বিসমিল্লাহির রহমানির রাহিম। সাধারনত উবুন্তুতে window button (close,minimize,maximize) গুলো হাতের বা দিকে থাকে। যারা অনেক দিন ধরে windows বাবহার করছেন তাদের জনে এটা একটা বিরক্তির কারন হয়। ভুল বসত mouse দিয়ে হাতের ডানে button গুল খুজতে থাকি। এই সমসসা থেকে মুক্তির জন আমরা খুব সহজেই button গুলকে ডানে নিয়ে আসতে পারি।
১। প্রথমে Alt+F2 Press করে Run Application window টি open করুন।
২। gconf-editor টাইপ করে Run click করুন।
৩। এবার বা পাশের ঘর থেকে /apps/metacity/general যেয়ে button_layout সিলেক্ট করুন।
৪। close,minimize,maximize: জায়গায় :minimize,maximize,close বসিয়ে দিয়ে ok করুন।
বাস হয়ে গেল। এবার দেখুন button গুলো ডানে চলে এসেছে। কোন ভুল থাকলে কমেন্টস এ উল্লেখ করবেন। কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমার অবস্থা এখন উল্টো। বাটন ডানে থাকলেই ঝামেলা মনে হয়। ডানে থাকলে শুধু বায়ে আনার পথ খুজতে থাকি। 😀