উবুন্টু বাংলাদেশের মেইলিং লিস্টের একটা পোস্টের সূত্র ধরে এখন বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারী জরিপ চলছে। আপনি যদি কখনো কখনো, আংশিক বা পূর্ণ সময়ের জন্য লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে দয়া করে এই জরিপে অংশ নিন। আপনার পরিচিত কোন অফলাইন লিনাক্স ব্যবহারকারী থাকলে তাদের ডেটাও জেনে নিয়ে আপনি পূরণ করে দিতে পারেন। আশা করছি ৩১শে মে'র মধ্যেই সমস্ত ডেটা পেয়ে যাব।
উল্লেখ্য যে আপনার পার্সোনাল ডেটা (ফোন নং, ঠিকানা বা ইমেইল) কখনো বাইরে শেয়ার করা হবে না। এই ডেটা দিয়ে আমরা বাংলাদেশে লিনাক্স প্রসার সম্পর্কে সঠিক তথ্য জোগাড় করতে চাই, যা ভবিষ্যতে বিভিন্ন জেলায় লিনাক্স প্রসার এবং বিভিন্ন গেটটুগেদার বা ইভেন্ট আয়োজনের সময় আমাদেরকে গাইড করবে। এই ডেটা শুধু আমি আর শিপলু (ফ্রীল্যান্সার, প্রজন্ম ফোরামের মডু) দেখতে পারি, এছাড়া হয়তো ইভেন্ট আয়োজনের স্বার্থে উন্মাতাল তারুণ্য ভাইয়ের (উবুন্টু বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট) সাথে এটা শেয়ার করা হবে।
তবে তথ্য হওয়া চাই উন্মুক্ত, তাই পার্সোনাল ডেটা বাদে বর্তমান ডেটাবেস দেখতে এখানে ক্লিক করুন।
জরিপের ফর্মটা নিচে এমবেড করতে চেয়েছিলাম, কিন্তু নিচ্ছে না। তাই এতে অংশ নিতে এখানে ক্লিক করুন। (২ থেকে ৫ মিনিট লাগতে পারে)। অন্যকে বলার জন্য সহজ লিঙ্ক হল http://bit.ly/lubd11 (lubd11 = Linux Users Bangladesh 2011)।
ধন্যবাদ।
অতিরিক্ত তথ্য:
এছাড়া আপনারা যথেষ্ট উৎসাহী হলে counter.li.org এ নিজেকে লিপিবদ্ধ করতে পারেন। এখানে সারা বিশ্বের লিনাক্স ব্যবহারকারী সম্পর্কে একটা পুরাতন ডেটাবেস আছে। দেখতে পারেন। এরা একটা ব্যাজ দেয়।
আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D
করেছি সচলায়তনে দেখার পরই 😀