রেডহ্যাট লিনাক্স ৭ [পর্ব -০১] :: আপনি কিভাবে ভার্চুয়ালের মধ্যে রেডহ্যাট ইন্সটল করবেন

রেডহ্যাট লিনাক্স ৭

  • রেডহ্যাট লিনাক্স ৭ [পর্ব -০১] :: আপনি কিভাবে ভার্চুয়ালের মধ্যে রেডহ্যাট ইন্সটল করবেন

টিউনের শুরুতে সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। শুরুতে বলে নেই এই টিউনে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে যদি আরো বেশি তথ্য থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। টিউনের শিরোনামটা একটু অন্য রকম। কেননা আমরা আজ থেকে লিনাক্স নিয়ে প্রাকটিস শুরু করে দিব। আমার কথা গুলো ভালো লাগলে একটু মনোযোগ দিয়ে পড়ুন।

পৃথিবীতে চাকরি বাজার কতটা ব্যস্তময় সেটা যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন বা চাকরি করছেন তারা ভালো বলতে পারবেন। একজন আইটি ইঞ্জিনিয়ারের দুনিয়ার সব জানতে হবে এমন কেন? আবার একটু একটু জানলে হবে না এক্সপার্ট হতে হবে। কিন্তু যখন আপনি বেতনের কথা চিন্তা করবেন তখন মনে হয় (চাকরিদাতার) যত কমে নিতে পারে। এইসব বৈষম্য আমাদের দেশে হয় আমার জানা মতে। তবে আমার ধারণা ভুলও হতে পারে।

কম্পিউটার নিয়ে প্রথম প্রথম খুব কৌতূহল ছিল। অনেক সময় দিতাম কম্পিউটার নিয়ে যানার জন্য একটা সময় মনে হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা নকিয়া ১১০০ মডেল মোবাইল ফোন। কারন উইন্ডোজ গ্রাফিক্যাল বলে আমাদের কাছে অনেক সহজ মনে হয়। তবে আপনি যদি সিকিউরিটি নিয়ে চিন্তা করেন তাহলে উইন্ডোজ থেকে বের হয়ে আসতে হবে নিতে হবে লিনাক্স অপারেটিং সিস্টেম। হতে পারে যেকোনো লিনাক্স ডিস্ট্রো। লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা আপনি আপনার মত করে গড়ে নিতে পারেন।

লিনাক্স ৬০০+ ডিস্ট্রো মধ্যে থেকে আমরা শিখব রেডহ্যাট লিনাক্স ৭। যেটা আপনি ফ্রি পাবেন তবে আপনি সাবস্ক্রিপশন  নিলে অফিসিয়াল সকল সাপোর্ট পাবেন। তবে এদের প্রি ও টিউন ভার্সন (CentOS & Fedora) আছে সেগুলো দিয়ে আপনি প্রাকটিস করতে পারেন নো সাবস্ক্রিপশন। আপনি যদি প্রোডাক্টশনে ব্যবহার করেন তাহলে অবশ্যই রেডহ্যাট সাবস্ক্রিপশন ভার্সন ব্যবহার করবেন। আপনি এই লিঙ্ক মাধ্যমে রেডহ্যাট থেকে ডাউনলোড করে নিতে পারেন। কেননা আপনি যখন আমার ইন্সটলেশন দেখবেন তখন একটি ISO ফাইল লাগবে ও একটি ইমুলেটর লাগবে। যার মাধ্যমে আমরা ভার্চুয়ালে ইন্সটল করব। আপনি ভার্চুয়াল সম্পর্কে না যেনে থাকলে আমার পূর্বের টিউনটি দেখে নিতে পারেন বা ভিডিওটা দেখতে পারেন।

ISO Download Link : Redhat Enterprise Linux 7 & Update version

তাহলে চলুন সেটআপ শুরু করে দেই, আপনি যদি আপনার ফিজিক্যাল কম্পিউটারে ইন্সটল করতে চান তাহলে আপনাকে একটা পেনড্রাইভ কে লিনাক্স অপারেটিং সিস্টেম (রেডহ্যাট ৭ উপটূডেট ভার্সন)  বুট করতে হবে। আর যদি CD থেকে দেন তাহলে সিডিরমে সিডি দিয়ে আপনি ইন্সটল শুরু করে দিতে পারেন। আর আমার মত যারা আছেন তারা উইন্ডোজ ও লিনাক্স ডুয়াল বুট করে চালাতে পারেন। আপনি ভাবছেন ডুয়াল বুট সেটা কিভাবে করে? চিন্তা করেন না আমার আরেকটি টিউন আছে ডুয়াল বুট নিয়ে সেটা দেখলে সহজে শিখে যাবেন। এইসব ঝামেলা নিতে যারা নারাজ তাদের জন্য আছে ইমুলেটর যার মধ্যে আপনি সহজে ইন্সটল করতে পারেন। এতে আপনার ফিজিক্যাল কম্পিউটারের কিছু হল না আবার মন চাইলে যেকোনো সময় ফেলে দিতে পারেন। আর আপনার কাছে ইমুলেটর না থাকলে দ্রুত ডাউনলোড করে নিন।

আপনার পিসি এখন ইন্সটলের জন্য রেডি? তাহলে আপনার ইমুলেটর থেকে ভার্চুয়াল পিসি স্টার্ট দিন। আপনি হয়ত ভুল করেন নাই কোথায় থেকে আপনার ISO ফাইল নিয়ে পিসি লোড হবে।

পিসি স্টার্ট হলে আপনাকে দেখাবে আপনি ইন্সটল করবেন না টেস্ট করে ইন্সটল করবেন। সেক্ষেত্রে আপনি কীবোর্ডের এরো বাঁটন দিয়ে উপরে গিয়ে ইন্টার দিন। শুরু হয়ে গেল ইন্সটল প্রক্রিয়া। আপনার বুঝতে কঠিন মনে হলে আমার ভিডিওটি দেখতে ভুলবেন না। সহজে বলা আছে তবু বুঝতে ঝামেলা হলে টিউমেন্ট করবেন।

আপনার ইন্সটল প্রক্রিয়া চলছে. এবার একটি সামারি দেখাবে আপনি কি কি করবেন? সব কিছু হয়ে গেলে ডান কোনাই ইন্সটল বিগেং ক্লিক করুন। এত কষ্ট করে না পড়ে একটু যদি ভিডিওটা দেখেন হয়ত আপনার জন্য সহজ হবে।

কি ভিউয়ার, রেগে গেলেন? আমি টিউনে না লিখে সরাসরি ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম। আমাদের মত অনেক ভাই আছেন যাদের কনসেপ্ট দিয়ে হয় না। বলে ভাই একটু ভিডিও করে দিতেন। তাই আমার এই ছোট চেষ্টা। আপনার কাছে আমি ভুল করে থাকলে ক্ষমা করবেন। আমি আমার ভাষায় লিখতে চেষ্টা করি। আপনি যদি বুঝতে না পারেন তাহলে এই ক্রিয়েটরকে অবশ্যই বলতে ভুলে যাইয়েন না।

আমার ইচ্ছা গুলো একটু শেয়ার না করলে হয়ত আপনি ভুলই বুঝবেন। আমি নিজে ৫৮(২১৫০০+২১৫০০+১৫০০০ অফার ছিল) হাজার টাকা খরচ করে লিনাক্স (রেডহ্যাট RHCSA, RHCE) সার্টিফাইড হয়েছি। আমি চাই আপনি আমার টিউন গুলো ভালো করে প্রাকটিস করেন ও আরো অনেকে ভালো টিউন করেছেন সেগুলো দেখে ও যেনে নিন। সবাই সব জান্তা হবে এমন নয়। হতে পারে আমি অনেক কম জানি তবু আমি আমার জানাটুকু শেয়ার করে দিলাম। সব ঠিক থাকলে পরীক্ষার ফ্রি দিয়ে পরীক্ষা  দেন। ইনশাল্লাহ ভালো করবেন। কারন আপনি অনেকের কাছ থেকে শিখেছেন। আপনার শেখাটা ভালো হবে হয়ত ক্লাসে একজন শিক্ষক পড়াতেন কিন্তু টিউনের দুনিয়ার অনেক শিক্ষক পেয়েছেন।

সর্বশেষ বলব আমার টিউনটি আপনার ভালো লাগলে আমাকে ফলো করে রাখতে পারেন ও বেশি বেশি শেয়ার করবেন। অন্যর ভুল খোঁজার থেকে দূরে থাকুন আপনার কিছু জানার বা শেয়ার করার থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন। আল্লাহ্‌ হাফেজ।

আমাদের পরবর্তী টিউনঃ ২# রেডহ্যাট লিনাক্সের ফাইল সিস্টেম ও কোন ফাইলের মধ্যে কি কি কনফিগারেশন থাকে সব কিছু বিস্তার জানার চেষ্টা করব।

Level 0

আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো আপনি চেইন টিউন হিসেবে প্রকাশ করতে পারেন॥

সকল টিউন টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হয় না:

টেকটিউনস চেইন টিউন হবার শর্তগুলো হলো:

  • ১. চেইন টিউন হতে হবে সম্পূর্ণ রূপে মৌলিক, নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। চেইন টিউন হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারিং এর উদ্দ্যেশে।
  • ২. চেইন টিউনের যে কোন পর্বে কোন প্রকার সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
  • ৩. চেইন টিউনের প্রতিটি পর্ব সম্পূর্ণ রূপে টেকটিউনস গাইলাইন মোতাবেক হতে হবে।
  • ৪. চেইন টিউনের কোন পর্বই টেকটিউনস নীতিমালা ভঙ্গ করতে পারবে না। চেইন টিউনের কোন একটি পর্ব টেকটিউনস গাইডলাইন ভঙ্গ করলে পুরো চেইন টিউন বাতিল ও স্থগিত হবে।
  • ৫. চেইন টিউনের সকল বিষয়বস্তু টিউনে অবস্থান করতে হবে। টিউনে আংশিক বা কিছু অংশ লিখে ইউটিউব ভিডিও বা অন্য কোন ভিডিও দেখতে, অন্য কোন লিংকে বা অন্য কোন সাইটে বিস্তারিত দেখতে এধরনের টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস গাইডলাইন ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ৬. চেইন টিউনে ভিডিও ব্যহার করা হলে সেই সাথে ভিডিও ম্যটেরিয়াল হতে হবে সম্পূর্ণ মৌলিক নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। ভিডিও হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারি এর উদ্দ্যেশে। ভিডিওতে কোন রকম ভাবে সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
  • ৭. চেইন টিউনে কোন ভিডিও ‘ভিডিও এম্বেড’ অবস্থায় না থেকে টিউনে মধ্যে লিংক হিসেবে ভিডিও লিংক দেওয়া যাবে না অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
  • ৮. সৌজন্যমূলক ভাবে ভিডিও শেষে নিজের বা প্রতিষ্ঠানের নাম, চ্যানেল লিংক ইত্যাদি দেওয়া যাবে।
  • ৯. চেইন টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের বা যে কোন লিংক, ইনলাইন লিংক করা এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • ১০. চেইন টিউনের সূচনায়, মাঝে ও শেষে কোন প্রকার প্রমোশনাল গ্রাফিক্স/ ব্যানার বা লিংক অবস্থান করতে পারবে না। তবে চেইন টিউনের সাথে সামঞ্জস্য আকর্ষণীয় গ্রাফিক্স অব্যশই যোগ করা যাবে এবং তা টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা আরও বাড়িয়ে দিবে।
  • ১১. চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দেওয়া যাবে না। টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না।
  • ১২. টেকটিউনসের চেইন টিউনে অন্তর্ভুক্তের জন্য টেকটিউনস টিউনার প্রোফাইল এর সঠিক identity থাকতে হবে। সঠিক identity এর জন্য টেকটিউনস টিউনার প্রোফাইলে টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে টিউনারের নিজের আসল ছবি যুক্ত থাকতে হবে।
  • যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে চেইন টিউনের ফিচারর্ড বক্স তৈরি করা হয় তাই টিউনার প্রোফাইল এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার টিউনার প্রোফাইলটি সঠিক identity দিয়ে আপডেট হলে টেকটিউনস থেকে টিউন গুলো চেইন এ অন্তর্ভুক্ত করা হবে।
  • ১৩. অত্যধিক বাংলা ও ইংরেজি বানান ভুল যুক্ত কোন টিউন চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার জন্য আপনার টিউনে যে যে বিষয় গুলো সংশোধন করতে হবে:

➡ ১. আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। তা ঠিক করতে হবে:

আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ([ ]) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ([ ]) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করুন।

➡ ৭. আপনার এই চেইন টিউনের পূর্বে পর্ব গুলোও ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করতে হবে:

টেকটিউনস চেইন টিউনে অন্তর্ভুক্ত হতে চেইন এর প্রতিটি পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক হতে হবে। পর্বের কোন একটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক না হলে তা চেইন টিউন হিসেবে অন্তরভুক্ত হবে না। এই চেইনের পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক টিউন করুন।

উপরের যে যে বিষয় গুলো সংশোধন করতে বলা হয়েছে সে সে বিষয় গুলো পরিপূর্ণ, সুষ্ঠু ও সঠিক ভাবে সংশোধন করুন এবং পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন।

সকল পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে। চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল তথ্য আপডেট করা হয়েছে। আশা করি কোন ভুল থাকলে জানাবেন।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!