Windows এর Software Ubuntu তে কিভাবে ব্যবহার করা যায়।(ছবি সহ)

বিসমিল্লাহির রহমানির রাহিম। কিছুদিন হলো আমি ubuntu 10.10 use করে খুব মজা পাচ্ছি। তাই ভাবলাম Techtunes এ আমার প্রথম post টা ubuntu নিয়েই করি। Windows এর অনেক software আসে যাদের জন্য Linux এ ভাল কোন বিকল্প software খুজে পাওয়া যায়না। যেমন Tera Term, Packet Tracer. যারা Telecom sector এ আসেন তাদের জন খুবি উপকারি একটা software Tera Term. Router, switch configure, telnet, ping ইতাদি কাজে এটা খুব বাবহার হয়। উবুন্তুতে এর একটা বিকল্প soft আছে, PuTTY কিন্তু তা দিয়ে সব কাজ করা যায়না। আর যারা CCNA করছেন তাদের জন্য P.Tracer must. (P.T এর ubuntu version আছে)। খুজতে খুজতে পেয়ে গেলাম কিভাবে ubuntu তে windows এর software use করা যায়। এবার আসুন তাহলে দেখা যাক কিভাবে এই কাজটি করা যায়...

১। প্রথমে http://www.winehq.org/ এই address এ যেয়ে download option এ click করুন।

২।  Download Ubuntu packages এ click করুন।

৩।  Wine 1.2 package এ click করে install করে নিন।

৪।  এতে আপনার উবুন্তুতে একটা virtual c drive creat হবে।  Applications > Wine > Programs > Browse C:\Drive

৫। এবার windows এর যে software টা install করতে চান তার properties a যেয়ে Allow executing file as a program এটি enable দিন।

৬। এবার software উপর mouse এর write button click করে open with wine windows program loader select করুন অথবা Double click করুন। এবার windows এর মত করেই install করে ফেলুন।

৭। এখন Applications > Wine > Programs > এ গেলে আপনি আপনার install করা software গুলো দেখতে পাবেন।

৮।  Uninstall এর বাপারেও একটু বলে রাখি। Install করা software দুই ভাবে Uninstall করা যায়। Install করা software গুলোর সাথেই Uninstaller দেয়া থাকে। যদি না থাকে তাহলে Applications > Wine > Uninstall Wine Software থেকে Remove করে দিতে পারেন।

ছবি দিয়ে সুন্দর করে Tune টি উপস্থাপন করার চেষ্টা করেছি। একজন নুতন Tuner হিসেবে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন আর কোন ভুল থাকলে কমেন্টস এ উল্লেখ করবেন।  কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। সম্ভব হলে এখানে প্রদর্শিত ওয়ালপেপারগুলো ডাউনলোড করুন। টিউনের চেয়ে ওয়ালপেপারগুলো ভাল লেগেছে।

    উবুন্তুর ওয়ালপেপারগুলো খুবি সুন্দর। Wall paper for ubuntu লিখে Internet এ search দিলেই পেয়ে যাবেন। সুন্দর মন্তব্যর জন আপনাকে ধন্যবাদ।

স্বাগতম টেকটিউনস্ টিউনার প্যানেল-এ। আর প্রথম টিউনের শুভেচ্ছা।
টিউনটির উপস্থাপনাটা বেশ ভাল লেগেছে।
খুবই ভাল লাগল টিউনটি। একটা প্রশ্নঃ এইভাবে কি উইনডোজ-এর যেকোন সফট্ওয়ার উবন্টুতে ব্যবহার করা যাবে?
ধন্যবাদ।

    যে সব common software আমরা নিয়মিত বাবহার করি, তার সবই এই উপায়ে বাবহার করা যাবে। তাছাড়া windows এর অনেক game ও এই উপায়ে install করে খেলা যায়। কিন্তু সবই যে যাবে তা নিশ্চিত করে বলতে পারছিনা। মন্তব্যর জন ধন্যবাদ।

ভাই উবুন্টু এর সফটওয়্যার উইন্ডোজ এ ব্যবহার করার কোন উপায় কি আছে? ??? ??

    মনে হয়না আছে। এরকম উল্টো কাজ কাজ করার কথা মনে হয় কেউ ভাবেনি। Thanks for the comments.

খুব খুশি খুশি লাগতেছে, ভাবতেছি উইন্ডোজ একেবারে ছেড়ে দেব, ধন্যবাদ ভাই সুন্দর টিউনের জন্য…

    ছেড়ে দিন। আমিও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। প্রায় সব application এর জনে উবুন্তুতে বিকল্প application আছে। তাও যদি সেগুল ভাল না লাগে অথবা আপনি অভস্ত না হন সেজনে এই বিকল্প বাবস্তা। উবুন্তু তে বাংলা লিখছি অভ্র use করে। যদি open office ভাল না লাগে wine দিয়ে MS Office install করে নিতে পারেন। আপনাকেও ধন্যবাদ ।

আজ ভার্সিটিতে উবুন্টুর উপরে ওয়ার্কশপ আর সেমিনার হয়। ভাল লাগল ।

Level 0

খুব ভালো হয়েছে। আমার উবুন্টু ব্যাবহার করার অনেক ইচ্ছা থাকলেও ব্যাবহার করতে পারছিনা, কেননা উবুন্টুতে বাংলালায়ন এর মডেম কনফিগার করতে পারিনি। তারপরও উইন্ডোজ ও উবুন্টু একসাথে রেখে দিয়েছি যদি কোনদিন পারি তবে শুধু উবুন্টুব্যাবহার করব।

Level 0

I have followed all the steps you mentioned.
Now I am trying to install avro 5.10, but when I enable Allow executing file as a program in properties. it just got off the tick mark automatically and i fail to install, so its not working with avro 5.10.
.
And others program are working.
so what you say will it work with avro 5.10? I need it badly.
.

Your post have made my ubuntu complete, thanks a lot.

    Now I'm on the way to Bogra. Now in mobile. Cant give you the link. But you can look after in Linux department in Techtunes '' Bangla lekhar painless upay''. That post will solve your problem. Thank you.

    "উবুন্টু/ মিন্টে অভ্র ফনোটিকে বাংলা লেখার পেইনলেস উপায়" link টা এখানে দিয়ে দিলাম। মেঘ রোদ্দুর ভাই এখানে খুব সুন্দর করে সব লিখে দিয়েছেন। https://www.techtunes.io/linux/tune-id/31179/

Vai avro o ki wine die install korte hobe? Naki ubuntu compitable avro ase? Doa kore bolben? Iphone 4 die comment korsito tai banglish e korlam! Don't mind

    অভ্র সরাসরিই ইন্সটল করা যাবে। ওটার লিনাক্স ভার্সনই আছে। যদিও ফুল ফিচার্ড না, তবে অভ্র ফনেটিক ভালোভাবেই কাজ করে।

Maybe wine will not support avro. Ami kokhono try korinai. Kintu uporer viya parenai. Tai valo hoy Linux bivag theke ' ubuntu te bangla lekhar painless upay' ai name akta post ase seta follow koren. Amio mobile diye replay dilam. Thank you.

Ami Ubuntu te gp net use korte parci na..Ami gp modem use kori..plz help me…Nice tune…Ubuntu niye aro tune chai…

    জামাল উদ্দিন ভাইয়ের এই post টা follow করেন। উনি এখানে সব কিছু describe করেছেন। এসলে ubuntu সব সমসা সমাধান ubuntu বিভাগে গেলেই পেয়ে যাবেন। https://www.techtunes.io/linux/tune-id/28016

    তাছাড়া "অন্যসময়" লেখা > উবুন্টু ও লিনাক্স মিন্টের জন্য নতুন All In One ইন্টারনেট কনফিগারেশন টুল!> https://www.techtunes.io/linux/tune-id/29030/ এই post টাও দেখতে পারেন।

Level 2

ধন্যবাদ

ধন্যবাদ।আজ মিন্ট সেটাপ দিলাম।দেখি আপনার দেয়া উপায়ে কাজ হয় কিনা।

Level 0

Ami 5 no. Step ta (mane Allow executive file as program) enable korte parchina.

Ami Ubuntu 10.10 Install korechi Wubi installer dia, kintu kuno SWAP partition kori ni. Ai karone ki e rokom hochche.

Vaiya somadhan janale khube upokrito hobo.

    Ami kisu Idea share kori dekhun lav hoy kina:

    1. Swap partition amio kori nai. Ate problem hobar kotha na.

    2. Apni mone hoy ubuntu install korar somoy c drive a khub e olpo (5gb) space rekhechen. Tahole boro kono software wine diye install hobe na karon enough space nai.

    ** Ai problem hole: Allow executive file as program >> akhane kokhonoi tick mark asbe na.

    3. Je software ta install korte chan ta copy kore ubuntu desktop a rekhe tarpor uporer niyome try korte paren.

    Amr mone hoy space ar karonei apner problem. Next time install korle minimum 15gb space rakben.

    Somadhan hole janaben. Tahole next time onno karo help hobe.

Level 0

Thank you সাহেবুল vaiya. It really works. Thanks a lot.

Level 2

bhai wine install hoccilona tokhon install menu japsha hoto pore abar try korai kibabe holo janina.purve 5gb c te install deeye wine install diyecilam but remove korar por install hocce na. Jodi kisu share koren..

যদি সম্ভব হয় পুরো পিসিটা format করে, নতুন করে XP দিয়ে, minimum 15GB disk space রেখে ubuntu install করেন। তারপর wine install করেন। বারবার install-uninstall করার কারনে এই সমস্যা হতে পারে। ভাল হয় সব নতুন করে করেন।

অনেকদিন পরে হলেও লিখছি।

লিনাক্স একটা বাজে জিনিস। আপনারা যে কেন এইরকম একটা ফালতু জিনিস নিয়ে লাফান তা জানি না।

শোনেন, আমি লিনাক্স ইউজ করা শুরু করেছি প্রায় মাস হতে চলল। লিনাক্স মিন্ট ১০।
অনেক সাধনা কইরাও একটা সফটওয়্যার ইনষ্টল করা শিখতে পারলাম না। ভাবলাম আমিই বোধহয় গাধা। তাই সহজ জিনিসটা ধরতে পারছিনা।
তাই বিল্ট ইন চ্যাটের (XChat IRC) মাধ্যমে ট্রাই মারলাম। সেখানে অনেক বাঘা বাঘা লিনাক্স ইউজাররা ফেল মারলেন।

সবাই মোটামুটি এই ম্যাসেজ আমাকে দিতে চাইলো যে অপারেটিং সিস্টেম এর সাথে যে সফটওয়্যার এসেছে আমাকে তাই ইউজ করতে হবে। আপডেট করার কোন সুযোগ নেই।
একটা ফাকিং কথা হলোঃ আমি হার্ডডিস্কে কোন সফটওয়্যার রেখে ইচ্ছা মত ইনষ্টল করতে পারবোনা। আরে ভাই, আমি যদি OS নতুন করে ইনষ্টল করি, তাইলে কি OS-এর সাথে থাকা কোন সফটওয়্যারের পুরনো ভার্সনই আমাকে ইউজ করতে হবে? অথবা, প্রতিবার আপডেট সফটওয়্যার নামাতে হবে?

উদাহরণ দিয়েই বলিঃ আমি ফায়ারফক্স ৫ (লিনাক্স মিন্ট ১০-এর সাথে ফায়ারফক্স ৩.৬ দেয়া থাকে) নামালাম ইউজ করার জন্য। আরে ভাই, ইনষ্টল করার কোন অপশান নেই।
একটা অপশন আছে যে প্যাকেজ ম্যানেজার এ গিয়ে আপডেট করতে হবে। আমি তা করলামও। প্রায় ১৫ মেগা বাইটের মত কি যেন খানিক নামলো। আরে বাপ, আবার ফায়ারফক্স চালু করে দেখি সেই ৩.৬ ভার্সন! আপনিই বলুন, কার না গা জ্বলে? সবচেয়ে বড় কথা হলোঃ আমি যদি কোন কারণে আবারও OS সেটআপ দেই, তাহলে আমাকে কি প্রতিবারই প্রত্যেক সফটওয়্যারের আপডেট নামাতে হবে? হার্ডডিস্কে রেখে পরে ইউজ করতে পারবো না ক্যান?

লিনাক্স বাজে এটা ঠিকনা ভাই। আপনি যদি ফ্রি অপারেটিং system use করতে চান আর লিনাক্স এর সঠিক ইউজ জানেন তাহলেই শুধু মাত্র এটা ইউজ করে মজা পাবেন। For that you have to be patient. XP software's (.exe file) will not support in Linux. Yes you can use some of them using wine. Better you continue with windows and forget Linux.

Note: I am using ubuntu & fedora. No idea about Linux mint. I also use windows because some software has no alternative in Linux.

** OS setup দিলে linux এর backup রাখা যায়। নতুন করে সব update করার দরকার পরেনা।

বাংলার নবাব ভাই ঃ নিজের ব্যথতাকে Linux এর ঘাড়ে চাপিয়ে দেয়া কি ঠিক । আর Windows এর মত Linux ২-৩ মাস পর পর দেওয়া লাগে না । Linux ব্যবহার করবেন না ভাল কথা তাই বলে কি এটির দোষ দেওয়া কি ঠিক । ২০১৩ সালের পরে কি ব্যবহার করবেন ঠিক করে রাইখেন কিন্তু ।

Level 0

3ds max কি এভাবে উবুন্টুতে ইন্সটল করা যাবে?

Level 0

ubuntu use krte jeye alrady 2ta hdd nosto korsi. Warenty silo tk lage nai tai hdd kente tobuo ubuntu use kori inside wimdow. 1st ubuntu prem-e pori 2009 e. Valoi lage use korte. Tobe wine die onek soft run korte problem hoi. Avro soft ta setup dia gele valo lagto

sahebul vai apnar tune onek valo laglo , linux ubuntu te wine install dilam kintu amar kono virtual c drive create hoi ni ….problem ta solve kore dile onk upokrito hotam

Ami ubuntu 10.10 use korsi,, 11.04 use kore dekhini akhono.. jodi 11.04 use koren tahole thik help korte parsi na. But sob thik thak moto install korle problem hobar kotha na. Ami to amr necessary onek soft wine use kore chalai..

Apni arekbar aktu check kore dekhen: Applications > Wine > Programs > Browse C:\Drive.
/// Jodi Applications > jeye (Wine) khuje na pan tahole installation a problem ase..

ভালো টিউন!

Level 0

Wine 1.2 package lnk
mis kortasi

বাংলার নবাব – আপনার win95 Use করা উচিত । ধন্যবাদ

Level 0

help me…. ami banglalion router use kori… Amar pc te wine , vlc kisui ubuntu S.C theke install hosse na…..///