উইন্ডোজের পাশাপাশি উবুন্তু ১০০% গ্যারান্টি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উবুন্তু ইন্সটল করতে চান কিন্তু উইন্ডোজের বা হারডডিস্কের ক্ষতি হবে বলে ইন্সটল করেন না।তাই,আজকে আমার এই টিউন শুধু মাত্র তাদের জন্য।

যা যা প্রয়োজনঃ

কিভাবে করবঃ

  • ১। উবি ইন্সটলারটি ডাউনলোড করে সেট-আপ করে নিন।
  • ২। যে কোন উবুন্তু অথবা কুবুন্ত ডিস্ট্রিবিউশন-এর সিডিটি সিডি রমে প্রবেশ করান।
  • ৩। উবি ইন্সটলারটি চালু করুন।
  • ৪। এর পর একটি পপ আপ উইন্ডো আসবে।
  • ৫। এখানে প্রয়জনীয় তথ্য(যেমন-কোন ড্রাইভে সেটাপ হবে,কতটুকু যায়গা নেবে ইত্যাদি।) প্রবেশ করিয়ে ইন্সটল বাটন চাপুন।
  • ৬। এবার আপনার উবুন্তু অথবা কুবুন্ত এর সিডিটি আপনার সিলেক্ট করা ড্রাইভে কপি হবে।
  • ৭। কপি শেষ হলে সিডিটি রম থেকে বের করে ফেলুন এবং পিসি রিবুট করতে বললে রিবুট দিন।
  • ৮। এবার পিসি চালু হওয়ার সময় একটি মেনুতে আপনার উইন্ডোজের নামের নিচে উবুন্তু অথবা কুবুন্ত এর নাম পাবেন। যেমন-
    microsoft windows xp
    ubuntu
  • ৯। উবুন্তু অথবা কুবুন্ত এর নামটি সিলেক্ট করুন।
  • ১০। ব্যাস হয়ে গেছে এবার আপনার উবুন্তু ইন্সটল হবে (সিডি ছাড়াই)।
  • ১১। ইন্সটল হতে হতে বাইরে থেকে এক কাপ চা পান করে আসুন।
  • ১২। চা উপভোগ সেষ হলে উবুন্তু বা কুবুন্তু উপভোগ করুন।

বিঃদ্রঃ- যারা উবুন্তু ৮.১০ ইন্সটল দিবেন তাদের জন্য wubi installer দরকার নেই।তারা শুধু সিডিটি রমে প্রবেশ করিয়ে।সিডি ড্রাইভে রাইট ক্লিক করে autoplay সিলেক্ট করুন।অটোপ্লে হলে install inside windows সিলেক্ট করুন।তাহলে wubi installer চালু হবে।

Level 0

আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো, এখন কাজে লাগাবো

দারুন জিনিস।

সিডি হতে ইনস্টল ইনসাইড উবুন্টু চালিয়েছি। তবে এরপর যখনই উবুন্টু অপারেটিং সিস্টেম দেই তা আর চলেনা। বিভিন্ন মেসেজ দেয়। রুট ফাইল দেয়া নেই এসব বিভন্ন মেসেজ। দয়া করে কী করব তা বলবেন। মোট কথা আমি এখনও তা চলাতে পারিনি। তবে এটা ঠিক যে এখন উবুন্টু হচ্ছে লিনাক্সের সবচেয়ে বড় ও ভাল ডিস্টিবিউটার।

উবূন্তু ব্যবহার করতে ইচ্ছে করে,কিন্তু এক্সপি ছাড়তে পারি না।

Level 0

Vi, karu kase ki new drive korar softwer asha…..! ami amr pc te new r ekta drive korte chai, n linax use korte chai…!!