আমি টেকটিউনস এর সাথে আছি প্রায় ২ বছর হল কিন্তু কখনও কনো লেখা Post করিনি। হঠাৎ লিনাক্স শেখার জন্য মাথায় ভূত চাপল অনেক Blog কুজলাম কিন্ত কোন সহজ উপয় পেলাম না শেষমেষ রেগেমেগে লিনাক্স শেখানোর একটি Institution এ ভর্তি হলাম। এখন ভাবলাম যেহেতু আনেক কষ্টে শিখতে হচ্ছে তাই সবার সাথে শেয়ার করলে কষ্টটা সার্থক হবে।
সবাই জানি সব অপারেটিং সিস্টেমই মোটামুটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI মেইন্টেইন করে চলে৷ আমরা এও সবাই জানি লিনাক্স হল একটি File base OS। প্রথম দিকে Linux কিন্ত কমান্ড দিয়ে চলতো৷ কিন্তু এখন RED HAT ENTERPRISE LINUX 6 এর যে ভার্সন relies করেছে তা সম্পূর্ণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI মেইন্টেইন করে সাথে সাথে কমান্ড দিয়ে চালানো যায়। এ কারনে এটি আগের চেয়ে অনেক বেশি User Friendly. যদিও GUI চেয়ে কমান্ডভিত্তিক OS অনেক শক্তিশালী৷কারণ, কমান্ডগুলো OS এর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে৷ কিন্তু Linux আপনি চাইলে শুধু GUI বা শুধু কমান্ডভিত্তিক দিয়ে চালাতে পারেন। আমার এই Post টি তাদের জন্য যারা লিনাক্সের মুটমুটই কিছুই জানেনা একারনে লিনাক্স এ ব্যবহার করা অনেক শব্দ আপরিচিত লাগবে এতে বিরক্ত হওয়ার কিছুই নেই বেঁচে থাকলে ধারাবাহিক ভাবে সব কিছুই Post করব। প্রথমেই বলে রাখি লিনাক্স শুরুতে অনেক অসুবিধা ও বিরক্ত লাগলেও পরে অনেক আনন্দদায়ক হয়ে ওঠে৷
লিনাক্স এর Hardware requirement গুলো দেখে অনেকে বিস্মিত হতে পারেন। কিন্ত বিস্মিত হওয়ার কিছু নেই এখানে বলা সব Hardware ব্যবহার করতে হবে এমন কোন কথা নেই।
এখন মূল বিষয়ে চলে আসি আমি Linux এর সবচাইতে নতুন version RED HET ENTERPRISE LINUX 6 নিয়ে আলোচনা করব Linux যেহেতু নতুন একটি OS তাই কেউ Windows XP বা 7 বাদ দিয়ে নিজের PC তে Setup দেবে না তাই এটা আশা করাও বোকামি। তাই আমি এখানে VMware ব্যবহার করে কি ভাবে Linux ব্যবহার করা যায় সেটা দেখাব কারন VMware এ ব্যবহার করতে পারলে হে কেউ যে কোন PC তে ও ব্যবহার করতে পারবে। আমি প্রথমে চিন্তা করেম যে সুধু লিনাক্সের setup দিয়ে শুরু করব কিন্তু পরে ভাবলাম অনেকে VMware setup দিতে নাও পারতে পারে সে জন্য VMware setup দিয়ে শুরু করব।
কার কাছে যদি VMware software টি না থাকে তবে নিচে দেয়া Oracle এর Logo তে ক্লিক করে Oracle Virtual box Download করতে পারেন।
1. Software টি Download শেষ করে Install করার পর Figure 1 এর মত window আসলে New ক্লিক করুন Figure 2 আসবে Next ক্লিক করুন।
2. Figure 3 আসলে Name এ LINUX 6, OS Type এর নিচে Operating System এ Linux, Version এ Red Hat select করে Next দিন।
3. Figure 4 আসলে Memory allocate করে Next চাপুন।
4. Figure 5 আসলে Virtual Har Disk এ Create New hard disk select করে Next দিন।
5. Figure 6 আসলে Next দিন।
6. Figure 7 আসলে Dynamically expanding storage select করে Next দিন।
7. Figure 8 আসলে Location আপনার ইচ্ছা মত নির্দিষ্ট করতে পারেন হার্ডডিস্ক এর Size অন্তত 15GB রাখবেন Next দিন।
8. Figure 9,10 এর মত স্ক্রীন আসলে Finish দিন।
উপরের ধাপ গুলো যদি আপনি টিক মত করে থাকেন থবে আপনার সিস্টেম লিনাক্সের জন্য তৈরি। আগামী পর্বে লিনাক্স কিভাবে setup দিতে হয় তা লিখব।
বি.দ্রঃ এটি আমার প্রথম টিউন ভূল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি সাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ