এবার আপনার লিনাক্স এর প্যানেলগুলোকে বানান crystal clear…পুরো windows 7 এর মতো..!!

আজকে আপনাদের শেখাবো কিভাবে ubuntu'r panel গুলো কে Aero Effect দিতে পারবেন।

প্রথমে আপনি System>preference>appearance থেকে Ambiance theme টি select করুন।

তারপর Terminal open করে নিচের কমান্ড গুলো input দিন।

cp -R /usr/share/themes/Ambiance ~/.themes/

তারপর এই কমান্ড

gedit ~/.themes/Ambiance/gtk-2.0/apps/gnome-panel.rc(ubuntu 10.10)

sudo gedit /usr/share/themes/Ambiance/gtk-2.0/gtkrc(ubuntu 10.04)

একটু পরে দেখবেন একটি notepad খুলেছে। এখান থেকে bg_pixmap[NORMAL] = "img/panel.png"(ubuntu 10.10) এবং bg_pixmap[NORMAL] = "panel_bg.png"(ubuntu 10.04) এই লাইনটি খুজে বের করুন। তারপর এটিকে নিচের লাইন এর মতো বানান।


# bg_pixmap[NORMAL] = "img/panel.png"(ubuntu 10.10)

#bg_pixmap[NORMAL] = "panel_bg.png"(ubuntu 10.04)

তারপর save করুন।

এবার Appearance এ গিয়ে theme change করুন। মানে Ambiance ছাড়া অন্য যেকোন কিছু রাখুন এবং আবার Ambiance select করুন। দেখুন তো আপনার panel transparent হলো কিনা?

হয়নি? ভাববেন না...panel এ গিয়ে right click করুন। properties এ যান। Background tab টি select করুন। এখানে solid color option টি select করুন। এখান থেকে opacity বাড়াতে বা কমাতে পারবেন। তারপর ok করুন।

ব্যাস...complete...

mint julia  user রা এই পদ্ধতি অনুসরণ করুন-

এখানে যান-"usr/share/themes/shiki-wise"

তারপর এই লাইন টা খুজে বের করে সামনে একটা # বসিয়ে সেভ করুন-"bg_pixmap[NORMAL] = "panel_bg_dark.png"

mint এও নিন crystal clear panel এর স্বাদ।

ভালো লাগলেও কমেন্ট করবেন..আর না লাগলে তো বটেই। ভুলক্রটি মাফ করবেন।

লিনাক্সপ্রেমীরা এরকম আরও কিছু পাবেন http://forums.linuxdesh.com এই ঠিকানায়। একবার ঘুরে আসতে ভুলবেন না যেন।

Level 0

আমি rafeefcc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু পরেরটুকু লিখলেই ভালো হত, আগেরটুকু দেখলে তো মানুষ ভয় পাবে 😛
আপনি সম্ভবত ওপেন অফিসে মুক্তি ফন্ট দিয়ে লিখে এখানে পেস্ট করেন, এজন্যই লেখা এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে।

    Level 0

    ঠিক বলেছেন ভাই..ফন্ট টার নাম Bangla। আমি নিজেও পোস্ট পড়ে ভয় পাইলাম..:D

Level 0

আমি ব্যবহার করিনা…।তাই এইটা আমার কাজে লাগবেনা।আমি windows 7 ব্যবহার করি

    Level 0

    আপনার কমেন্টটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

    আমিও একমত। "আপনার কমেন্টটা অনেক সুন্দর হয়েছে।"

    Level 0

    সাহেবুল ভাইয়ের কমেন্টটা সবচেয়ে সুন্দর হয়েছে..ধন্যবাদ।..:P

Level 0

ভাল লাগলো তবে অনেকে ভয় পাইতে পারে…যারা আমার মত ওপেন সো্র্স দুনিয়াতে নতুন।…….তবে পোস্টের জন্য ধন্যবাদ..

    Level 0

    হে হে ভাই….সাহস করে একবার ঢুকে পড়েন, সবই সহজ মনে হবে। ধন্যবাদ।

@ rafeefcc লিনাক্স নিয়ে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরও বেশি বেশি টিউন করবেন।

    Level 0

    জ্বী ভাই চেষ্টা করব। যে যাই বলুক..একদিন এই লিনাক্স ই পৃথিবীতে রাজত্ব করবে।
    ধন্যবাদ।

পুরা উইন্ডোজের মত না বলে বলতেন শুধু উইন্ডোজের মতই না, সাজিয়ে নিন নিজের ইচ্ছা মাফিক।

আমার সলিড মেনু ভাল লাগে। তবে শুধু কমান্ড প্রম্প্টে কাজ করার সময়ে ওটার ব্যাকগ্রাউন্ড ৫০% এর মত ট্রান্সপারেন্ট করে রাখি। কারণ টিউটোরিয়াল দেখে কমান্ড টাইপ করা লাগে তো ….

    Level 0

    ঠিক ভাই…আপনার কথাটাই perfect…কিন্তু বেশিরভাগ মানুষ লিনাক্স এর সাথে উইন্ডোজকে তুলনা করে…তাই লিখেছিলাম।
    ধন্যবাদ।