লিনাক্সে পোর্টেবল এপ্লিকেশন লিনাক্সপ্রেমীদের অনেকদিনের চাওয়া । ইউনিভার্সিটির ল্যাবে লিনাক্স (উবুন্টু) অপারেটিং সিস্টেম পিসি থাকায় আমার প্রায়ই একটা সমস্যা হত। কোনো মিডিয়া ফাইল ডাউনলোড করার পরে তা প্লে করা যেত না কোডেক ইন্সটল করা না থাকার কারনে। আবার ইচ্ছা করলেও কোডেক ইন্সটল করে নেয়া যেত না, কেননা ছাত্রদের এডমিনিস্ট্রেটর একাউন্টে থেকে নেট একসেস করার সুবিধা নেই। তখন ডাউনলোড করা গান বা ভিডিও চালিয়েও দেখতে পারতাম না যে আসল ফাইল ডাউনলোড হয়েছে কি না। এছাড়াও, আরেকটি সমস্যা ছিল। সেটি হল এডমিন একাউন্ট না হওয়ায় পছন্দসই সফটওয়্যার ইন্সটল করতে পারতাম না।
খুঁজতে লাগলাম সমাধানের আশায়। তখন গুগলিং করে পেয়ে গেলাম এই সাইটটি। নিজেকে অনেক বোকা বোকা মনে হল। এতদিন ধরে এই সাইট লিনাক্সের পোর্টেবল সফটওয়্যার দিয়ে আসছে আর আমি এর কিছুই জানি না। তক্ষুনি ডাউনলোড করে নিলাম ভি.এল.সি প্লেয়ারটা। সিঙ্গেল এক্সিকিটেবল ফাইল, পেন ড্রাইভে নিলাম, ইন্সটল করার ঝামেলা থেকে মুক্ত থেকে সবগুলো মিডিয়া ফাইল ভিএলসি দিয়ে চালিয়ে চেক করে নিলাম। ভিএলসির সুবিধাটা হচ্ছে এতে আলাদা কোনো মিডিয়া কোডেক ডাউনলোড করা লাগে না। আর এই পোর্টেবল ভার্সন গুলোতে সব ডিপেন্ডেন্সি ফাইল এমবেড করে দেয়াই আছে, তাই একদম ঝামেলা মুক্ত (ধন্যবাদ এগুলোর পাবলিশারকে)।
কিভাবে ডাউনলোড করতে হয়?
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
অনেক উপকার করলেন ভাই। 🙂