সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন

লিনাক্সে পোর্টেবল এপ্লিকেশন লিনাক্সপ্রেমীদের অনেকদিনের চাওয়া । ইউনিভার্সিটির ল্যাবে লিনাক্স (উবুন্টু) অপারেটিং সিস্টেম পিসি থাকায় আমার প্রায়ই একটা সমস্যা হত। কোনো মিডিয়া ফাইল ডাউনলোড করার পরে তা প্লে করা যেত না কোডেক ইন্সটল করা না থাকার কারনে। আবার ইচ্ছা করলেও কোডেক ইন্সটল করে নেয়া যেত না, কেননা ছাত্রদের এডমিনিস্ট্রেটর একাউন্টে থেকে নেট একসেস করার সুবিধা নেই। তখন ডাউনলোড করা গান বা ভিডিও চালিয়েও দেখতে পারতাম না যে আসল ফাইল ডাউনলোড হয়েছে কি না। এছাড়াও, আরেকটি সমস্যা ছিল। সেটি হল এডমিন একাউন্ট না হওয়ায় পছন্দসই সফটওয়্যার ইন্সটল করতে পারতাম না।

খুঁজতে লাগলাম সমাধানের আশায়। তখন গুগলিং করে পেয়ে গেলাম এই সাইটটি। নিজেকে অনেক বোকা বোকা মনে হল। এতদিন ধরে এই সাইট লিনাক্সের পোর্টেবল সফটওয়্যার দিয়ে আসছে আর আমি এর কিছুই জানি না। তক্ষুনি ডাউনলোড করে নিলাম ভি.এল.সি প্লেয়ারটা। সিঙ্গেল এক্সিকিটেবল ফাইল, পেন ড্রাইভে নিলাম, ইন্সটল করার ঝামেলা থেকে মুক্ত থেকে সবগুলো মিডিয়া ফাইল ভিএলসি দিয়ে চালিয়ে চেক করে নিলাম। ভিএলসির সুবিধাটা হচ্ছে এতে আলাদা কোনো মিডিয়া কোডেক ডাউনলোড করা লাগে না। আর এই পোর্টেবল ভার্সন গুলোতে সব ডিপেন্ডেন্সি ফাইল এমবেড করে দেয়াই আছে, তাই একদম ঝামেলা মুক্ত (ধন্যবাদ এগুলোর পাবলিশারকে)।

কিভাবে ডাউনলোড করতে হয়?

  • প্রথমে পোর্টেবল লিনাক্স এপস এই ওয়েব সাইটে যান।
  • প্রথম পাতায়ই দেখুন সব সফটওয়্যার এর লিস্ট দেয়া আছে। জাস্ট আইকনের উপরে ক্লিক করুন, ডাউনলোড শুরু হয়ে যাবে।
  • এবার ডাউনলোড শেষ হলে যে ফাইলটাইয় right mouse button ক্লিক করে properties এ যান।
  • এখানে দেখুন একটা check box এর পাশে লেখা আছে ‘allow execute file as program’, এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে বের হয়ে আসুন।
  • এবার ডাবল ক্লিক করুন আর উপভোগ করুন সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক উপকার করলেন ভাই। 🙂

আচ্ছা পোর্টেবল লিনাক্স অপারেটিং সিস্টেম আছে? যা পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করা যাবে? লিনাক্স ব্যবহার করতে ইচ্ছা করে আবার ভয়ও করে পোর্টেবল থাকলে ভালো হয় আর কি।

    আবার জিগায়। লিনাক্সের অন্যতম একটা সুবিধা হচ্ছে ডিফল্ট লাইভ অপশন। সব মূল ধারার ডিস্ট্রোর লাইভ সিডি রয়েছে। পেনড্রাইভ থেকে চালাতে চাইলে জাস্ট লাইভ সিডি ইমেজটাকেই পেনড্রাইভে ইন্সটল করে নিতে হবে। এজন্য Unetbootin বা Live Linux (LL) ইউজ করতে পারেন। আর যদি শুধু পেনড্রাইভ বা লাইভ সিডি থেকে চালাতে চান (পিসিসতে ইন্সটল করার কোন অভিপ্রায় না থাকলে) আমার রিকেমেন্ডেড ডিস্ট্রো হবে Puppy Linux এবং স্ল্যাক্স। দুটোই আকারে খুব ছোট এবং লাইটওয়েট। প্রথমটার সাইজ ১০০ মেগা দ্বিতীয়টার সাইজ ২০০ মেগার একটু উপরে।

    Level 0

    আরে ভাই আপনি লিনাক্স ব্যবহার করতে ভয় পান!!! বলেন কি ভাই…এর চেয়ে নিরাপদ আর অন্যকোন অপারেটিং আছে কিনা!!!! আমার জানা নেই। আপনি অবশ্যই পেন ড্রাইড দিয়ে চালাতে পারবেন। আর চলে আসুন ওপেন সোর্স দুনিয়াতে..আর ভাইরাসকে বলুন….তুমি এখন ঘুমাও… ধন্যবাদ খোকন….

    আছে, নাম স্ল্যাক্স। মাত্র ২০০ মেগা, পেন ড্রাইভ এ কপি করলেই হবে, তবে আপনি ইচ্ছা করলে ড্রাইভার, সফটওয়্যার কম বেশি করে নিতে পারেন। আমি KDE, ফায়ারফক্স, অফিস, Codeblocks আর আমার ATI Radeon এর ড্রাইভার সহ ১৫০ মেগার মত ডাউনলোড করেছি। লিনাক্স এর সব সুবিধাই পাবেন। 🙂

    Anto ভাই, লিনাক্স নিরাপদ সন্দেহ নাই। তবে যারা না জেনেই বা একটু খোজ না নিয়েই ইন্সটল করতে যায় তারা ডিস্ক ফরম্যাট করে ফেলে ইন্সটল করতে যেয়ে। কারণ উইন্ডোজ এ পার্টিশন এর নাম দেখায়। লিনাক্স এ যেয়ে sda আর sdb কী তা না বুঝেই …………… 😀

নাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

Level 0

কি বলব…এক কথায় অসাধারন….আমার ভীষন কাজে লেগে গেল………ধন্যবাদ…

    অন্তু ভাইয়ের সমস্য়াটা তাহলে মিটেই গেল। 😀

    আমার মনে হয় কষ্ট করে যারা এগুলো বানিয়েছেন, তাদের ধন্যবাদ দিন। ওরা অনেক খুশি হবে!

Khub valo hoyeche. Apnake dhonnobad.
TT tar purano oitijjo phire pacche dekhe khub valo lagse. Kichu din age to dollar incomer uttape TT te dhoka jeto na.

Level 0

Bro, by any chance, do you study in IBA-JU?

    আমিও জানতে আগ্রহী আপনি কোন ইউনিতে আছেন। অর্থাৎ কোন ইউনিভার্সিটির ল্যাবে উবুন্টু চলে সেটাই জানতে চাচ্ছিলাম আরকি! 🙂

    আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ পড়ালেখা করি

চমৎকার।
আপনার ব্লগস্পটের ব্লগে একটা মন্তব্য দিয়েছি – একটু দেখবেন প্লিজ।

    আমি এমন অলস হয়ে যাচ্ছি যে নিজের ব্লগ মেইনটেইন করার ধৈর্য নাই, তবুও যে দিয়েছেন, কৃতজ্ঞ !

Vai aita e khujcilam…. thanks share korar jonno

    তা আর বলতে? কি জন্য খুঁজতেছিলেন মানে আপনার কেন দরকার লাগে জানাবেন?

Vai linux ki ekta operating system? Ete ki ki shubidha ase? Janaben pls

Level 0

আমি উবুন্টু ব্যাবহার করতে চাই। কিন্তু আমার বাংলালায়ন মডেম উবুন্টতে কনফিগার করতে পারিনি বলে এখনও উবুন্টু সেটআপ দেইনি। কেউ যদি বাংলালায়ন মডেম (dongle) উবুন্টতে কনফিগার করতে পারেন তবে দয়া করে জানাবেন।
হিমায়িত দিহান এবং যারা বানিয়েছে তাদের ধন্যবাদ।

ভাই অসাধারণ একটা কাজ করলেন।যা ভেজালে ছিলাম এটা নিয়ে…মিন্ট ছেড়ে উবুন্টু দিলাম কিন্তু কোডেক ঝামেলার কারনে পুনরায় আগের মিন্টে ফিরে গেসি।আচ্ছা ভাই লিনাক্সে বাংলালায়ন,কিউবি ডংগলগুলো কিভাবে ব্যবহার করা যায় তার উপর একটু রিসার্চ করেন না।আমাদের মত মোটা বুদ্ধির মাথায় এগুলো সহজে ঢুকে না। 😀

    ভাই রে, আগে সময় আগ্রহ ধৈর্য সবই ছিল, এখন আর ইচ্ছা করে না। তবু দেখি নানান বিদেশি ফোরামে খুঁজে কিছু পাই নি, পাইলে জানাব তো বুঝতেই পারছেন।

ভাই আমার vlc তে sound আসে না…………।। কি করি?????????

না ভাই mute দেয়া নাই। তারপর ও sound আসে না. wine software এর কোন জানা mediafire link আছে?

নাটবল্টু ভাই উয়াইন ইনষ্টল করতে টার্মিনাল অপেন করে শুধু মাত্র নিচের কমান্ডটি দিন ।
"sudo apt-get install wine" . তারপর আপনার পাসওয়ার্ড দিন । আপনাকে আর কিছু করতে হবেনা । লিনাক্স এই বাকি সব করে নেবে ।