হ্যালো বন্ধুরা, আশাকরি আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আপনাদের ভালো থাকা এবং আপনাদের জ্ঞানকে আরেকটু বাড়িয়ে তুলার জন্য আজকে আমি একটি টিউন নিয়ে হাজির হয়েছি। আজকের টিউনএ আমি আলোচনা করবো লিনাক্স নিয়ে জানা আমাদের ভুল গুলো নিয়ে। আশাকরি পুরো টিউনটি মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
লিনাক্স - এই শব্দটার সাথে আমরা হয়তো সবাই পরিচিত। কিন্তু অনেকের কাছেই এটি একটি রহস্যময় বিষয়। আবার অনেকেই লিনাক্স সম্পর্কে অনেক ভুল ধারণা মাথায় নিয়ে ঘুরে। আজকের এই টিউনএ আমি জনপ্রিয় পাঁচটি ভুল ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করবো।
১. আমরা প্রায় সবাই মনে করি লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। বিষয়টা আসলে ভুল। আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিকও। বিষয়টা আমি একটু ভেঙে বলি, টেকনিক্যালি চিন্তা করলে লিনাক্স একটি kernel। এটি কিন্তু একটি অপারেটিং সিস্টেম না। কারণ ১৯৯১ সালে Linus যখন লিনাক্স তৈরী করে তখন এটি ছিল একটি কার্নেল। কার্নেল হচ্ছে একটি অপারেটিং সিস্টেমএর মূল অংশ। সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর মধ্যে যে সম্পর্ক তৈরী করে সেটি হচ্ছে কার্নেল। কার্নেলকে আপনি ব্রিজও বলতে পারেন।
Linus যখন লিনাক্স কার্নেল তৈরী করে তার অনেক দিন আগে থেকেই GNU Project নামএ আরেকটি কোম্পানি একটি ওপেনসোর্স অপারেটিং সিস্টেম তৈরী করার চেষ্টা করতেছিলো। কিন্তু তাদের কাছে ভালো কোনো কার্নেল ছিল না। তাই তারা লিনাক্স কার্নেল তাকে তাদের অপারেটিং সিস্টেমএ ব্যবহার করে। তখন একটি নতুন অপারেটিং সিস্টেম তৈরী হয় তার নাম GNU / Linux। লিনাক্সকে আমরা যদি একটি অপারেটিং সিস্টেম বলি তাহলে তার সঠিক নাম হবে GNU / Linux। কারণ লিনাক্স হচ্ছে GNU অপারেটিং সিস্টেমের একটি কার্নেল। জনপ্রিয়তার ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম বলা হয়। আপনারা যদি গুগলএ লিনাক্স লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন লিনাক্সের নিচে লেখা থাকে অপারেটিং সিস্টেম।
এখন আমরা যদি এটাকে লিনাক্স অপারেটিং সিস্টেম বলি তাহলে সম্পূর্ণ ভুল হবে না। লিনাক্স অপারেটিং সিস্টেম বলতে আমরা লিনাক্স কার্নেল বেসড GNU অপারেটিং সিস্টেমকে বুঝাই। এখানে আরেকটা কথা রয়েছে বর্তমানে সবগুলো লিনাক্স কিন্তু GNU না। তাই লিনাক্সকে অপারেটিং সিস্টেম বললেও ভুল হবে না এবং কার্নেল বললেও ভুল হবে না।
২. লিনাক্স নিয়ে আমাদের দ্বিতীয় ভুল ধারণাটি হচ্ছে, আমরা মনে করি লিনাক্স হচ্ছে একটি কঠিন অপারেটিং সিস্টেম, যা সাধারণ মানুষেরা ব্যবহার করতে পারবে না। এটা ববেহার করতে হলে টার্মিনাল জানতে হবে, কোডিং জানতে হবে।
বিষয়টা আসলে ভুল। বর্তমানে লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন রয়েছে যেগুলো অনেকটা উইন্ডোজ এর মতো।
গ্রাফিকাল ইন্টারফেস রয়েছে, ড্র্যাগ এন্ড ড্রপ করে সব কিছু করা যায়। এবং পুরোপুরি উইন্ডোজএর মতো। লিনাক্স ডিস্ট্রিবিউশন এর মধ্যে রয়েছে Ubuntu Mint POP OS। এগুলো কিন্তু সাধারণ মানুষেরাও ব্যবহার করতে পারবে।
৩. লিনাক্স সম্পর্কে আমাদের তৃতীয়ও যে ভুল ধারণাটি রয়েছে সেটি হচ্ছে লিনাক্সে কোনো ভাইরাস নেই। বিষয়টা আসলে ভুল, হ্যা আমরা যদি ২০০০ সালের কথা বলি তখন লিনাক্সএ তেমন একটা ভাইরাস ছিল না। কারণ তখন লিনাক্স এতটা জনপ্রিয় ছিল না। কিন্তু এখন লিনাক্সের জনপ্রিয়তা এতটা ছড়িয়ে গিয়েছে যে অনেক কোম্পানি রয়েছে যারা শুধু লিনাক্স ব্যবহার করে। সার্ভারে লিনাক্স ব্যবহার করা হয়। যার কারণে হ্যাকারদের নজর এখন লিনাক্সের দিকে চলে এসেছে। হ্যাকাররা কিন্তু এখন লিনাক্সের জন্যও ভাইরাস তৈরী করে থাকে।
৪. লিনাক্স সম্পর্কে আমাদের চতুর্থ ভুল ধারণাটি হচ্ছে আমরা মনে করি লিনাক্সে পর্যাপ্ত পরিমান সফটওয়্যার নেয়। এটি একটি ভুল ধারণা। আমরা উইন্ডোজ কিংবা ম্যাক এ যে যে সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকি তার প্রায় সব গুলো সফটওয়্যারই লিনাক্স ভার্সন রয়েছে। আর যে সফটওয়্যার গুলোর লিনাক্স ভার্সন নেই তার বিপরীতে অন্য সফটওয়্যার রয়েছে।
৫. আজকের লিস্টের শেষ ভুল ধারণাটি হচ্ছে লিনাক্সে গেম খেলা যায় না। এটি একটি ভুল ধারণা, কারণ বর্তমানে লিনাক্সেও গেম খেলা যায়। কিছু আগেও হার্ডওয়্যার সাপোর্টএর অনেক সমস্যা ছিল, যে কারণে বড় ধরনের গেম গুলো লিনাক্সে রান হতো না। এখন হার্ডওয়্যার কোম্পানি গুলো আস্তে আস্তে লিনাক্সে সাপোর্ট বাড়াচ্ছে। যার কারনে আস্তে আস্তে লিনাক্সেও গেম গুলো সাপোর্ট করতেছে।
আজকের টিউন এই পর্যন্ত আশাকরি বিষয় গুলো আপনাদের কাজে আসবে।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
লিস্ট বেইসড টিউনে ফরমেটিং সঠিক হয়নি।
লিস্ট বেইসড টিউনে লিস্টের
খেয়াল রাখুন
১. টিউনে H2, H3 বা H4 সহ যে কোন হেডিং কখনও বোল্ড করা যায় না ও লিংক করা যায় না।
২. লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয়।
লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর বাংলা নিচের ফরমেটে থাকতে হয়।
১. আইটেম ১
২. আইটেম ২
এখানে প্রথমে বাংলা ক্রমিক নম্বর, তারপর একটি ডট, ডটের পর স্পেস তারপর আইটেমের নাম।
লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতি আইটেমে হুবহু এই ফরমেটে ক্রমিক নম্বর থাকতে হয়।
উদারহরণ সরূপ টিউন ১ ও টিউন ২ লক্ষ করুন।
এখানে লিস্ট বেইড টিউনে লিস্টের
করণীয়:
গাইডলাইন অনুযায়ী সংশোধন করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।