উবুন্টুর প্রয়োজনীয় কয়েকটি সফটওয়ার

অনেক দিন পরে আবার টিউন করছি সকলেই আশা করি ভালো আছে। আজকে টিউন করছি তাও আবার উবুন্টুর সফটওয়ার নিয়ে অনেকেই তো লিনাক্সের টিউন পড়েন না তা যাই হোক সেটা নিজের ব্যাপার। আমার এই টিউন টি পড়ে যদি একজন উপকৃত হন তাহলেই আমার টিউন স্বার্থক , বাজে কথা বাদ দিয়ে টিউনে আসা যাক প্রথমে বলি .rar ফাইল খোলার জন্য উবুন্টু তে .rar কোড না থাকায় উবুন্টু ইনস্টল করার পর সরাসরি .rar ফাইল খোলে না তাই আমার দেওয়া এই ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিন তাহলেই .rar ফাইল খুলবে আর এটি আপনি Offline এও ব্যবহার করতে পারবেন।
সাইফুল্লাহ
Download Now
সাইফুল্লাহ
এবার , এখন ইন্টারনেট করতে হলে আপানার Flash Player Install থাকা বাধ্যতামূলক তাই আপনাকে উবুন্টু ইনস্টল করে Flash Player load করতে 4.66 MB Download করতে হয়, তাই Flash Player টি Download করে রেখে আপনি Offline Install করতে পারবেন অন্য O.S. মতন।

Download Now
সাইফুল্লাহ
অনেকে ব্লুটুথ দিয়ে নেট কানেকশন করে থাকেন কিন্তু উবুন্টুতে যে ব্লুটুথের জন্য যে সফটওয়ারটি থাকে সেটি দিয়ে কানেকশন করা যায় না তাই আমার দেওয়া BlueMan Devices manager দিয়ে আপনি সহজেই নেট কানেকশন করতে পারবেন।
saifullah
Download Now
সাইফুল্লাহ
আরও একটি উবুন্টুর নাম করা সফটওয়ারটি হল জিম্প যার কাজ সম্বন্ধে কিছু বলতে হবে বলে আমি মনে করি না, সকলেই জানে এটি Photoshop এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।
Download Now
সাইফুল্লাহ
আমার ব্লগে একই সাথে প্রকাশিত

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amar janno dorkari tune, ar ubuntu te boot sequence kivabe change korbo, mane boot screen e first xp then ubuntu. Ar I’m writing from mobile, so bangla likte parsina.

    উবুন্টুতে StartUp Manager নামে একটা টুলস আছে। এটা দিয়ে খুব সহজেই এটা করতে পারবেন।

আপনাকে কি ভাবে যে ধন্যবাদ দেব! থ্যাংকস 😀

    তেমন কি বা করলাম , চেষ্টা মাত্র আপনাকে ও ধন্যবাদ।

ভাই, আমি প্রথম উবুন্টু সেটাপ দিয়েছি। আমার অনেক সমস্যা।
দয়া করে কেউ যদি সমাধান দিতেন।

আমি ntfs ড্রাইভ কি করে খুলতে পারবো?
আমি সিটিসেলের জুম আল্ট্রা মডেম কিভাবে সেটাপ দিবো?
আমি অডিও/ভিডিও কিভাবে প্লে করবো?

আমি লিনাক্স প্লাটফরমে অভ্যস্ত হতে চাই।
Please anybody help me.

আর সাইফুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ উবুন্টু নিয়ে লেখার জন্য।
আশা করি সামনে আরও টিউন পাবো।

    ১. আরামসে যে কোন ড্রাইভ খুলতে পারবেন, যে কোন ফোল্ডার খোলার মতই।
    ২. এই লিংকটা দেখুনঃ http://forum.projanmo.com/topic20327.html একটু ভাল করে পুরো টপিকটা পড়বেন তাহলেই বুঝতে পারবেন।
    ৩. আপনাকে রেস্ট্রিক্টেড এক্সট্রা নামাতে হবে। সফটওয়্যার সেন্টার থেকে ubuntu-restricted-extras লিখে সার্চ দিন এবং ইন্সটল করুন। সাথে vlc টাও ইন্সটল করুন। তাহলেই আর কোন অডিও ভিডিও চালাতে সমস্যা হবে না।
    আচ্ছা, আপনার উবুন্টু কত ভার্সন?

    সাউন্ডের জন্য ভিডিও প্লে করার কোডটা ইনস্টল করতে হয় তা আমি পরবর্তী টিউনে প্রকাশ করব।বাকি উত্তর পেয়ে গেছেন।

    ভাই কতো ডিন তাড়াতাড়ি কোরলে ভালো হয়।
    আমি উইন্ডোস ফালাই দিতে চাচ্ছি। তাই পারলে offline উবুন্টু নিয়া লিখিয়েন।

সাইফুল ভাইকে ধন্যবাদ লেখার জন্য। তবে এটা আসলেই ঠিকযে, এসব টিউনে হিট কম হয়। কমেন্টও কম হয়।

    বাবর ভাই আপমার মতের সঙ্গে একমত তবুও টিউন করেছি করব। আর আমার নাম সাইফুল নয় সাইফুল্লাহ

সর্ট না দেওয়া উচিৎ ছিলো।
ভালো হইছে…………………..

Level 0

উবুন্টুতে বাংলালায়ন এর মডেম কিভাবে সেটআপ দেব?

    কোনটা? ইউএসবি? নাকি ইনডোরটা?

    Level 0

    usb modem

    তাইলে ভাই সরি। কারণ এই মডেমটার যে ড্রাইভারটা দেয়া সেটা অনেক পুরোনো কার্ণেলের জন্য। শুধুমাত্র পুরোনো একটা ভার্সনের উবুন্টুতে কানেক্ট করা যায়। তাও আবার কার্ণেল আপডেট করলেই শেষ। এটুকুও অবশ্য ছিলনা। মাত্র কয়েকদিন আগে বের করা হয়েছে। আশা করি খুব দ্রুত বাকি ভার্সনগুলায়ও করা যাবে। আরও বিস্তারিত জানতে এখানে দেখুনঃ http://forum.projanmo.com/topic22543.html
    এখানে যদিও কিউবির ইউএসবি মডেমটার কথা বলা হয়েছে, তবে দুটো মডেমই একইরকম। একটার সমাধান হলেই বাকিটার হতে হয়তো আর দুইএকদিন বেশি লাগবে।

বাবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমাধান দেওয়ার জন্য। আমি ট্রাই করতেছি।
আর আমার উবুন্টু’র ভার্সন ৯.০৪

    ভাইজান, পারলে আপগ্রেড করে ফেলুন। এটার অফিশিয়াল সাপোর্ট কিন্তু বন্ধ হয়ে গেছে।
    সমস্যাগুলার সমাধানও মনে হয় ঠিকমত মিলবে না। কারণ এখন ১০.১০ চলতেছে। আর বেশিরভাগ সমাধান ১০.০৪ এর উপর ভিত্তি করে বলা হয়।

বাবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি দেয়ায়।আমি ১০.০৪ ইউজ
করি।আমার নেট নাই।আমাকে কিসু মিডিয়া player এর .deb file(offline installer) এর লিংক দিতে পারবেন।পারলে wine এর offline installer টাও দিয়েন।আমি google এ search দেওয়ার পরে এক গাদা কতোগুলা পাইসি। বাট কোনোটাই install নেয় না।আমাকে specific ভাবে ১০.০৪ এর wine offline installer লিংক দিলে ভালো হয়।

    হে হে, টিউন কার আর থ্যাংকস পায় কে!!!!!
    যাই হোক, আপনি কোথায় থাকেন? ঢাকায় হলে আমি সরাসরি ফাইল দিতে পারব। আর আপনার কি কানেকশন? কানেক্ট করতে পারেননা?

    বাবর ভাই তাতে কি হয়েছে টিউন টা আমি করেছি ঠিক কথা কিন্তু বাকি সকলের সমস্যার উত্তর আমি দেওয়ার আগে আপনি দিচ্ছেন তাই ধন্যবাদ আপনার ই প্রাপ্য আমার তরফ থেকেও ধন্যবাদ আপনাকে।

    বাবর ভাই আমি dhaka তেই থাকি। আর আমি qubee use করি।

    হমম, এই মডেমটার জন্য আরও কয়েকদিন ওয়েট করতে হবে। এখনো কানেক্ট করা যায়, তবে অনেক পুরোনো কার্ণেলে। এজন্যই সমস্যা।

    কি করা যায়। projonmo.com এ একটা সমাধান পাইসি। কিন্তু এটা অনেক পুরোনো ভারসন ৯.0৪ এর জন্য।
    আমি ১০.০৪ এর জন্য চাইসিলাম।আপাততো আমাকে kmp বা ভালো কোনো মিডিয়া প্লেয়ার এর লিনক দিলে ভালো হয়।

vai pls “shatter stock” ar premium acount ar coad ditay parban? pls pls pls pls pls

বাবর ভাই, আপনার কথাই ঠিক। একটা মাত্র ফাইল install হইছে। বাকী গুলা হয়নাই।
টার্মিনালে কমান্ড লিখেও কাজ হয়নাই।

ভাই, উবুন্টু নিয়ে টিউন চাই আপনার কাছ থেকে। (একেবারে গোড়া থেকে)
সহযোগীতার মনোভাব দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    টিউন করা আমার কম্ম না। যারা করতেন তাদের কাউকেই দেখতেছিনা। আর একই কথা বাড়ে বাড়ে লিখে লাভ কি? উবুন্টুর উপরে পুরা আগাগোড়া টিউটোরিয়াল আছে বিভিন্ন ফোরামে। তাও আবার বাংলায়। আর সমস্যা সমাধান+আলোচনার জন্য আমার কাছে ফোরামই ভাল লাগে। আমি সাধারণত প্রজন্ম ফোরামে বেশি থাকি। এছাড়াও লিনাক্স ফোরাম আছে। আমাদের প্রযুক্তি আছে। সবগুলায়ই উবুন্টুর উপরে অনেক টিউটোরিয়াল আছে। আর সবচেয়ে বড় কথা, ওখানে অনেক বড় বড় মাথা আছে।
    ৯.০৪ এ সম্ভবত wvdial দিয়ে কানেক্ট করা যায়।

সাইফুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ উবুন্টু নিয়ে লেখার জন্য।

উবুন্টু তে .tar.bz2 ইন্সটল দিতে হয় কিভাবে।

    অইগুলা কম্পাইল করে ইন্সটল করতে হয়। ঝামেলা করতে না চাইলে ডেব ফাইল ইন্সটল করাই ভাল। আর বেশিরভাগ সফটই রিপোতে পাওয়া যায়। নাহলে পিপিএ তো আছেই। অহেতুক কম্পাইল করার ঝামেলায় যাওয়ার দরকার কি?

একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক কইরেন।

Level 0

বাবর ভাই আপনাকে ধন্নবাদ

nero ki kore pabo

vai link gula to ka kore na egula die 12.04 version e ka kora j
abe?