কি বুঝলেন বুঝলাম না ভায়া!!

      অফ টপিক, লিনাক্সে(মিন্ট) অভ্র দিয়ে খণ্ড ত লিখে কিভাবে? যদি পারেন একটু হেল্পান।

      ভাল টিউন,
      ধন্যবাদ টিউনের জন্য।

      vai ami ubuntu 10.10 a asi,ai tai valo

      @ মহসিন। যেমন 'উৎপাত'? ৎ লিখতে হলে T লিখে দুইবার (`) চাপুন। 1 এর বাম পাশে ঢেউ এর মত কী।

      প্রীতিময় ভাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে এক রাশ

      "ৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ……………………"

      Level 0

      কিউবি মডেম চালানি না গেলে উইন্ডোজ বাদে দুনিয়ার কোন অপারেটিং সিস্টেমেই যাওয়া সম্ভব না

      Level 0

      কি সব আবোল তাবোল। Ubunto র মত CD পাওয়া যায় কিনা তাই বলেন। নেট এর যা Speed????????????????????????????????????????

        Level 0

        উবুনটু এখন আর মাগনা সিডি দেয় না। জরিন ও দেয় না। নেট থেকেই ডাউনলোড মারতে হবে

      ৩ দিন ধরে জিপি দিয়ে ডাউনলোড করলাম কিন্তু সেটআপ দিতে ভয় পাচ্ছি অন্য ড্রাইভ ফরমাট হয়ে যাবে না তো? প্লিজ টিউনার ভাই সেটআপ এর নিয়ম টা জানান অথবা আমার নাম্বার এ একটা মিসড কল দেন আমি সাথে সাথে ব্যক দেব

        Level 0

        না ভাই, অন্য ড্রাইভ ফরমাট হবে না। একটু খেয়াল করে ইনসটল দিলেই হবে

      Level 0

      http://www.youtube.com/watch?v=jefw39urklw
      http://zorin-os.webs.com/apps/wiki/installation
      এইখানে গিয়া দেখতে পারেন কিভাবে ইনসটল করতে হয়।

      আমি সময় পাইলে screenshot দিবো

      Level 2

      ভাই আমি zorin os কে লাইভ মোডে চালাইসিলাম। windows app গুলা চলে নাই। ata ki live mode er problem???? naki চলেএই না।। আমি ms office, idm, এবং flash ইন্সটল দিসিলাম…… হেল্প করলে অনেক উপকার হবে। আমি beginner.

      Niaz Mehedi

      Level 0

      ubuntu install dear por laptop-a auto lite dim hoye jay. but install complete. win7 thik ase. ata ki ubuntu'r graphics problem?? help me plzz???

      ডাউনলোড দিলাম দেখি কি হয়…………………….. ঝামেলা হইলে টিউনারের জরিমানা হইব………… হা হা হা

        ওহ আর একটা কথা এটি কি লানাক্সের মত কোডিং সিস্টেমের নাকি ?

      Level 0

      Like Ubuntu v11
      Not good at aLL.

      জরিনা, মানে Zorin এ ডিফল্টভাবে ক্রোম দেয়া। অফিসের পিসিতে ক্রোম দিয়ে বাংলা কিভাবে ঠিককরে সেটা জানিনা (আসলে এটাই আমার প্রথম ক্রোম ব্যবহার) তাই ফায়ারফক্স লাগায় নিলাম।

      আসলেই জোস জিনিষ। যদিও আমার আগের উবুন্টুকেও আমি এরকমই করে নিয়ে রেখেছিলাম — তবে সেইটা হল ১০.০৪। ইউনিটির কারণে ১১.০৪ নেই নাই; শুধু ১০.০৪-এই ওপেন অফিস ফেলে লিব্রে অফিস লাগিয়ে নিয়েছি। তবে জরিন-এ যেতেতু গ্নোম-২ তাই আরামে চালাইলাম। এখন আমার অফিসের পিসিতে দুইটা অপারেটিং সিস্টেম চলছে — উবুন্টু লুসিড, আর জরিন। (অবশ্য জরিন নিজেই উবুন্টুর ফর্ক)

      যারা গেম খেলতে চান, জরিনের মেনুতে wine অপশনে play on linux পাবেন। ওটাতে একটু গুতাগুতি করলেই জানতে পারবেন মনে হয়। আমি কখনো উইন্ডোজ গেম নিয়ে গুতাইনি, তাই বলতে পারি না। তাই বলে গেম খেলিনা এটা ঠিক না — sudoku, einstein, torcs আর simutrans খেলে অন্য কিছু খেলার টাইম পাই না। তবে সামনে battle for wesnoth খেলার ইচ্ছা আছে 😉

      একটা আরেকটার বিকল্প হতে পারে না। তবে এই জরিন ওএসটা উইন্ডোজ থেকে মাইগ্রেট করবে যারা তাঁদের সুবিধার কথা চিন্তা করে কাস্টমাইজ করা — এইটা একটা প্লাস পয়েন্ট।

      যোরিন ওএসটা ভালো লাগে নি। আমার পিসিতে বারবার ক্র্যাশ করে, এর চেয়ে উবুন্টু ন্যাটিই বেশি স্টেবল!

      Level 0

      এটা আমি ডাউনলোদ করে, DVD তে রাইট করেছি, কিন্তু কিছুতে এটা Install হয় না। Install from installer directory তে ক্লিক করলে অনেক ক্ষণ পর কি সব লেখা আসে বুজিনা। তবে আমি Linux mint, Redhat ও ubuntu install করা জায়।

      Level 0

      Zorin Os a zoom ultra install kora jabe ki?