লিনাক্সের অ আ ক খ [পর্ব-১]

আমি টেকটিউনস এর সাথে আছি প্রায় ২ বছর হল কিন্তু কখনও কনো লেখা Post করিনি। হঠাৎ লিনাক্স শেখার জন্য মাথায় ভূত চাপল অনেক Blog কুজলাম কিন্ত কোন সহজ উপয় পেলাম না শেষমেষ রেগেমেগে লিনাক্স শেখানোর একটি Institution এ ভর্তি হলাম। এখন ভাবলাম যেহেতু আনেক কষ্টে শিখতে হচ্ছে তাই সবার সাথে শেয়ার করলে কষ্টটা সার্থক হবে।

সবাই জানি সব অপারেটিং সিস্টেমই মোটামুটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI মেইন্টেইন করে চলে৷ আমরা এও সবাই জানি লিনাক্স হল একটি File base OS। প্রথম দিকে  Linux কিন্ত কমান্ড দিয়ে চলতো৷ কিন্তু এখন  RED HAT ENTERPRISE LINUX 6   এর যে ভার্সন  relies করেছে তা সম্পূর্ণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস  GUI মেইন্টেইন করে সাথে সাথে কমান্ড দিয়ে চালানো যায়। এ কারনে এটি আগের চেয়ে অনেক বেশি User Friendly. যদিও GUI চেয়ে কমান্ডভিত্তিক OS অনেক শক্তিশালী৷কারণ, কমান্ডগুলো OS এর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে৷ কিন্তু Linux আপনি চাইলে শুধু GUI বা  শুধু কমান্ডভিত্তিক দিয়ে চালাতে পারেন। আমার এই Post টি তাদের জন্য যারা লিনাক্সের মুটমুটই কিছুই জানেনা একারনে লিনাক্স এ ব্যবহার করা অনেক শব্দ আপরিচিত লাগবে এতে বিরক্ত হওয়ার কিছুই নেই বেঁচে থাকলে ধারাবাহিক ভাবে সব কিছুই Post করব। প্রথমেই বলে রাখি লিনাক্স শুরুতে অনেক অসুবিধা ও বিরক্ত লাগলেও পরে  অনেক আনন্দদায়ক হয়ে ওঠে৷
লিনাক্স এর Hardware requirement  গুলো দেখে অনেকে বিস্মিত হতে পারেন। কিন্ত বিস্মিত হওয়ার কিছু নেই এখানে বলা সব Hardware  ব্যবহার করতে হবে এমন কোন কথা নেই।

  1. i.        Intel/ AMD 64 bit presser
  2. ii.        RAM 4 GB আপনার RAM যদি 2 GB ও হয় তবে কাজ করবে।
  3. iii.        Intel presser এর ক্ষেত্রে Bios এর VT Enable থাকতে হবে।
  4. iv.        AMD presser এর ক্ষেত্রে bios এর SMV Enable থাকতে হবে।
  5. v.        PXM Boot Enable থাকতে হবে।

এখন মূল বিষয়ে চলে আসি আমি Linux এর সবচাইতে নতুন version RED HET ENTERPRISE LINUX 6   নিয়ে আলোচনা করব Linux যেহেতু নতুন একটি OS তাই কেউ Windows XP বা 7 বাদ দিয়ে নিজের PC তে Setup দেবে না তাই এটা আশা করাও বোকামি। তাই আমি এখানে VMware ব্যবহার করে কি ভাবে Linux ব্যবহার করা যায় সেটা দেখাব কারন VMware এ ব্যবহার করতে পারলে হে কেউ যে কোন PC তে ও ব্যবহার করতে পারবে। আমি প্রথমে চিন্তা করেম যে সুধু লিনাক্সের setup দিয়ে শুরু করব কিন্তু পরে ভাবলাম অনেকে VMware setup দিতে নাও পারতে পারে সে জন্য VMware setup দিয়ে শুরু করব।

কার কাছে যদি VMware software টি না থাকে তবে নিচে দেয়া Oracle এর Logo তে ক্লিক করে Oracle Virtual box Download করতে পারেন।

1. Software টি Download শেষ করে Install করার পর Figure 1 এর মত window আসলে New ক্লিক করুন Figure 2 আসবে Next ক্লিক করুন।

2. Figure 3 আসলে Name এ LINUX 6, OS Type এর নিচে Operating System এ Linux, Version এ Red Hat select করে Next দিন।

Figure 3

3. Figure 4 আসলে Memory allocate করে Next চাপুন।

4. Figure 5 আসলে Virtual Har Disk এ Create New hard disk select করে Next দিন।

5. Figure 6 আসলে Next দিন।

6. Figure 7 আসলে Dynamically expanding storage select করে Next দিন।

7. Figure 8 আসলে Location আপনার ইচ্ছা মত নির্দিষ্ট করতে পারেন হার্ডডিস্ক এর Size  অন্তত 15GB রাখবেন Next দিন।

Figure 9

Figure 10

8. Figure 9,10 এর মত স্ক্রীন আসলে Finish দিন।

উপরের ধাপ গুলো যদি আপনি টিক মত করে থাকেন থবে আপনার সিস্টেম লিনাক্সের জন্য তৈরি। আগামী পর্বে লিনাক্স কিভাবে setup দিতে হয় তা লিখব।

বি.দ্রঃ এটি আমার প্রথম টিউন ভূল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি সাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Many Many Thank you

অনেকদিন পরে হলেও লিখছি।

লিনাক্স একটা বাজে জিনিস। আপনারা যে কেন এইরকম একটা ফালতু জিনিস নিয়ে লাফান তা জানি না।

শোনেন, আমি লিনাক্স ইউজ করা শুরু করেছি প্রায় মাস হতে চলল। লিনাক্স মিন্ট ১০।
অনেক সাধনা কইরাও একটা সফটওয়্যার ইনষ্টল করা শিখতে পারলাম না। ভাবলাম আমিই বোধহয় গাধা। তাই সহজ জিনিসটা ধরতে পারছিনা।
তাই বিল্ট ইন চ্যাটের (XChat IRC) মাধ্যমে ট্রাই মারলাম। সেখানে অনেক বাঘা বাঘা লিনাক্স ইউজাররা ফেল মারলেন।

সবাই মোটামুটি এই ম্যাসেজ আমাকে দিতে চাইলো যে অপারেটিং সিস্টেম এর সাথে যে সফটওয়্যার এসেছে আমাকে তাই ইউজ করতে হবে। আপডেট করার কোন সুযোগ নেই।
একটা ফাকিং কথা হলোঃ আমি হার্ডডিস্কে কোন সফটওয়্যার রেখে ইচ্ছা মত ইনষ্টল করতে পারবোনা। আরে ভাই, আমি যদি OS নতুন করে ইনষ্টল করি, তাইলে কি OS-এর সাথে থাকা কোন সফটওয়্যারের পুরনো ভার্সনই আমাকে ইউজ করতে হবে? অথবা, প্রতিবার আপডেট সফটওয়্যার নামাতে হবে?

উদাহরণ দিয়েই বলিঃ আমি ফায়ারফক্স ৫ (লিনাক্স মিন্ট ১০-এর সাথে ফায়ারফক্স ৩.৬ দেয়া থাকে) নামালাম ইউজ করার জন্য। আরে ভাই, ইনষ্টল করার কোন অপশান নেই।
একটা অপশন আছে যে প্যাকেজ ম্যানেজার এ গিয়ে আপডেট করতে হবে। আমি তা করলামও। প্রায় ১৫ মেগা বাইটের মত কি যেন খানিক নামলো। আরে বাপ, আবার ফায়ারফক্স চালু করে দেখি সেই ৩.৬ ভার্সন! আপনিই বলুন, কার না গা জ্বলে? সবচেয়ে বড় কথা হলোঃ আমি যদি কোন কারণে আবারও OS সেটআপ দেই, তাহলে আমাকে কি প্রতিবারই প্রত্যেক সফটওয়্যারের আপডেট নামাতে হবে? হার্ডডিস্কে রেখে পরে ইউজ করতে পারবো না ক্যান?

    @বাংলার নবাব:

    বাংলার নবাব ভাই আপনার কথা শুনে আর থাকতে পারলামনা সোজা কথায় দামি অপারেটিং কিনার টাকা নাই বলে চালাই ।

    @বাংলার নবাব:
    হার্ডডিস্কে আগের সফটয়্যার রেখে পরে ব্যবহার করা যায় না, এই কথা আপনাকে কে বলল?

    আপনি যে উইন্ডোজ নিয়ে এত লাফাচ্ছেন, এটা কি আপনি পয়সা দিয়ে কিনেছেন?

নবাব ভাই,
মাত্র ১ মাস লিনাক্স ব্যবহার করেই লিনাক্স ফালতু বলে সার্টিফিকেট দিয়ে দিলেন? আপনি অনেক সাধনা করেও একটা সফটয়্যার ইনস্টল দিতে পারলেন না, তাই সব দোষ লিনাক্সের হয়ে গেল। আমি তো তিন বছর ধরে আমার সব কাজের জন্য লিনাক্স ব্যবহার করছি, কোন ধরনের সমস্যা ছাড়াই।
নিজের পেট ভাল না, ডালের উপর দোষ চাপানোর অভ্যাস ত্যাগ করুন।

Level 0

Asca vi, amar pc er ram 512mb. tate ki vmware install kore linux os deoa jabe?

R e jonno ki internet connection lagbe (bridged: connected directly… select korle)?

bigginer হিসেবে রেড হ্যাট ব্যবহার করা মন্দ নয় কি ? অবশ্য আমি লিনাক্স এর ব্যপারে ধরতে গেলে কিছুই জানি না। pendrive দিয়ে লিনাক্স মিন্ট ১৫ চালাই মাঝে মাঝে। কিন্তু প্রথমে কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। আশা করি উত্তর দিবেন…