মনে করুন, আপনি নতুন লিনাক্স ব্যবহারকারী কিংবা লিনাক্স বিষয়ে আগ্রহী মহলের একজন। বন্ধুমহলে এ সম্পর্কে কথা বলে কোন লাভ নেই, কারণ, ফ্রেন্ড সার্কেলে সবাই উইন্ডোজ লাভার। লিনাক্সের জন্য সাহায্য কোথায় পাব? হুমম, অনলাইনে! কিন্তু, যেসব দন্তভঙ্গক (দাঁত ভাঙ্গা) ইংরেজী শব্দ দেখি, তাতে তো মনে হয় "লিনাক্স ইজ দ্যা হার্ডেস্ট থিং টু লার্ন"। লিনাক্সের ওপর কোন বই চেক করবেন? শুরুতেই কমান্ডলাইনের বাহার দেখে মাথার স্ক্রু খুলে বেরিয়ে পড়বে। তাহলে, লিনাক্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন? তাই তো?
টেকটিউনস, প্রজন্ম, রংমহল, আমাদের প্রযুক্তিতে তো লিনাক্সের জন্য আলাদা বিভাগই আছে! কিন্তু, তাতে কি সবসময় কাজ হয়?
এই ধরুন, আপনি লিনাক্সের রূপ দেখে প্রেমে হাবুডুবু খেয়ে আপনার কম্পিউটারে লিনাক্স ইন্সটল করেছেন। কিন্তু, কিছুক্ষণ পর দেখেন আপনার মেশিন কাজ করছে না, সমস্যা! বসকে আজকে ফাইল জমা না দিতে পারলে আবার "বেকার" পদে প্রমোশনের সম্ভবনা আছে। তখন তো আপনার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য চেয়ে সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা করাই স্বাভাবিক। কিন্তু, আপনি যখন পোস্ট করলেন, অন্যান্য পোস্টের ঠেলায় তা নেমে গেল সুদূর পাতালে। কেউ উত্তর দিল না। আবার এক ইংলিশ ফোরামে ঢুকে যে ভাষা দেখলেন, তা ইংরেজী নাকি মার্শান ভাষা তাই বুঝতে পারছেন না। তখন? তাছাড়া লিনাক্স গুরুরা সমসময় ফোরামে থাকেনও না। কি হবে?
টেকটিউনসে তো বটেই অন্যান্য প্রায় সব জনপ্রিয় ফোরামেও লিনাক্স বিভাগ আছে। এটি লিনাক্সের প্রসারের ব্যাপারে আশাব্যঞ্জক। কিন্তু, একই সাইটে বা ফোরামে কি রাজনীতি, অর্থনীতি, হাস্যকৌতুক, ধর্মীয় আলোচনা একসাথে ঠিকভাবে করা সম্ভব? সম্ভব নয়। যেমনটি "একের ভেতর দশ অমুক গাইড" এর ক্ষেত্রেও প্রযোজ্য।
লিনাক্স ফোরাম ছিল একটা বটে, কিন্তু তা এখন শুধুই ইতিহাস। তারপরে, অনেক ভাবনাচিন্তার পর আমজনতার একজন একটি ফোরাম তৈরী করে। প্রথমে নাম ছিল একেবারে ৪র্থ শ্রেণির, "লিনাক্সদেশ ফোরাম"। তারপর, এখন কিছুটা উন্নতি হয়ে নাম হয়েছে "লিনাক্স কমিউনিটি ফোরাম"। এই ফোরামটি চালু হবার পরে যখন এর প্রচারণা শুরু হল, তখন অনেক বাধাঁর সম্মুখীন হল। তবুও, অনেক বাধাঁ বেরিয়ে অনেক দিন পর "লিনাক্স কমিউনিটি ফোরাম" আত্মপ্রকাশ করল একটি পূর্ণাঙ্গ ডেডিকেটেড লিনাক্স ফোরাম হিসেবে।
বর্তমানে আমাদের পরিবার প্রতিদিন বড় হচ্ছে। ১ জন সদস্য থেকে এখন তা ৯৮ জনের পৌছে গেছে। ০টি টপিক থেকে হয়ে গেছে ১৬৭টি, পোস্ট ৯৮৩টি এবং এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফোরামের বয়স বেশী হয় নি, মাত্র ২৭ দিন।
আপনি চাইলে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। ভিজিট করুনঃ forum.linuxdesh.com
আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।
আইডিয়া খুব ভালো। সাথে থাকার চেষ্টা করব অবশ্যই। ধন্যবাদ শেয়ার করার জন্য।