অনেক দিন পরে আবার টিউন করছি সকলেই আশা করি ভালো আছে। আজকে টিউন করছি তাও আবার উবুন্টুর সফটওয়ার নিয়ে অনেকেই তো লিনাক্সের টিউন পড়েন না তা যাই হোক সেটা নিজের ব্যাপার। আমার এই টিউন টি পড়ে যদি একজন উপকৃত হন তাহলেই আমার টিউন স্বার্থক , বাজে কথা বাদ দিয়ে টিউনে আসা যাক প্রথমে বলি .rar ফাইল খোলার জন্য উবুন্টু তে .rar কোড না থাকায় উবুন্টু ইনস্টল করার পর সরাসরি .rar ফাইল খোলে না তাই আমার দেওয়া এই ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিন তাহলেই .rar ফাইল খুলবে আর এটি আপনি Offline এও ব্যবহার করতে পারবেন।
এবার , এখন ইন্টারনেট করতে হলে আপানার Flash Player Install থাকা বাধ্যতামূলক তাই আপনাকে উবুন্টু ইনস্টল করে Flash Player load করতে 4.66 MB Download করতে হয়, তাই Flash Player টি Download করে রেখে আপনি Offline Install করতে পারবেন অন্য O.S. মতন।
অনেকে ব্লুটুথ দিয়ে নেট কানেকশন করে থাকেন কিন্তু উবুন্টুতে যে ব্লুটুথের জন্য যে সফটওয়ারটি থাকে সেটি দিয়ে কানেকশন করা যায় না তাই আমার দেওয়া BlueMan Devices manager দিয়ে আপনি সহজেই নেট কানেকশন করতে পারবেন।
আরও একটি উবুন্টুর নাম করা সফটওয়ারটি হল জিম্প যার কাজ সম্বন্ধে কিছু বলতে হবে বলে আমি মনে করি না, সকলেই জানে এটি Photoshop এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।
আমার ব্লগে একই সাথে প্রকাশিত
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
Amar janno dorkari tune, ar ubuntu te boot sequence kivabe change korbo, mane boot screen e first xp then ubuntu. Ar I’m writing from mobile, so bangla likte parsina.