আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উবুন্তু ইন্সটল করতে চান কিন্তু উইন্ডোজের বা হারডডিস্কের ক্ষতি হবে বলে ইন্সটল করেন না।তাই,আজকে আমার এই টিউন শুধু মাত্র তাদের জন্য।
বিঃদ্রঃ- যারা উবুন্তু ৮.১০ ইন্সটল দিবেন তাদের জন্য wubi installer দরকার নেই।তারা শুধু সিডিটি রমে প্রবেশ করিয়ে।সিডি ড্রাইভে রাইট ক্লিক করে autoplay সিলেক্ট করুন।অটোপ্লে হলে install inside windows সিলেক্ট করুন।তাহলে wubi installer চালু হবে।
আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/
সিডি হতে ইনস্টল ইনসাইড উবুন্টু চালিয়েছি। তবে এরপর যখনই উবুন্টু অপারেটিং সিস্টেম দেই তা আর চলেনা। বিভিন্ন মেসেজ দেয়। রুট ফাইল দেয়া নেই এসব বিভন্ন মেসেজ। দয়া করে কী করব তা বলবেন। মোট কথা আমি এখনও তা চলাতে পারিনি। তবে এটা ঠিক যে এখন উবুন্টু হচ্ছে লিনাক্সের সবচেয়ে বড় ও ভাল ডিস্টিবিউটার।
ভাল লাগলো, এখন কাজে লাগাবো