বিসমিল্লাহির রহমানির রাহিম। কিছুদিন হলো আমি ubuntu 10.10 use করে খুব মজা পাচ্ছি। তাই ভাবলাম Techtunes এ আমার প্রথম post টা ubuntu নিয়েই করি। Windows এর অনেক software আসে যাদের জন্য Linux এ ভাল কোন বিকল্প software খুজে পাওয়া যায়না। যেমন Tera Term, Packet Tracer. যারা Telecom sector এ আসেন তাদের জন খুবি উপকারি একটা software Tera Term. Router, switch configure, telnet, ping ইতাদি কাজে এটা খুব বাবহার হয়। উবুন্তুতে এর একটা বিকল্প soft আছে, PuTTY কিন্তু তা দিয়ে সব কাজ করা যায়না। আর যারা CCNA করছেন তাদের জন্য P.Tracer must. (P.T এর ubuntu version আছে)। খুজতে খুজতে পেয়ে গেলাম কিভাবে ubuntu তে windows এর software use করা যায়। এবার আসুন তাহলে দেখা যাক কিভাবে এই কাজটি করা যায়...
১। প্রথমে http://www.winehq.org/ এই address এ যেয়ে download option এ click করুন।
২। Download Ubuntu packages এ click করুন।
৩। Wine 1.2 package এ click করে install করে নিন।
৪। এতে আপনার উবুন্তুতে একটা virtual c drive creat হবে। Applications > Wine > Programs > Browse C:\Drive
৫। এবার windows এর যে software টা install করতে চান তার properties a যেয়ে Allow executing file as a program এটি enable দিন।
৬। এবার software উপর mouse এর write button click করে open with wine windows program loader select করুন অথবা Double click করুন। এবার windows এর মত করেই install করে ফেলুন।
৭। এখন Applications > Wine > Programs > এ গেলে আপনি আপনার install করা software গুলো দেখতে পাবেন।
৮। Uninstall এর বাপারেও একটু বলে রাখি। Install করা software দুই ভাবে Uninstall করা যায়। Install করা software গুলোর সাথেই Uninstaller দেয়া থাকে। যদি না থাকে তাহলে Applications > Wine > Uninstall Wine Software থেকে Remove করে দিতে পারেন।
ছবি দিয়ে সুন্দর করে Tune টি উপস্থাপন করার চেষ্টা করেছি। একজন নুতন Tuner হিসেবে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন আর কোন ভুল থাকলে কমেন্টস এ উল্লেখ করবেন। কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। সম্ভব হলে এখানে প্রদর্শিত ওয়ালপেপারগুলো ডাউনলোড করুন। টিউনের চেয়ে ওয়ালপেপারগুলো ভাল লেগেছে।