উবুন্টুর জন্য আপনার পছন্দের সফটওয়্যারগুলোর পিপিএ তৈরি করার জন্য এই ওয়েবসাইটে যান।
প্রথমে আপনার দেশ নির্বাচন করেন,
এরপর উবুন্টুর কোন এডিশন এর জন্য PPA লিস্ট তৈরি করবেন তা নির্বাচন করেন।
এর পর যে সকল প্যাকেজ আপনার কাজে লাগে তার চেক বক্স চেক করেন।
শেষে জেনারেট লিস্ট বাটনে ক্লিক করেন।
পরে আপনি একটা সোর্স লিস্ট পাবেন।
এরপর Altr+F2 কী দ্বয় একসঙ্গে চাপুন,Run Application নামব কমান্ড বক্স আসবে।
সেখানে লিখুন gksudo nautilus
এর পর Run বাটনে ক্লিক করুন।
পাসওয়ার্ড চাইবে,পাসওয়ার্ড দিন।
Root ওপেন হবে।
সেখান থেকে File System এ ডাবল ক্লিক করুন।
এরপর File System এর মধ্যে থেকে etc তে ডাবল ক্লিক করুন,etc এর মধ্যে থেকে apt তে ডাবল ক্লিক করুন।
সেখানে sources.list নামক একটি ফাইল পাবেন।
sources.list ফাইলটি তে মাউসের ডান বাটনে ক্লিক করে Open With Text Editor সিলেক্ট করুন।
ফাইলটি ওপেন হলে এর সর্বশেষ লাইনে চলে যান।
সেখানে যে সফটওয়ার টা ইনস্টল করতে চান,তার পিপিএ সোর্স টি এ্যাড করুন।
এরপর ফাইলটি সেভ করুন,এবং Root থেকে বেরিয়ে আসুন।
এবার ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন।
এরপর টার্মিনালে (Applications>Accessories>Terminal) প্রবেশ করে,
sudo apt-get update
এই কমান্ড দিয়ে Enter কী চাপুন।
এরপর পাসওয়ার্ড দিয়ে আবার Enter কী চাপুন।
সোর্স লিস্ট পুরোপুরি আপডেট হয়ে গেলে/টার্মিনাল এর কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে,টার্মিনাল থেকে বেরিয়ে আসুন।
এরপর,
আবার টার্মিনালে (Applications>Accessories>Terminal) প্রবেশ করে,
sudo apt-get install software name
বিঃ দ্রঃ sudo apt-get install এর পরের অংশে
আপনি,যে সফটওয়্যার টি সোর্সএ যুক্ত করেছিলেন, তার নাম লিখুন।
উদাহরণঃ
এখানে ধরে নিচ্ছি, আপনি সোর্স লিস্ট এ Remastersys এর পিপিএ সোর্স টি এ্যাড করেছিলেন।
তাহলে এর কমান্ড টি হবে,
sudo apt-get install remastersys
লিখে Enter কী চাপুন।
পাসওয়ার্ড চাইলে,পাসওয়ার্ড দিয়ে আবার Enter কী চাপুন।
ইনস্টলেশন শুরু হয়ে যাবে।
টার্মিনাল এর কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে,টার্মিনাল থেকে বেরিয়ে আসুন।
আপনার পিসি রিস্টার্ট দিন।
সম্পূর্ণ পদ্ধতি টার পরিপূর্ণ উদাহরণঃ (এখানে Remastersys ইনস্টল করার পদ্ধতি বর্ণনা করা হলো)
Altr+F2 কী দ্বয় একসঙ্গে চাপুন,Run Application নামব কমান্ড বক্স আসবে।
সেখানে লিখুন gksudo nautilus
এর পর Run বাটনে ক্লিক করুন।
অথবা টার্মিনালে (Applications>Accessories>Terminal) প্রবেশ করে,
gksudo nautilus
লিখে Enter কী চাপুন
পাসওয়ার্ড চাইবে,পাসওয়ার্ড দিন।
Root ওপেন হবে।
সেখান থেকে File System এ ডাবল ক্লিক করুন।
এরপর File System এর মধ্যে থেকে etc তে ডাবল ক্লিক করুন,etc এর মধ্যে থেকে apt তে ডাবল ক্লিক করুন।
সেখানে sources.list নামক একটি ফাইল পাবেন।
sources.list ফাইলটি তে মাউসের ডান বাটনে ক্লিক করে Open With Text Editor সিলেক্ট করুন।
ফাইলটি ওপেন হলে এর সর্বশেষ লাইনে চলে যান।
সেখানে
# Remastersys
deb http://www.geekconnection.org/remastersys/repository karmic/
deb http://deb.torproject.org/torproject.org experimental-lucid main
deb http://akirad.cinelerra.org akirad-lucid main
deb-src http://akirad.cinelerra.org akirad-lucid main
লাইনগুলো যুক্ত করে ফাইল টি পুনরায় সেভ (Ctrl+S) করুন।
এবার ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন।
এরপর টার্মিনালে (Applications>Accessories>Terminal) প্রবেশ করে,
sudo apt-get update
এই কমান্ড দিয়ে Enter কী চাপুন।
এরপর পাসওয়ার্ড দিয়ে আবার Enter কী চাপুন।
সোর্স লিস্ট পুরোপুরি আপডেট হয়ে গেলে/টার্মিনাল এর কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে,
টার্মিনাল থেকে বেরিয়ে আসুন।
এবার ইনস্টলেশনের পালাঃ
প্রথমে Synaptic Package Manager দিয়ে ইনস্টলেশনের পদ্ধতি বর্ণনা করা হলো।
এবং পরে টার্মিনাল কমান্ড এর মাধ্যমে ইনস্টলেশনের পদ্ধতি বর্ণনা করা হলো।
আপনি যে কোনও একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন।
# Synaptic Package Manager দিয়ে ইনস্টলেশনঃ
System>Administration>Synaptic Package Manager সিলেক্ট করুন।পাসওয়ার্ড চাইবে,পাসওয়ার্ড দিয়ে Enter কী চাপুন।
Synaptic Package Manager চালু হওয়ার পরে Quick Search এই বক্সে remastersys লিখুন।
remastersys প্যকেজটি আসবে,সেখানে মাউসের ডান বাটন চাপুন এবং Mark for installation অপশান টি সিলেক্ট করুন।
এবার উপরের Apply বাটনে ক্লিক করুন।
Apply the following changes? নামক একটি উইন্ডো আসবে,Apply বাটনে ক্লিক করুন।
Downloading Package files Appling Changes নামক উইন্ডো দুটি কিছুক্ষন পর আসবে।
এর পর ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে,এমন একটি বার্তা আসবে।
Synaptic Package Manager থেকে বেরিয়ে
আবার আপনার পিসি রিস্টার্ট দিন।
# টার্মিনাল কমান্ড এর মাধ্যমে ইনস্টলেশনঃ
এরপর
টার্মিনালে (Applications>Accessories>Terminal) প্রবেশ করে,
sudo apt-get install remastersys
লিখে Enter কী চাপুন।
পাসওয়ার্ড চাইলে,পাসওয়ার্ড দিয়ে আবার Enter কী চাপুন।
ইনস্টলেশন শুরু হয়ে যাবে।
টার্মিনাল এর কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে,টার্মিনাল থেকে বেরিয়ে আসুন।
আপনার পিসি রিস্টার্ট দিন।
আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।
Finger fing 36 Emoticon