বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারী জরিপ ২০১১ চলছে

উবুন্টু বাংলাদেশের মেইলিং লিস্টের একটা পোস্টের সূত্র ধরে এখন বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারী জরিপ চলছে। আপনি যদি কখনো কখনো, আংশিক বা পূর্ণ সময়ের জন্য লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে দয়া করে এই জরিপে অংশ নিন। আপনার পরিচিত কোন অফলাইন লিনাক্স ব্যবহারকারী থাকলে তাদের ডেটাও জেনে নিয়ে আপনি পূরণ করে দিতে পারেন। আশা করছি ৩১শে মে'র মধ্যেই সমস্ত ডেটা পেয়ে যাব।

উল্লেখ্য যে আপনার পার্সোনাল ডেটা (ফোন নং, ঠিকানা বা ইমেইল) কখনো বাইরে শেয়ার করা হবে না। এই ডেটা দিয়ে আমরা বাংলাদেশে লিনাক্স প্রসার সম্পর্কে সঠিক তথ্য জোগাড় করতে চাই, যা ভবিষ্যতে বিভিন্ন জেলায় লিনাক্স প্রসার এবং বিভিন্ন গেটটুগেদার বা ইভেন্ট আয়োজনের সময় আমাদেরকে গাইড করবে। এই ডেটা শুধু আমি আর শিপলু (ফ্রীল্যান্সার, প্রজন্ম ফোরামের মডু) দেখতে পারি, এছাড়া হয়তো ইভেন্ট আয়োজনের স্বার্থে উন্মাতাল তারুণ্য ভাইয়ের (উবুন্টু বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট) সাথে এটা শেয়ার করা হবে।

তবে তথ্য হওয়া চাই উন্মুক্ত, তাই পার্সোনাল ডেটা বাদে বর্তমান ডেটাবেস দেখতে এখানে ক্লিক করুন

জরিপের ফর্মটা নিচে এমবেড করতে চেয়েছিলাম, কিন্তু নিচ্ছে না। তাই এতে অংশ নিতে এখানে ক্লিক করুন। (২ থেকে ৫ মিনিট লাগতে পারে)। অন্যকে বলার জন্য সহজ লিঙ্ক হল http://bit.ly/lubd11 (lubd11 = Linux Users Bangladesh 2011)।

ধন্যবাদ।

অতিরিক্ত তথ্য:
এছাড়া আপনারা যথেষ্ট উৎসাহী হলে counter.li.org এ নিজেকে লিপিবদ্ধ করতে পারেন। এখানে সারা বিশ্বের লিনাক্স ব্যবহারকারী সম্পর্কে একটা পুরাতন ডেটাবেস আছে। দেখতে পারেন। এরা একটা ব্যাজ দেয়।

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

করেছি সচলায়তনে দেখার পরই 😀

    সেটা অবশ্য আমিও খেয়াল করেছিলাম। 🙂

😯 🙄 8) 😆

করে ফেললাম নিজের ডাটা এন্ট্রি।ফেবুতেও শেয়ার করলাম।

আমারটা অলরেডি করে ফেলছি

Level 0

আমিও রেজিষ্টেশন করলাম। ধন্যবাদ শামীম ভাই।

রেজিষ্টেশন করলাম | ধন্যবাদ এমন একটি উদ্দ্যেগ নেওয়ার জন্য ।

রেজিষ্টেশন করলাম | ধন্যবাদ এমন একটি উদ্দ্যেগ নেওয়ার জন্য

Level 0

খুব ভাল একটা সু- সংবাদ !!!!!!!!!!এখনই করে ফেললাম ডাটা এন্টি

Level 0

অফলাইন টিউনার, লিনাক্সের জন্যই শুরু করলাম টেকটিউন যাত্রা। ডাটা এন্ট্রি করে জমা দিলাম, সহযোগিতা ও দোয়াও চাই সকলের কাছে। ধন্যবাদ…

Level 0

লিনেক্স জানার আমার অনেক আগ্রহ, কিন্তু আমি বড় কিপটা কেথায় গিয়ে অতিরিক্ত সময় বা পয়সা কোনটাই ব্যায় করা আমার পক্ষে বর্তমানে সম্ভব নয়। এন্ড আমাকে একাধারে উইন্ডজ ও লিনেক্স এর সাথে ব্যবহার করতে হবে (নয়তো আমার কাজগুলো করবো কেথায়?)… তাই আমাদের মত নবাগতদের জন্য চেইন টিউনের আবেদন করছি। যেখানে প্রথমিক সিরিয়ালটা এরকম হলে ভাল হয়।
1. installation (to use with win in same pc)
2. how to run windows file (and soft if possible) (specially office files)
3. how to use usb modem (bcz we want to learn via internet)
তাহলে হয়তোবা নতুনরা সাহস করে এগোব, আর পুরোপরি যখন expert হয়ে যাবো তখন চোর থেকে ভদ্দর লোক হয়ে যাব।

I miss. How to add me in this Statistics

    @planetpoweron: আপনি লিনাক্স ব্যবহার করছেন জেনে ভাল লাগলো। এবছরের জরিপ বন্ধ হয়ে গিয়েছে। আগামী বছরের শুরুতে আবার জরিপ করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ খবর পেয়ে যাবেন।