আমরা যার উবুন্টু ব্যবহার করি তাদের একটা প্রধান সমস্যা হল অডিও বা ভিডিও প্লে করতে পারি না । Windows তে যেমন মাদারবোর্ডের ড্রাইভার লোড না করলে উইন্ডোজ বোবা তেমনি উবুন্টু ও অডিও বা ভিডিও কোড লোড না করলে উবুন্টু .Mp3, .mpeg, .3gp প্রভৃতি ফাইলের জন্যও বোবা। আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের কাছে মাদারবোর্ডের ডিস্ক বা ড্রাইভার থাকে বলে সহজেই লোড করে নিয়ে Windows বলতে শিখাতে পরি তেমনি কিন্তু উবুন্টুর ক্ষেত্রে Online (ইন্টারনেট কানেকশন) অবস্থায় না থাকলে হয় না।
এবার কিন্তু আপনিও পারবেন না বলতে পারা ফাইলগুলি বলতে শেখাতে Off line অবস্থাতেও উবুন্টুকে শুধু আপনাকে আমার লিঙ্ক দেওয়া কোডেক গুলি ডাউনলোড করে রাখতে হবে ও নতুন করে ইনস্টল করার পর ইনস্টল করে নিতে হবে ।
তাহলে দেরি না করে কোডেক গুলি ডাউনলোড করে নিন আর যারা এই কারনের জন্য উবুন্টুকে অপছন্দ করেন তারা এবার পছন্দ করতে শুরু করে দেন।
Mp3 কোড ডাউনলোড করতে ক্লিক করুন -
আর ভিডিও কোড ডাউনলোড করতে ক্লিক করুন -
কোড লোড করেও যদি সাউন্ড না আসে তবে নিচের পদ্ধতি অবলম্বন করুন
Top Panel ডান দিকে থাকা সাউন্ড লোগোর উপর ক্লিক করুন
অথবা System থেকে Preferences গিয়ে Sound যান ও আসা উইন্ডোজে Hardware ক্লিক করে Profile এ যান ও আপনার ডিভাইসটি সিলেক্ট করুন
ও Test speaker ক্লিক করুন বা কোন mp3 ফাইল চালিয়ে দিলে বুঝতে পারবেন।
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
ভাই আমি উবুন্টু কি জানিনা ।উবুন্টু সম্পকে বিস্তারিত বললে ভাল হত।।।।